Aadhaar, PAN, Passport And Driving License Online Apply: ঘরে বসেই পান আধার, প্যান, পাসপোর্ট ,ড্রাইভিং লাইসেন্স! এভাবে আবেদন করুন

Aadhaar, PAN, Passport And Driving License Online Apply: আধার, প্যান, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স আজকালকার দিনের অন্যতম প্রয়োজনীয় নথি। এখন আপনি ঘরে বসেই ভোটার আইডি, আধার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মতো নথি তৈরি করতে পারবেন এবং এর জন্য আপনাকে সরকারি অফিসে যেতে হবে না।

Aadhaar, PAN, Passport And Driving License Online Apply: আধার, প্যান, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স আজকালকার দিনের অন্যতম প্রয়োজনীয় নথি। এখন আপনি ঘরে বসেই ভোটার আইডি, আধার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মতো নথি তৈরি করতে পারবেন এবং এর জন্য আপনাকে সরকারি অফিসে যেতে হবে না।

author-image
IE Bangla Tech Desk
New Update
apply aadhaar card online, apply pan card online, apply passport online, apply voter id online, apply driving licence online, how to apply aadhaar card, how to apply pan card, e-passport apply online, online document apply, government document apply at home

আধার কার্ড, পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ নথি এখন ঘরে বসেই তৈরি করুন, এভাবে অনলাইনে আবেদন করুন

Aadhaar, PAN, Passport And Driving License Online Apply: আধার কার্ড, পাসপোর্ট সহ এই ৫টি গুরুত্বপূর্ণ নথি এখন ঘরে বসেই তৈরি করুন, এভাবে অনলাইনে আবেদন করুন।

Advertisment

আধার, প্যান, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স আজকালকার দিনের অন্যতম প্রয়োজনীয় নথি। এখন আপনি ঘরে বসেই ভোটার আইডি, আধার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মতো নথি তৈরি করতে পারবেন এবং এর জন্য আপনাকে সরকারি অফিসে যেতে হবে না। আসুন জেনে নেওয়া যাক কীভাবে অনলাইনে আবেদন করবেন।

অফিস যেতে গিয়ে বৃষ্টিতে ভিজে গিয়েছে ল্যাপটপ? কী করবেন জানুন ঝটপট

Advertisment

এখন আপনার প্রয়োজনীয় নথি ঘরে তৈরি করা আগের থেকে অনেক সহজ। এখন আপনি ঘরে বসেই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথি তৈরি করতে পারবেন এবং এসবের জন্য আপনাকে সরকারি অফিসে যেতে হবে না। যদি আপনি এখনও এই নথিগুলি তৈরি না করে থাকেন, তাহলে আপনি সহজেই অনলাইনে এই নথিগুলির জন্য আবেদন করতে পারেন, আজকের এই প্রতিবেদনে জানুন কীভাবে আপনি ঘরে বসেই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথির জন্য আবেদন করতে পারবেন?

জন্মের পর শিশুদের মনে কী চলে? জানলে চমকে যাবেন, নয়া তথ্য উঠে এল গবেষণায়

আধার কার্ড- কীভাবে আবেদন করবেন?

  • অফিসিয়াল ওয়েবসাইট: https://uidai.gov.in-এ যান
  • ‘Book an Appointment’ অপশন থেকে শহর ও কেন্দ্র নির্বাচন করুন
  • ‘New Aadhaar’ সিলেক্ট করে ব্যক্তিগত তথ্য পূরণ করুন
  • OTP যাচাইয়ের পর, অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করুন
  • নির্ধারিত তারিখে বায়োমেট্রিক দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করুন

🔹 ভোটার আইডি কার্ড:

  • ওয়েবসাইট: https://www.nvsp.in
  • ‘New Voter Registration’ অপশনে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করুন
  • OTP যাচাইয়ের পর বুথ লেভেল অফিসার আসবেন নথি যাচাই করতে
  • প্রক্রিয়া সম্পন্ন হলে এক মাসের মধ্যে কার্ড পৌঁছে যাবে আপনার ঠিকানায়

🔹 ড্রাইভিং লাইসেন্স:

  • ওয়েবসাইট: https://parivahan.gov.in/parivahan/
  • ‘Online Services’ → ‘Driving Licence Related Services’
  • রাজ্য বেছে নিয়ে ‘Learner’s Licence’ এর জন্য ফর্ম পূরণ করুন
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ফি জমা দিন
  • পরীক্ষার তারিখ নির্ধারণ করে আবেদন সম্পূর্ণ করুন

🔹 ই-প্যান কার্ড:

  • আয়কর ওয়েবসাইট: https://eportal.incometax.gov.in
  • ‘Instant e-PAN’ অপশনে গিয়ে আধার নম্বর এন্টার করুন
  • OTP যাচাইয়ের পর, শর্ত মেনে আবেদন সম্পন্ন করুন
  • ১০ মিনিটের মধ্যেই SMS-এর মাধ্যমে প্যান নম্বর পেয়ে যাবেন

🔹 ই-পাসপোর্ট:

  • পোর্টাল: https://passportindia.gov.in
  • রেজিস্ট্রেশনের পর লগ ইন করে ‘Apply for Fresh/Re-issue Passport’ সিলেক্ট করুন
  • ফি জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
  • নির্ধারিত তারিখে PSK বা RPO সেন্টারে গিয়ে নথি যাচাই করান
  • প্রক্রিয়া সম্পূর্ণ হলে ই-পাসপোর্ট আপনার ঠিকানায় পাঠানো হবে

প্রযুক্তির অগ্রগতির ফলে এখন এই গুরুত্বপূর্ণ নথি তৈরি করা অনেক সহজ হয়েছে। সময় ও পরিশ্রম বাঁচিয়ে এখন আপনি ঘরে বসেই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।

মিড-রেঞ্জ সেগমেন্টে ঝড়! Vivo Y400 Pro 5G বনাম Nothing Phone 3a, পারফর্মেন্সে এগিয়ে কে?

Aadhaar Card pan card Passport E Passport in India 2025 Aadhaar