Protest Your Laptop From Rain: অফিস যেতে গিয়ে বৃষ্টিতে ভিজে গিয়েছে ল্যাপটপ? কী করবেন জানুন ঝটপট

Protest Your Laptop From Rain: বর্ষাকাল শুরু হতেই চিন্তা বাড়ে স্মার্টফোন, ল্যাপটপ সহ অন্যান্য গ্যাজেট ভিজে যাওয়া নিয়ে। একবার বৃষ্টিতে এই ইলেকট্রনিক গ্যাজেটগুলি একবার ভিজে গেলে অনেক সময়েই ডিভাইস পুরোপুরি নষ্ট হয়ে যায়।

Protest Your Laptop From Rain: বর্ষাকাল শুরু হতেই চিন্তা বাড়ে স্মার্টফোন, ল্যাপটপ সহ অন্যান্য গ্যাজেট ভিজে যাওয়া নিয়ে। একবার বৃষ্টিতে এই ইলেকট্রনিক গ্যাজেটগুলি একবার ভিজে গেলে অনেক সময়েই ডিভাইস পুরোপুরি নষ্ট হয়ে যায়।

author-image
IE Bangla Tech Desk
New Update
বর্ষাকাল ফোন সুরক্ষা  ল্যাপটপ ভিজে গেলে করণীয়  গ্যাজেট রক্ষার উপায় বর্ষাকালে  স্মার্টফোন ওয়াটারপ্রুফ কভার  সিলিকা জেল ব্যবহার  মনসুন ফোন সুরক্ষা টিপস  জলরোধী ব্যাগ  মোবাইল ল্যাপটপ ভিজে গেলে কী করবেন  গ্যাজেট সুরক্ষা বর্ষার জন্য  monsoon gadget care tips

বর্ষাকাল শুরু হতেই চিন্তা বাড়ে স্মার্টফোন, ল্যাপটপ সহ অন্যান্য গ্যাজেট ভিজে যাওয়া নিয়ে।

Protest Your Laptop From Rain: বর্ষাকাল শুরু হতেই চিন্তা বাড়ে স্মার্টফোন, ল্যাপটপ সহ অন্যান্য গ্যাজেট ভিজে যাওয়া নিয়ে। একবার বৃষ্টিতে এই ইলেকট্রনিক গ্যাজেটগুলি একবার ভিজে গেলে অনেক সময়েই ডিভাইস পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই বৃষ্টি শুরু হওয়ার আগেই সতর্ক হওয়া বুদ্ধিমানের কাজ। জেনে নিন এমন ৮টি কার্যকরী টিপস, যা আপনার স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটকে বৃষ্টির ক্ষতি থেকে রক্ষা করবে।

Advertisment

আরও পড়ুন- ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় 'গ্র্যান্ড এন্ট্রি', পুজোর আগেই লঞ্চ e-Vitara SUV, মারুতির বড় চমক!

বর্ষাকালে ফোন ও ল্যাপটপ রক্ষার ৮টি কার্যকর টিপস

Advertisment

জলপ্রতিরোধী স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন। এতে ফোনের স্ক্রিনে জল জমে থাকা বা ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যাবে।

জলপ্রতিরোধী ব্যাগ বা কভার ব্যবহার করুন

বাইরে বেরোলে ফোন, ল্যাপটপ বা ট্যাবলেট সবসময় জলপ্রতিরোধী ব্যাগে রাখুন। বিশেষ করে রোল-টপ বা ওয়াটার-রেজিস্ট্যান্ট জিপারযুক্ত ব্যাগ সবচেয়ে ভালো।

সিলিকন কভার ব্যবহার করুন

ফোন, স্মার্টওয়াচ বা ইয়ারবাডের জন্য সিলিকন কভার ব্যবহার করলে হালকা বৃষ্টিতে সহজেই ডিভাইস রক্ষা পায়।

চার্জ দেওয়ার সময় সাবধান হন

ভেজা হাতে বা জানালার পাশে ফোন চার্জ করা বিপজ্জনক। প্রথমে ডিভাইস শুকিয়ে নিন, তারপর চার্জ করুন।

মাইক্রোফাইবার কাপড়ে নিয়মিত পরিষ্কার করুন

বর্ষাকালে কনডেনসেশন বা ফগ জমা হয়, তাই গ্যাজেট মসৃণ কাপড়ে পরিষ্কার করুন।

জানালার পাশে বা খোলা জায়গায় রাখবেন না

বৃষ্টির জলে বা আর্দ্রতায় গ্যাজেট দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে।

ডেটা ব্যাকআপ রাখুন

জল নষ্ট করতে পারে আপনার ডিভাইস, তাই আগেভাগেই ক্লাউড বা এক্সটারনাল ড্রাইভে ব্যাকআপ রাখুন।

আরও পড়ুন- বর্ষায় ফ্রিজে ইঁদুর পচা গন্ধ? কীভাবে মিনিটে দূর করবেন, জানুন এই সিক্রেট পদ্ধতি

ফোন বা ল্যাপটপ ভিজে গেলে কী করবেন?

ডিভাইসটি সঙ্গে সঙ্গে বন্ধ করুন

চালু থাকা অবস্থায় জল ঢুকলে শর্ট সার্কিটের আশঙ্কা থাকে।

সিম, মেমোরি কার্ড ও কভার খুলে ফেলুন

এগুলো আলাদা করে শুকিয়ে নিন।

শুকনো কাপড়ে আলতো করে মুছে ফেলুন

ভুল করেও হেয়ার ড্রায়ার বা হিটার ব্যবহার করবেন না। এতে আরও ক্ষতি হতে পারে।

২৪-৪৮ ঘণ্টা এয়ারটাইট বাক্সে রাখুন সিলিকা জেলের সঙ্গে এতে দ্রুত আর্দ্রতা দূর হবে।

আরও পড়ুন- সাধের পোষ্যের সঙ্গে এবার মন খুলে কথা! অসম্ভবকে সম্ভব করে দেখাল AI

অতিরিক্ত পরামর্শ

স্মার্টওয়াচ বা ইয়ারবাডে সিলিকন কেস ব্যবহার করুন

ইলেকট্রিক সকেট ঢেকে রাখুন

গ্যাজেট ইনস্যুরেন্সের কথা ভাবতে পারেন

বজ্রপাতের সময় ডিভাইস আনপ্লাগ করে রাখুন

সতর্ক থাকলেই, সুরক্ষিত থাকবে আপনার দামি গ্যাজেট। বর্ষায় এই টিপসগুলি অনুসরণ করুন এবং ঝামেলামুক্ত থাকুন।

আরও পড়ুন- পুরনো এসি মানেই বেশি বিদ্যুৎ বিল? কীভাবে এই সমস্যা থেকে মিলবে রেহাই?

rain Laptops