Agni 5 Testing: শব্দের চেয়ে ২৪ গুণ বেশি গতি...! প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা ভারতের

Agni 5 Testing: ওড়িশার চাঁদিপুর থেকে সফল উৎক্ষেপণ! আবারও প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বড় সাফল্য অর্জন করল ভারত। ২০ আগস্ট তারিখে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে সফলভাবে পরীক্ষা করা হয় অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র।

Agni 5 Testing: ওড়িশার চাঁদিপুর থেকে সফল উৎক্ষেপণ! আবারও প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বড় সাফল্য অর্জন করল ভারত। ২০ আগস্ট তারিখে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে সফলভাবে পরীক্ষা করা হয় অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র।

author-image
IE Bangla Tech Desk
New Update
অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা – Agni-5 missile test  আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র – Intercontinental Ballistic Missile (ICBM)  ভারতীয় প্রতিরক্ষা সাফল্য – India defense achievement  অগ্নি-৫ এর পাল্লা ৫০০০ কিমি – Agni-5 range 5000 km  শব্দের চেয়ে ২৪ গুণ গতি – 24 times speed of sound  MIRV প্রযুক্তি – MIRV technology  পারমাণবিক ওয়ারহেড – Nuclear warhead  চীন ইউরোপ আফ্রিকা টার্গেট রেঞ্জ – China Europe Africa strike range  চাঁদিপুর ক্ষেপণাস্ত্র পরীক্ষা – Chandipur missile test  ভারতীয় ICBM শক্তি – India ICBM power

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা ভারতের

Agni 5 Testing: ওড়িশার চাঁদিপুর থেকে সফল উৎক্ষেপণ! আবারও প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বড় সাফল্য অর্জন করল ভারত। ২০ আগস্ট তারিখে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে সফলভাবে পরীক্ষা করা হয় অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র। 

Advertisment

আরও পড়ুন-জিওর পর এবার বড় ধাক্কা এয়ারটেলের! বন্ধ হয়ে গেল সস্তার রিচার্জ প্ল্যান

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রের সমস্ত কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড পূরণ হয়েছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই ঐতিহাসিক উৎক্ষেপণ সম্পন্ন হয়।

Advertisment

অগ্নি-৫ ভারতের প্রথম এবং একমাত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM)। এর পাল্লা ৫,০০০ কিলোমিটারেরও বেশি, ফলে সমগ্র চিন ছাড়াও ইউরোপ ও আফ্রিকার কিছু অংশ ভারতের আঘাত হানার ক্ষমতার আওতায় আসবে। এক টন থেকে দেড় টন পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে ভারতীয় প্রতিরক্ষা শক্তির অন্যতম মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন-আপনি কি ঘন ঘন রেফ্রিজারেটর বন্ধ করেন? বিদ্যুৎ বাঁচানোর নামে কী ভয়ঙ্কর ক্ষতি করছেন জানেন?

এর বিশেষত্ব হল, এটি MIRV (Multiple Independently Targetable Re-entry Vehicles) প্রযুক্তিতে সজ্জিত। অর্থাৎ, একটি উৎক্ষেপণে একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অগ্নি-৫। প্রয়োজনে একাধিক ওয়ারহেড একই টার্গেটেও নিক্ষেপ করা সম্ভব। এই প্রযুক্তি ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী করে তুলবে।

অগ্নি-৫ এর গতি শব্দের গতির প্রায় ২৪ গুণ বা ম্যাক ২৪। ক্যানিস্টারভিত্তিক লঞ্চিং সিস্টেমের কারণে এটি সহজেই যেকোনও জায়গায় পরিবহন করা যায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রের পুরো প্রযুক্তি, প্রপালশন সিস্টেম থেকে শুরু করে উন্নত নেভিগেশন—সবটাই দেশীয় প্রযুক্তিতে তৈরি। বর্তমানে ভারত ছাড়া মাত্র আটটি দেশের কাছে ICBM রয়েছে—রাশিয়া, আমেরিকা, চিন, ফ্রান্স, ইসরায়েল, ব্রিটেন এবং উত্তর কোরিয়া।

আরও পড়ুন- হাওড়া থেকে শিয়ালদা মাত্র ১১ মিনিটে...! দুর্গাপূজার আগে বাংলাকে বিরাট উপহার প্রধানমন্ত্রী মোদীর

Anti-Tank Missile