Worlds top 5 Luxurious Jails: হোটেলের মতো বিলাসবহুল জেল! এই দেশগুলোর বন্দীরা পান AC, অত্যাধুনিক পার্লার, জিম। বন্দিজীবন মানেই কি কষ্ট আর কঠোর শাস্তি? সবসময় এমনটা কিন্তু নয়। পৃথিবীর কিছু দেশে এমন কারাগার রয়েছে, যেখানে বন্দীদের জন্য রয়েছে হোটেল-উন্নতমানের সুযোগ-সুবিধা। কোথাও এয়ার কন্ডিশনড রুম, আবার কোথাও নেইল সেলুন ও জিম।
নরওয়ে – 'বস্টয় প্রিজন'
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার হিসেবে পরিচিত নরওয়ের 'বস্টয় প্রিজন'। এই জেলে বন্দীরা মাছ ধরতে পারেন, ঘোড়ায় চড়তে পারেন। খোলা জায়গায় সূর্যস্নান ও টেনিস খেলার সুযোগও পান। ব্যক্তিগত এসি ঘর, আরামদায়ক বিছানা, সব কিছুই হাই-ফাই মানের।
স্কটল্যান্ড – HMP Addiewell
এই কারাগারে বন্দীদের পুনর্বাসনের দিকে বেশি জোর দেওয়া হয়। উন্নতমানের স্লিপিং সিস্টেম, হাতের কাজ শেখার সুযোগ যেমন কাঠের কাজ, রান্না, পড়াশোনা। শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশ
নিউজিল্যান্ড – ওটাঙ্গো জেল
বন্দীদের জন্য রয়েছে ডেইরি ফার্মে কাজের সুযোগ
নিজস্ব রান্নাঘর ও ডাইনিং
শিক্ষার সুযোগ এবং আচরণগত উন্নয়ন প্রশিক্ষণ
ইন্দোনেশিয়া – বিলাসবহুল মহিলা কারাগার
ব্যক্তিগত কক্ষে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর
নেইল সেলুন, রূপচর্চা কক্ষ
তবে এর জন্য বন্দীদের বাড়তি অর্থ প্রদান করতে হয়।
সুইজারল্যান্ড – বোস্টন ডেল কারাগার
প্রতিটি বন্দীর জন্য আলাদা এসি রুম।
বই পড়া, মিউজিক, ও নিজের ইচ্ছেমতো কোর্সে ভর্তির সুযোগ
শান্তিপূর্ণ পরিবেশ এবং মানসিক স্বাস্থ্যের বিশেষ যত্নৎ
কেন এত বিলাসিতা?
এই সমস্ত কারাগারে মূল লক্ষ্য শুধু শাস্তি নয়, বরং বন্দীদের পূর্ণাঙ্গ পুনর্বাসন। তারা যেন সমাজে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।