BSNL Recharge Plan: মাত্র ১৯৯ টাকা থেকে দৈনিক ২.৫ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং, বাজার কাঁপাল BSNL-এর নতুন অফার

BSNL Recharge Plan: BSNL তার ২৫তম বার্ষিকীতে চালু করল ১৯৯ টাকা ও ২২৫ টাকার প্রিপেইড প্ল্যান। মিলবে দৈনিক ২–২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ৩০ দিনের ভ্যালিডিটি।

BSNL Recharge Plan: BSNL তার ২৫তম বার্ষিকীতে চালু করল ১৯৯ টাকা ও ২২৫ টাকার প্রিপেইড প্ল্যান। মিলবে দৈনিক ২–২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ৩০ দিনের ভ্যালিডিটি।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL Recharge Plan

BSNL Recharge Plan: বাজার কাঁপাচ্ছে বিএসএনএলের রিচার্জ প্ল্যান!

BSNL Recharge Plan: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited) সম্প্রতি উদযাপন করেছে তাদের ২৫তম বর্ষপূর্তি। এই বিশেষ মুহূর্তে কোম্পানিটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক নতুন সাশ্রয়ী রিচার্জ প্ল্যান, যা ইতিমধ্যেই টেলিকম মার্কেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Advertisment

মোবাইল ডেটা প্ল্যানের দাম ক্রমশ বাড়ছে

বর্তমান সময়ে যেখানে বেসরকারি কোম্পানিগুলির মোবাইল ডেটা প্ল্যানের দাম ক্রমশ বাড়ছে, সেখানে BSNL তার ব্যবহারকারীদের জন্য দিচ্ছে দৈনিক ২ থেকে ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩০ দিনের ভ্যালিডিটি — সবকিছুই ২৩০ টাকার কমে। তার মধ্যে একটি প্রিপেইড প্ল্যান ১৯৯ টাকার। অন্যটি ২২৫ টাকার। এগুলো দেশের প্রতিটি প্রিপেইড ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য।

আরও পড়ুন- কনফার্ম টিকিটের তারিখ সহজেই বদল, যাত্রী পরিষেবা যুগান্তকারী উদ্যোগ রেলের, নতুন নিয়ম কবে থেকে কার্যকর?

Advertisment

২২৫ টাকার প্ল্যানের সুবিধা হল- এখানে মিলবে প্রতিদিন ২.৫ GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং (ন্যাশনাল রোমিং-সহ), প্রতিদিন ১০০টি ফ্রি SMS, BiTV অ্যাপে ৬৫০-এরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং OTT অ্যাক্সেস। মোট মেয়াদ থাকবে ৩০ দিন। এই প্ল্যানটির সবচেয়ে বড় আকর্ষণ হল, একই সুবিধা দিতে Airtel বা Vi-এর ক্ষেত্রে গ্রাহককে প্রায় ৩৯৯ টাকা পর্যন্ত খরচ করতে হয়। অর্থাৎ BSNL প্রায় অর্ধেক দামে একই সুবিধা দিচ্ছে।

আরও পড়ুন- ৬০ কোটি বছর আগে, ২১ ঘন্টায় একদিন! কীভাবে পরিবর্তন এল? জানেন না ৯৯% মানুষই

১৯৯ টাকার প্ল্যানের সুবিধা হল, যাঁরা তুলনামূলকভাবে কম দামের একটি শক্তিশালী প্রিপেইড প্যাক খুঁজছেন, তাঁদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত। এতে মিলবে প্রতিদিন ২ GB ডেটা, আনলিমিটেড কলিং ও ফ্রি রোমিং, প্রতিদিন ১০০টি ফ্রি SMS, ভ্যালিডিটি ৩০ দিন। অর্থাৎ এই প্যাকে মোট ৬০ GB ডেটা, ফ্রি SMS এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। 

আরও পড়ুন- যেমন প্রিমিয়াম ডিজাইন, তেমনই শক্তিশালী পারফরম্যান্স, সাশ্রয়ী বৈদ্যুতিক বাইকগুলির রেঞ্জ ও ফিচার চমকে দেবে

BSNL ইতিমধ্যেই দেশব্যাপী তাদের 4G নেটওয়ার্ক চালু করেছে, এবং ১০০,০০০ নতুন টাওয়ার স্থাপন সম্পন্ন করেছে। কোম্পানি জানিয়েছে, চলতি বছরের শেষে তারা 5G পরিষেবা চালু করতে প্রস্তুত। এই উদ্যোগের ফলে ইউজাররা আরও দ্রুত এবং বিঘ্নহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অগাস্ট মাসে BSNL নতুন গ্রাহক যুক্ত করার সংখ্যায় ভারতী এয়ারটেলকেও ছাপিয়ে গেছে। 

আরও পড়ুন- ইনস্টাগ্রামে ১০ লক্ষ ভিউয়ের জন্য মেটা কত টাকা দেয়? জানলে আপনি চমকে উঠবেন!

এটি গত এক বছরের মধ্যে সংস্থার সবচেয়ে সফল মাস। তবে, দেশের সর্বাধিক গ্রাহক এখনও রিলায়েন্স জিওর কাছেই রয়েছে। BSNL তাদের অফিসিয়াল X (Twitter) হ্যান্ডেলে জানিয়েছে, 'আমাদের লক্ষ্য হল গ্রাহকদের আরও সাশ্রয়ী, শক্তিশালী ও নির্ভরযোগ্য পরিষেবা দেওয়া। এই নতুন প্ল্যানগুলি বাজারে সবচেয়ে বেশি প্রতিযোগিতা তৈরি করবে।' এই বার্তায় কোম্পানিটি স্পষ্ট করে দিয়েছে যে তারা গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগে আরও জোর দিতে চায়। সংস্থাটি আরও জানিয়েছে, তারা গ্রাহকদের কম দামে আরও বেশি সুবিধা দিতে বদ্ধপরিকর। 

plan bsnl