/indian-express-bangla/media/media_files/2025/10/09/cats-2025-10-09-12-45-57.jpg)
ফ্লিপকার্টে দুর্দান্ত অফার
যদি আপনি নতুন iPhone 16 কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আর দেরি করবেন না। এটাই হতে পারে সেরা সময়। ফ্লিপকার্টে এই প্রিমিয়াম স্মার্টফোনটির দাম অনেকটাই কমেছে। পাশাপাশি, রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার ও ক্যাশব্যাকের সুবিধা। যার ফলে ক্রেতারা আগের চেয়ে অনেক সাশ্রয়ে ফোনটি পেতে পারেন।
ফ্লিপকার্টে দুর্দান্ত অফার
ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বর্তমানে iPhone 16 (128GB, Ultramarine) মডেলটি বিক্রি হচ্ছে মাত্র 62,999 টাকায়। iPhone 16-এর বাজারমূল্য ছিল 69,900 টাকা। আগের তুলনায় এখন প্রায় 7,000 টাকায় সস্তায় পাওয়া যাচ্ছে iPhone 16। এছাড়াও, নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ক্যাশব্যাক অফারও পাওয়া যাচ্ছে। আরও সাশ্রয়ের জন্য গ্রাহকরা এক্সচেঞ্জ অফার ব্যবহার করতে পারবেন, যেখানে পুরোনো ফোনের বদলে সর্বাধিক 43,840 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা।
iPhone 16-এর বৈশিষ্ট্য
অ্যাপল গত বছর সেপ্টেম্বরে আইফোন ১৬ বাজারে আনে। এতে রয়েছে ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে, HDR সাপোর্ট এবং সর্বোচ্চ ২০০০ নিট পিক ব্রাইটনেস। ফোনটিতে রয়েছে শক্তিশালী A18 প্রসেসর। মাল্টিটাস্কিং, গেমিং এবং অ্যাপল ইন্টেলিজেন্স-এর মত সেরা ফিচার রয়েছে এই স্মার্টফোনে।
ক্যামেরা ও ব্যাটারি পারফরম্যান্স
ফোনটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যা উন্নত মানের ছবি তুলতে সক্ষম। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রেও অ্যাপল জানিয়েছে, আইফোন ১৬ একবার চার্জে প্রায় ২২ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট করে।
আরও পড়ুন-মাত্র ১৯৯ টাকা থেকে দৈনিক ২.৫ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং, বাজার কাঁপাল BSNL-এর নতুন অফার