AC Consuming Power Even When Off: নামমাত্র বিদ্যুৎ খরচে ঘর থাকবে ঠাণ্ডা! কিন্তু রিমোট থেকে এসি বন্ধ করলেও বাড়তে পারে বিল। এই বড় ভুল কীভাবে সামলাবেন, তা বর্তমান সময়ে জানা জরুরি হয়ে উঠেছে। কারণ, প্রচণ্ড গরমে (heat) আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এয়ার কন্ডিশনার বা এসি। ঠাণ্ডা ঘরের স্বস্তি যেমন অপরিসীম, তেমনি বিদ্যুৎ বিলও (Electric Bill) অনেক সময় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি মনে করে থাকেন যে এসি কিছুক্ষণ চালিয়ে রিমোট থেকে বন্ধ করে দিলেই বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, তাহলে বড় ভুল করছেন।
রিমোটে অফ মানেই এসি বন্ধ নয়!
প্রতিদিন রাতের বেলা বা যখন প্রয়োজন হয় না, তখন আমরা এসির রিমোটে "OFF" বোতাম চেপে নিশ্চিন্ত হই— এসি বন্ধ। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। রিমোট থেকে বন্ধ করলে ইনডোর ইউনিট নিভে যায় ঠিকই, কিন্তু আউটডোর ইউনিট—যেখানে কম্প্রেসার থাকে— তা চালু থেকে যেতে পারে। এর ফলে আপনার অজান্তেই বিদ্যুৎ খরচ চলতেই থাকে।
আরও পড়ুন- টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা! ভারতে ২০২৩-২৪ আর্থিক বছরে প্রথম কোন ১০ দেশ থেকে সবচেয়ে বেশি টাকা এল?
রিলে সুইচে সমস্যা?
এসির একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হল রিলে সুইচ। যদি এতে কোনও ত্রুটি থাকে, তাহলে রিমোট থেকে এসি বন্ধ করলেও আউটডোর ইউনিট বন্ধ হবে না। বাইরে থাকা এই ইউনিট দেখা না গেলে বুঝতেই পারবেন না যে এটি চলছে। এতে আপনার এসির কম্প্রেসার অবিরত কাজ করে যায়— যা শুধু বিদ্যুৎ বিলই বাড়ায় না, বরং যন্ত্রাংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও বাড়ায়।
আরও পড়ুন- বিশ্বের ১০টি সবচেয়ে দামি ঘড়ি, দাম আর তার বৈশিষ্ট্য শুনলে যে কোনও মধ্যবিত্তর মাথা ঘুরে যাবে
সমাধান: মেন সুইচ থেকেও এসি বন্ধ করুন
রিমোট থেকে এসি (coolers) বন্ধ করার পাশাপাশি মেন সুইচ থেকেও এসি সম্পূর্ণ বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে ইনডোর ও আউটডোর— দুটো ইউনিটেই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। বিশেষ করে যদি আপনার এসির রিলে সুইচ নষ্ট হয়, তাহলে এটি একমাত্র উপায় আপনার বিল ও যন্ত্র দুটোকেই রক্ষা করার।
আরও পড়ুন- পৃথিবী ধ্বংসের পথে? বাকি বিশ্বের চেয়ে দ্রুতগতিতে গরম বাড়ছে ইউরোপে! চরম আশঙ্কা প্রকাশ বিজ্ঞানীদের
টিপস: কম খরচে এসি ব্যবহারের কিছু সহজ উপায়
-
টেম্পারেচার ২৪-২৬ ডিগ্রি তে রাখুন– মনে রাখতে হবে যে, বেশি ঠান্ডা মানেই বেশি বিদ্যুৎ খরচ।
-
স্মার্ট প্লাগ ব্যবহার করুন – এর মাধ্যমে আপনি রিয়েল-টাইম বিদ্যুৎ খরচ ট্র্যাক করতে পারবেন।
-
রেগুলার সার্ভিসিং করুন – ধূলা জমে গেলে এসি বেশি পরিশ্রম করে, ফলে খরচ বাড়ে।
-
ঘর অন্ধকার রাখুন বা পর্দা ব্যবহার করুন – সরাসরি রোদ ঘরে ঢুকলে ঠান্ডা রাখতে এসিকে বেশি চালাতে হয়।
আরও পড়ুন- রামবান জেলায় বৃষ্টির প্রবল তাণ্ডব, প্রশাসনের কাছে বিরাট দাবি বাসিন্দাদের, এতবড় বিপর্যয়ের আসল কারণটা জানেন?
এসি থেকে বিদ্যুৎ সাশ্রয় শুধু নির্ভর করে কতক্ষণ আপনি এটি চালালেন, সেটির ওপর নয়— আপনি কীভাবে এবং কোন নিয়ম মেনে এটি ব্যবহার করছেন, তা-ও এক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। শুধুমাত্র রিমোট নয়, মেন সুইচ থেকেও বন্ধ না করলে, এসির অজান্তেই চলা ইউনিটের জন্য আপনি প্রতিমাসে বাড়তি বিদ্যুৎ খরচ করছেন এবং এসির কম্প্রেসারেরও ক্ষতি করছেন। তাই এখনই অভ্যাস বদলান—রিমোটের সঙ্গেই সুইচ অফ করুন, বাঁচান বিদ্যুৎ ও পকেটের টাকা!