Advertisment

ওয়াশরুমে স্পাই ক্যামেরা? খুঁজে ফেলুন এই স্মার্ট উপায়ে

Spy Camera: অনেক ক্ষেত্রে স্পাই ক্যামেরার অপব্যবহারের অভিযোগ ওঠে। যার ফলে গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা ঘটে। লেডিস টয়লেট থেকে শুরু করে নামী শপিং মলের ট্রায়াল রুম, অনেক সময় লুকিয়ে রাখা হয় স্পাই ক্যাম।

author-image
IE Bangla Tech Desk
New Update
spycamp

 Spy Camera: বাজারে স্পাই ক্যামেরার চাহিদা আকাশছোঁয়া । অনেক ক্ষেত্রে স্পাই ক্যামেরার অপব্যবহারের অভিযোগ ওঠে। যার ফলে  গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা ঘটে। অনেক  এমন ঘটনা প্রায়ই সামনে আসে যখন লেডিস টয়লেট থেকে শুরু করে নামী শপিং মলের ট্রায়াল রুম লুকিয়ে রাখা হয় স্পাই ক্যাম। স্পাই ক্যামেরা এতই ছোট যে সহজেই এটি যেকোনো জায়গায় রাখা যায়। আজ আমরা এই প্রতিবেদনে জানাবো কীভাবে আপনি জানতে পারবেন ওয়াশরুম অথবা ট্রায়াল রুমে স্পাই ক্যামেরা ইনস্টল করা আছে কিনা ।

Advertisment

Split AC Discount Offers: বিরাট ডিসকাউন্ট! 'অফ সিজনে' নামমাত্র দামে ACকেনার দারুণ সুযোগ

কীভাবে জানবেন স্পাই ক্যামেরা লুকানো আছে কিনা...

যে কোন নতুন জায়গায় গেলে সেই জায়গাটা ভালো করে স্ক্যান করুন। অনেক সময় হোটেল রুমে বাল্ব, ভেন্ট, স্মোক ডিটেক্টর, এসি, ওয়াল ডেকোর, ইলেকট্রিকাল আউটলেট ইত্যাদি জায়গায় স্পাই ক্যামেরা থাকতে পারে সেই জায়গাগুলি ভাল করে লক্ষ্য করতে হবে। একই সাথে, আপনি যদি রুমের সমস্ত আলো নিভিয়ে আপনার স্মার্টফোনের ফ্ল্যাশ চালু করে সন্ধান করেন, তাহলে এই ধরনের গোপন ক্যামেরাগুলি সহজেই পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি থেকে সবুজ বা লাল আলো প্রতিফলিত হয়। এছাড়াও, এই জাতীয় স্পাই ক্যামেরাগুলি ওয়াইফাইয়ের সাহায্যে সংযুক্ত থাকে যা আপনি ওয়াইফাই চালু করেও অনুসন্ধান করতে পারেন। যাইহোক, অনেক স্পাই ক্যামেরার লোকাল স্টোরেজ আছে যা ওয়াইফাই এর মাধ্যমে পাওয়া যায় না।

শেষ সুযোগ! ফ্রি'তে আধার কার্ড আপডেটের বিরাট সুযোগ

প্লে স্টোরে অনেক অ্যাপ পাওয়া যায় যার সাহায্যে আপনি স্পাই ক্যামেরা সার্চ করতে পারেন। আপনি প্লে স্টোর থেকে এগুলি ডাউনলোড করতে পারেন। এছাড়াও, স্পাই ক্যামেরার উপস্থিতি (হিডেন ক্যামেরা) কলের সময় আপনার স্মার্টফোনে সংযোগের সমস্যা তৈরি করতে পারে, যার মাধ্যমে আপনি এই ধরণের ক্যামেরাগুলি শনাক্ত করতে পারেন।

দুই বাম্পার প্ল্যানে হুঙ্কার ছুঁড়ল BSNL! ভয়ে কাঁপছে jio-Airtel

পুজোর আনন্দ এবার জমে ক্ষীর! বাজার মাতাতে আসছে 'সেরার সেরা' স্মার্টফোন

Tech News
Advertisment