/indian-express-bangla/media/media_files/2025/09/07/wifi-calling-2025-09-07-17-09-24.jpg)
WiFi Calling: জেনে নিন, কীভাবে চালু করবেন ওয়াইফাই কলিং।
WiFi Calling: ওয়াইফাই কলিং এমন একটি প্রযুক্তি যা মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করে কল করা ও রিসিভ করার সুযোগ দেয়। অর্থাৎ, আপনার ফোনে যদি নেটওয়ার্ক সিগন্যাল না থাকে, কিন্তু ওয়াইফাই থাকে, তবে আপনি স্বাভাবিকভাবেই কল করতে পারবেন। এটি VoLTE বা IMS টেকনোলজির মাধ্যমে কাজ করে, তাই কল কোয়ালিটি অনেক সময় মোবাইল নেটওয়ার্কের চেয়েও ভালো হয়।
ওয়াইফাই কলিংয়ের সুবিধা হল যে, দুর্বল সিগন্যাল থাকলেও এর মাধ্যমে স্পষ্ট কল করা যায়। HD ভয়েস কোয়ালিটি পাওয়া যায়। WhatsApp বা Skype-এর মতো অ্যাপ ছাড়াই কাজ হয়। অনেক সময় এটি রোমিং চার্জ কমাতে সাহায্য করে। ওয়াইফাই কলিং ব্যবহার করতে লাগবে ওয়াইফাই কলিং সাপোর্টেড স্মার্টফোন (Android বা iPhone), সক্রিয় ওয়াইফাই কানেকশন, আপনার টেলিকম অপারেটর (Airtel, Jio, Vi, BSNL ইত্যাদি)-এর সাপোর্ট।
Android ফোনে কীভাবে চালু করবেন WiFi Calling
Android ফোনে কীভাবে চালু করবেন WiFi Calling? এজন্য ফোনের Settings খুলুন। Network & Internet বা Connections অপশনে যান। Mobile Network সিলেক্ট করুন। এখানে WiFi Calling অপশন খুঁজে বের করে অন করে দিন। এরপর থেকে ফোন ওয়াইফাইতে কানেক্ট থাকলে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কল করতে পারবেন।
আরও পড়ুন- 'ব্লাড মুন' কী? বছরে চাঁদ কতবার রঙ বদল করে? জানেন না ৯০ শতাংশ মানুষ
এবং
আরও পড়ুন- ইউটিউবের সেরা ৪ কৌশল, মুহূর্তেই আপনাকে ভাইরাল করবে! বেশিরভাগ মানুষই এই ভুলটিই করেন
iPhone (iOS)-এ কীভাবে চালু করবেন WiFi Calling? এজন্য প্রথমে Settings খুলুন। Phone অপশনে যান। নীচে স্ক্রল করে WiFi Calling সিলেক্ট করুন। This iPhone-এ WiFi Calling চালু করুন। একবার চালু করলে ফোনে নেটওয়ার্ক না থাকলেও WiFi থাকলে সহজেই কল করা যাবে।
আরও পড়ুন- কমে গেল GST, দীপাবলির আগে হাজার হাজার টাকা সস্তায় কিনুন Royan Enfield Hunter
এবং
আরও পড়ুন- ৫ হাজার ভিউয়ের জন্য ফেসবুক কত টাকা দেয়, জানলেই ভিডিও তৈরি শুরু করবেন
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ওয়াইফাই কলিং কতটা নিরাপদ? এজন্য মাথায় রাখুন যে, এটি আপনার মোবাইল অপারেটরের ভোল্টে (VoLTE)-র সিকিউরিটি ব্যবহার করে। WhatsApp বা Skype-এর মতো থার্ড-পার্টি অ্যাপের প্রয়োজন নেই। সাধারণ কলের মতোই এনক্রিপ্টেড থাকে, অনেক সময় আরও নিরাপদ। সাধারণ কলের মতই এনক্রিপ্টেড থাকে, অনেক সময় আরও নিরাপদ। তবে পাবলিক বা অচেনা ওয়াইফাই ব্যবহারের সময় সতর্ক থাকা জরুরি।
মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান হিসেবে ওয়াইফাই কলিং একটি দারুণ বিকল্প। Android ও iPhone দু’ধরনের ফোনেই সহজে এটি চালু করা যায়। কল কোয়ালিটি ভালো হয়, আলাদা অ্যাপের ঝামেলা নেই, আর নেটওয়ার্ক বিভ্রাটেও কানেক্ট থাকা যায়। তাই এখনই আপনার ফোনের সেটিংসে গিয়ে দেখুন, How To Use WiFi Calling ফিচারটি সক্রিয় আছে কি না।