VIP Number For Bike and Car: নতুন গাড়ি, বাইক কিনেছেন? সহজেই পেয়ে যান VIP নম্বর, কীভাবে?
অনেকেই আছেন যাঁরা নতুন গাড়ি কেনার সময় চান তাঁদের পছন্দের বা লাকি নম্বরটিই গাড়ির নম্বর প্লেটেও থাকুক। কিন্তু প্রশ্ন ওঠে, কীভাবে পাবেন সেই ভিআইপি বা ফ্যান্সি নম্বরটি? এর জন্য আপনাকে খুব জটিল কোনও ধাপ পেরোতে হবে না। সহজ কিছু পদ্ধতি অনুসরণ করলেই আপনি পেতে পারেন আপনার স্বপ্নের গাড়ির জন্য একটি VIP নম্বর। আজকের এই প্রতিবেদনে জানুন সম্পূর্ণ পদ্ধতি।
কীভাবে ভিআইপি নম্বর পাবেন?
নতুন গাড়ির জন্য ভিআইপি বা ফ্যান্সি নম্বর পেতে আপনাকে প্রথমেই যেতে হবে সংশ্লিষ্ট আরটিও (RTO)-এর অনলাইন ওয়েবসাইটে। মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন “Transport VIP number”।
এরপর যে ওয়েবসাইটটি আসবে সেখানে প্রবেশ করে “Fancy Number Services” বা এই ধরণের কোনও বিকল্পে ক্লিক করুন। সেখানে একটি অপশন থাকবে “Check Availability of Fancy Choice Numbers”। এখানে ক্লিক করলেই আপনি পরবর্তী ধাপে চলে যাবেন।
এখানে গিয়ে আপনাকে প্রথমে আপনার রাজ্য এবং নির্দিষ্ট আরটিও নির্বাচন করতে হবে। এরপর একটি তালিকা খুলে যাবে যেখানে আপনার রাজ্যে বর্তমানে কোন ভিআইপি নম্বর উপলব্ধ, সেটি আপনি দেখতে পাবেন। প্রতিটি নম্বরের পাশেই লেখা থাকবে সেই নম্বরটি কোন গাড়ির জন্য প্রযোজ্য এবং তার খরচ কত।
আপনার পছন্দের নম্বরটি সিলেক্ট করার পর আপনাকে নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এরপর আপনি অংশ নিতে পারবেন ই-নিলামে (e-auction)। এখানে আপনাকে আপনার পছন্দের নম্বরের জন্য বিড করতে হবে। সর্বোচ্চ দর যিনি দেবেন, তিনি পেয়ে যাবেন নম্বরটি। নিলাম শেষে হলে অর্থ প্রদান করে আপনি ওই নম্বরটি নিজের জন্য বরাদ্দ করতে পারেন।
এরজন্য আপনার কাছে প্রয়োজনীয় গাড়ির নথিপত্র ও আইডি প্রমাণ থাকতে হবে। প্রতিটি রাজ্যের জন্য নিলামের সময়সীমা ও প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে, তাই আপনার রাজ্যের আরটিও ওয়েবসাইটে নিয়মাবলি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন। আপনার গাড়ির নম্বর প্লেট এখন হতে পারে একেবারে ইউনিক এবং আপনার পছন্দসই। এখন আর অপেক্ষা নয় – আজই শুরু করুন প্রক্রিয়া।