New Update
/indian-express-bangla/media/media_files/2025/06/18/india-s-bhargavastra-4bb17d81.jpg)
প্রযুক্তির নতুন অস্ত্র 'ভার্গবস্ত্র'
Indias Bhargavastra: ভারত এখন শত্রুপক্ষের ড্রোন ঝাঁকে ঝাঁকে ধ্বংস করতে সম্পূর্ণ প্রস্তুত। সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (SDAL) তৈরি করেছে ‘ভার্গবস্ত্র’ নামক একটি অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম
প্রযুক্তির নতুন অস্ত্র 'ভার্গবস্ত্র'
Bharagvastra Anti Drone System: ভারত এখন শত্রুপক্ষের ড্রোন ঝাঁকে ঝাঁকে ধ্বংস করতে সম্পূর্ণ প্রস্তুত। সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (SDAL) তৈরি করেছে ‘ভার্গবস্ত্র’ নামক একটি অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম, যেটি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে।১৩ মে, ওড়িশার গোপালপুরে তিনটি সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিটি রকেট নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত করে দেখিয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তির কার্যক্ষমতা।
একসঙ্গে একাধিক ড্রোন ধ্বংস করতে পারে
২.৫ কিমি দূর থেকে ড্রোন শনাক্ত ও আক্রমণ
দ্বি-স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা
প্রথম স্তরে আনগাইডেড মাইক্রো-রকেট (২০ মিটার এলাকাজুড়ে বিস্ফোরণ)
দ্বিতীয় স্তরে নির্দেশিত ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর আঘাত
আধুনিক প্রযুক্তিতে পরিপূর্ণ
জ্যামার ও স্পুফার: শত্রু ড্রোন বিভ্রান্ত করে নিষ্ক্রিয় করতে সক্ষম
কমান্ড ও কন্ট্রোল সেন্টার: ৬–১০ কিমি দূর থেকে ড্রোন শনাক্ত করতে রাডার, ইনফ্রারেড সেন্সর ও স্মার্ট ডিসিশন সিস্টেম
মাল্টি-ফোর্স ইউজ: সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য উপযোগী
পাহাড়ি এলাকায়ও কার্যকর: ৫,০০০ মিটার উচ্চতা পর্যন্ত ব্যবহারের উপযোগী
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি
বিশেষজ্ঞদের মতে, ভার্গবস্ত্র একটি বিশ্বমানের প্রযুক্তি, যা অনেক উন্নত দেশও তৈরি করতে পারেনি।
এটি একটি কম খরচে তৈরি, মাল্টি-লেয়ারড এবং দেশীয়ভাবে নির্মিত অ্যান্টি-ড্রোন সিস্টেম। SDAL-এর মতে, এর সফল পরীক্ষা প্রমাণ করে— ভারত এখন আর প্রতিরক্ষা প্রযুক্তিতে কারও উপর নির্ভরশীল নয়।