Advertisment

রিচার্জ দুনিয়ায় টেক্কা দিতে আইডিয়ার নয়া ঝলক

৯২ ও ৪৯ টাকায় এয়ারটেল তার গ্রাহকদের দিয়ে থাকে ৬ জিবি ও ৩ জিবি ডেটা। আইডিয়ার মত এয়ারটেলেও ৯২ টাকার রিচার্জের সময়সীমা থাকবে ৭ দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
idea-bullet-recharge-packs

৯২ ও ৫৩ টাকার প্রিপেইড নতুন রিচার্জে পাওয়া যাবে ৩জি/২জি স্পীডে ৬ ও ৩ জিবি ডেটা

আইডিয়া সেলুলার ইতিমধ্যে লঞ্চ করেছে দুটি প্রিপেইড ডেটা প্যাক। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ৯২ ও ৫৩ টাকার প্রিপেইড নতুন রিচার্জে পাওয়া যাবে ৩জি/২জি স্পিডে ৬ ও ৩ জিবি ডেটা। ৯২ টাকার রিচার্জের সময়সীমা ৭ দিন, এবং ৫৩ টাকার রিচার্জের মেয়াদ থাকবে ১ দিন।

Advertisment

আইডিয়া ৯২ টাকার বুলেট রিচার্জ প্যাক

৭ দিনের এই রিচার্জে ৬ জিবি করে ডেটা পাওয়া যাবে। তবে ইউজারদের মনে রাখতে হবে এই অ্যাড-অন প্যাকের বৈধতাটি ব্যবহারকারীর বর্তমান প্ল্যানগুলির উপর নির্ভর করে। কেবলমাত্র  আনলিমিটেড প্যাক চলাকালীনই বৈধ থাকবে এই নতুন রিচার্জ।

আরও পড়ুন : জিও’র পর এবার বিএসএনএলের ডেটা সুনামি

আইডিয়া ৫৩ প্রিপেইড বুলেট রিচার্জ প্যাক 

একদিনে ৫৩ টাকার রিচার্জ পাওয়া যাবে ৩ জিবি ডেটা। এই রিচার্জেও বরাদ্দ একই নিয়ম। আগের  প্ল্যান চলাকালীনই আপনার নাম্বারে ৫৩ টাকার বুলেট প্যাক রিচার্জ করাতে পারবেন।

এয়ারটেলেরও বাজার চলতি দুটি প্ল্যান আছে, যে প্ল্যানগুলির সঙ্গে টেক্কা দিতে সক্ষম আইডিয়ার অ্যাড অন প্যাক। ৯২ ও ৪৯ টাকায় এয়ারটেল তার গ্রাহকদের দিয়ে থাকে ৬ জিবি ও ৩ জিবি ডেটা। আইডিয়ার মত এয়ারটেলেও ৯২ টাকার রিচার্জের সময়সীমা থাকবে ৭ দিন। কিন্তু ৪৯ টাকার রিচার্জে ৩ জিবি ডেটা ব্যবহার করা যাবে ৩ দিন।

আরও পড়ুন :জিও পোস্টপেইড ১৯৯ বনাম এয়ারটেল ও ভোডাফোনের ৩৯৯ প্ল্যানঃ কোনটি সেরা?

রিলায়েন্স জিও এই দৌড়ে নাম লিখিয়েছে বেশ কয়েকদিন আগেই। ৫১ , ১০১ টাকার রিচার্জে পাওয়া যাবে ৩ জিবি ডেটা ও ৬ জিবি ডেটা। ৪৯ টাকার রিচার্জে পাওয়া যাবে আনলিমিটেড কল ও ৫০ টি এসএমএস ও ৪ জি স্পিডে ১ জিবি ডেটা। তবে শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীরাই এই সুবিধা পাবে।

recharge offer IDEA
Advertisment