IRCTC Tatkal Ticket Booking: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এবং টুরিজিম কর্পোরেশন (IRCTC) অ্যাপ বা থার্ড পার্টি অ্যাপ পেটিএমের মাধ্যমে সহজে কেটে ফেলুন ট্রেনের তৎকাল টিকিট। কিন্তু তার আগে জেনে নিন প্রয়োজনীয় কিছু তথ্য।
যাত্রার অন্তত ২৪ ঘণ্টা আগে বুক করতে হবে তৎকাল টিকিট। অর্থাৎ যদি আপনি মনস্থির করেন ১ এপ্রিল কোথাও যাবেন তাহলে ৩১ মার্চ সকালে আপনাকে টিকিট কাটতে হবে। সকাল দশটা থেকে শুরু তৎকালে এসি কোচের টিকিট কাটার সময় । একইদিনে নন্ এসি কোচের টিকিট বুকিংয়ের সময় শুরু হয় বেলা ১১টা থেকে। তৎকালে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সাধারণ ভাড়ার চেয়ে অবশ্যই খরচ সামান্য বেশি। সেকেন্ড ক্লাসের জন্য মূল ভাড়ার ১০ শতাংশ এবং বাকি কোচের জন্য ৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হয়। তবে এই খরচ ভ্রমণের সময় এবং দূরত্বের ওপর নির্ভর করবে।
IRCTC website e-tickets are booked for single journey only. Combined tickets connecting two trains or return tickets are not issued.
Note that No refund will be granted on cancellation of confirmed Tatkal ticket.-IRCTC Official
— Indian Railways Seva (@RailwaySeva) March 28, 2019
Here is how to book IRCTC tatkal train ticket on IRCTC website:
১) নির্ধারিত সময়ের ১০ থেকে ৫ মিনিট আগে IRCTC ওয়েবসাইটে লগ ইন করুন।
২) তবে একটা লগ ইন বা পি.এন.আর থেকে চার জনের বেশি তত্ৎকালে টিকিট কাটা সম্ভব নয়।
৩) বুকিংয়ের জন্য ট্রেনের নাম, গন্থব্যস্থল এবং যাত্রা নির্দিষ্ট দিন নথিভুক্ত করুন।
৪) তারপর ক্লিক করুন 'সাবমিট'।
৫) সিলেক্ট করে নিন 'তৎকাল'
৬) ট্রেন বাছাইয়ের জন্য 'বুক নাও' ট্যাপ করুন
৭) এরপর, নথিভুক্ত করুন যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ, এবং বুক করা সিটের সংখ্যা।
Learn how to use IRCTC Tatkal Plus addon to book Indian Railways ticket: https://t.co/vRpOrnR9b0
— IRCTC Tatkal (@IrctcTatkal) May 27, 2017
৮) ‘Book only if confirm berths are allotted’ এই চেক বক্সে ক্লিক করে নিন।
৯) তারপর স্ক্রিনে আসা ক্যাপচা যথা স্থানে লিখে ফেলুন।
১০) তারপর পেমেন্ট অপশন বেছে নিন।
উল্লেখ্য, একবার তত্ৎকালে টিকিট কনফার্ম হয়ে গেলে , বাতিলের ক্ষেত্রে ফরতে পাবেন না টিকিটের দাম।
Here is how to book IRCTC tatkal train ticket on IRCTC app:
১) অ্যাপের ক্ষেত্রে কমপক্ষে ১৫ মিনিট আগে লগইন করুতে হবে ।
২) বুকিংয়ের জন্য ট্রেনের নাম, গন্থব্যস্থল এবং যাত্রা নির্দিষ্ট দিন নথিভুক্ত করে 'সাবমিট' ক্লিক করুন।
৩) সিলেক্ট করে নিন 'তৎকাল'
৪) ট্রেন বাছাইয়ের জন্য 'বুক নাও' ট্যাপ করুন
৫) এরপর, নথিভুক্ত করুন যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ, বুক করা সিটের সংখ্যা এবং ফোন নম্বর।
৬) ক্যাপাচা পূরণ করুন।
৭) ই-ওয়ালেট অপশনের মধ্যে পাবেন জিও মানি, এয়ারটেল মানি, ওলা মানি, মোবিকুইক ইত্যাদি। এছাড়া 'IRCTC e-wallet'ও ব্যবহার করতে পারেন। ইতিমধ্যে ছটি ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক রয়েছে 'IRCTC e-wallet'র।
Here is how to book IRCTC tatkal train ticket on Paytm app:
১) আপনার ফোনে থাকা পে-টিএম অ্যাকাউন্ট লগ ইন করে ক্লিক করুন ট্রেন অপশনে।
২) একই নিয়ম মেনে বুকিংয়ের জন্য ট্রেনের নাম, গন্থব্যস্থল এবং যাত্রা নির্দিষ্ট দিন যাত্রী সংখ্যা নথিভুক্ত করুন।
৩) 'তৎকাল' সিলেক্ট করে, ট্রেন বাছাইয়ের জন্য 'বুক নাও' ট্যাপ করুন
৪) কোন বার্থ নিতে চান সেই অপশনও থাকবে এখানে।
৫) শেষে টিকিটের দাম পে করতে পে-টিএম ওয়ালেট সহ ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট- ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন।
Read the full story in English