/indian-express-bangla/media/media_files/PTXT7GjGulQuTTXcD0i5.jpg)
বর্ষসেরা BSNL-র এই প্ল্যানগুলি জেনে নিন
Bsnl 365 days validity plan: সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা তার কোটি কোটি গ্রাহকদের জন্য সামনে এনেছে বেশ কিছু প্ল্যান যেগুলির ভ্যালিডিটি এক বছর বা তারও বেশি। সস্তার প্ল্যানে ইতিমধ্যেই BSNL টেক্কা দিয়েছে jio-Airtel-Vi কে। আগামী বছরের মধ্যেই 5G সার্ভিসও চালু করতে চলেছে সংস্থা। আপনি যদি সস্তায় এক বছরের দীর্ঘ মেয়াদি প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে BSNL-এর 365 দিনের বৈধতার এই প্ল্যানগুলির মধ্যে থেকে আপনি বেছে নিতে পারেন আপনার জন্য সেরাটা। মাত্র 1,198 টাকা থেকে শুরু সংস্থার বার্ষিক প্ল্যান৷ আজকের এই প্রতিবেদনে BSNL 365 দিনের মেয়াদের সেরা প্ল্যানগুলি নিয়ে আলোচনা করছি।
BSNL 365 দিনের মেয়াদ সহ প্ল্যান
BSNL-এর 2,998 টাকার প্ল্যান: BSNL-এর 2,998 টাকার প্ল্যানে প্রতিদিন 3GB ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা। বৈধতার কথা বললে, এই প্ল্যানের বৈধতা 365 দিন। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল এবং STD ভয়েস কলিং পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া যায়। হাই স্পিড ডেটা সীমা অতিক্রম করার পর গতি 40 kbps এ নেমে আসবে।
Sunita Williams: সুনিতাকে ছাড়াই পৃথিবীতে ফিরল মহাকাশযান, দেখুন রুদ্ধশ্বাস সেই অবতরণের মুহূর্ত!
BSNL-এর 1,999 টাকার প্ল্যান: BSNL-এর 1,999 টাকার প্ল্যানে মোট 600GB ডেটা দেওয়া হয়৷ এই প্ল্যানে 365 দিনের বৈধতা দেওয়া হয়েছে। ভয়েস কলিংয়ের কথা বললে, এই প্ল্যানে আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে। হাই স্পিড ডেটার সীমা শেষ হলে গ্রাহকরা পাবেন 40 kbps স্পিড। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS দেওয়া হয়। পাশাপাশি রয়েছে অন্যান্য সুবিধা।
২০ হাজার ছাড়ের বিরাট ছাড়! Bajaj chetak ই-স্কুটারের অফার চমকে দেবে!
BSNL-এর 1,198 টাকার প্ল্যান: BSNL-এর 1,198 টাকার প্ল্যানে প্রতি মাসে 3GB ডেটা দেওয়া হয়। বৈধতার কথা বললে, এই প্ল্যানের বৈধতা 365 দিন। এই প্ল্যানে মোট 300 মিনিট যেকোন-নেটওয়ার্কে ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। এই প্ল্যানে প্রতি মাসে ৩০টি এসএমএস দেওয়া হয়। ডেটা সীমা শেষ হওয়ার পরে, প্রতি এমবি 25 পয়সা করে চার্জ করা হয়।
টোটো চালকদের জন্য বিরাট খবর, 'রাহি' লঞ্চ করতে চলছে Ola
BSNL-এর 1,498 টাকার প্ল্যান: BSNL-এর 1,498 টাকার প্ল্যানে মোট 120GB ডেটা দেওয়া হয়েছে। বৈধতার কথা বললে, এই প্ল্যানে 365 দিনের বৈধতা দেওয়া হয়েছে। এই প্ল্যানটিও আনলিমিটেড ভয়েস কলিং অফার করে। এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া যাচ্ছে।
চটজলদি ফিরে পান হারানো সামগ্রী! মুসকিল আসানে দুরন্ত উদ্যোগ ভারতীয় রেলের
BSNL-এর 2,999 টাকার প্ল্যান: BSNL-এর 2,999 টাকার প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি 365 দিনের বৈধতা অফার করে। এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিং অফার করে। এই প্ল্যানে প্রতিদিন 100 এসএমএস দেওয়া হয়। হাই স্পিড ডেটা শেষ হলে ইন্টারনেটের স্পিড নেমে যাবে 40 কেবিপিএস-এ ।