Huawei Watch Fit 4: ১০ দিনের ব্যাটারি লাইফ! আকর্ষণীয় ডিজাইন, বাজেটের মধ্যেই নিন সেরা এই স্মার্ট ওয়াচ

Huawei Watch Fit 4: Huawei Watch Fit 4 ও Watch Fit 4 Pro ভারতে লঞ্চ হয়েছে। এতে আছে ১.৮২-ইঞ্চি AMOLED ডিসপ্লে, বিল্ট-ইন GPS, Bluetooth কলিং ও ECG সেন্সর। একবার চার্জে মিলবে ১০ দিনের ব্যাটারি ব্যাকআপ।

Huawei Watch Fit 4: Huawei Watch Fit 4 ও Watch Fit 4 Pro ভারতে লঞ্চ হয়েছে। এতে আছে ১.৮২-ইঞ্চি AMOLED ডিসপ্লে, বিল্ট-ইন GPS, Bluetooth কলিং ও ECG সেন্সর। একবার চার্জে মিলবে ১০ দিনের ব্যাটারি ব্যাকআপ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Huawei Watch Fit 4

Huawei Watch Fit 4: স্মার্টওয়াচ বাজারে নতুন চমক।

Huawei Watch Fit: Huawei ভারতের স্মার্টওয়াচ বাজারে নতুন চমক আনল। এবার তারা লঞ্চ করল তাদের Watch Fit 4 এবং Watch Fit 4 Pro সিরিজের স্মার্টওয়াচ। এই দুই মডেলই আগে বিশ্বের কিছু নির্বাচিত দেশে লঞ্চ হয়েছিল, এবার সেই একই স্পেসিফিকেশন ও ডিজাইন নিয়ে ভারতের বাজারে হাজির হয়েছে।

Advertisment

দাম কত? Huawei Watch Fit 4 এর দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা এবং Watch Fit 4 Pro এর দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা। তবে Flipkart-এ Pro ভ্যারিয়েন্টটিও Watch Fit 4 নামেই তালিকাভুক্ত, যা সম্ভবত একটি তালিকা বিভ্রান্তি।

বাজারে দুই মডেল

Watch Fit 4 পাওয়া যাবে Black, Grey, Purple এবং White স্ট্র্যাপে। অন্যদিকে, Pro মডেলটি এসেছে Blue, Black (fluoroelastomer) ও Green (nylon) স্ট্র্যাপে।

Advertisment

আরও পড়ুন- সেরা ফিচারে ভরপুর, দাম মাত্র ৪০ হাজার, দুর্ধর্ষ এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ জানলে চমকে যাবেন

দুই মডেলেই রয়েছে ১.৮২ ইঞ্চির AMOLED ডিসপ্লে। যার রেজোলিউশন ৪৮০x৪০৮ পিক্সেল। Watch Fit 4 এবং Pro যথাক্রমে ২০০০ ও ৩০০০ nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফিটনেস ট্র্যাকিং এবং নোটিফিকেশন দেখার ক্ষেত্রে এই ডিসপ্লে অত্যন্ত কার্যকরী।

আরও পড়ুন- চিমনির সাকশন পাওয়ার কত হওয়া উচিত? জানেন না ৯০% মানুষই

দুই ঘড়িতেই রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় কেসিং এবং একটি রোটেটিং ক্রাউন ও সাইড বাটন। Pro মডেলে রয়েছে টাইটানিয়াম বেজেল। যা ঘড়িটিকে প্রিমিয়াম লুক দেয়। Huawei Watch Fit 4 সিরিজে আছে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স। Pro মডেলে বাড়তি হিসেবে IP6X ডাস্ট রেজিস্ট্যান্সও রয়েছে, যা দৌড়ানো বা জিমের পরিবেশে ব্যবহারের জন্য আদর্শ।

আরও পড়ুন- Redmi, Nothing, Vivo, Samsung ছেড়ে কেন কিনবেন Oppo Reno সিরিজ? জানুন ৫সেরা পয়েন্ট

Huawei দাবি করছে, Watch Fit 4 এবং Fit 4 Pro একবার চার্জে ১০ দিন পর্যন্ত চলতে পারে। সেটাও মিনিমাল ইউজের ক্ষেত্রে। সাধারণ ব্যবহারে ব্যাটারি টিকে থাকে ৭ দিন। আর Always-On Display (AOD) চালু থাকলে ৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

আরও পড়ুন- ল্যাপটপের সব চেয়ে বড় সেল! প্রিমিয়াম সিরিজে পান সর্বাধিক ছাড়

যাঁরা ফিটনেস, স্টাইল এবং স্মার্ট ফিচারকে একসঙ্গে চান, তাঁদের জন্য Huawei Watch Fit 4 সিরিজ হতে পারে সেরা পছন্দ। বিশেষ করে Pro ভ্যারিয়েন্টে ECG ও GPS-এর সংযোজন এটিকে একটি premium health-centric smartwatch করে তোলে।

Huawei Watch Fit