Iphone 16: iPhone 17 সিরিজ লঞ্চের আগেই বড় ধামাকা! iPhone 16 Pro Max-এ অফারের বন্যা, পান বিরাট ডিসকাউন্ট

Iphone 16: অ্যাপল খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন iPhone 17 সিরিজ। তবে তার আগেই কোম্পানির বর্তমান সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল iPhone 16 Pro Max-এ মিলছে বিশাল ছাড়।

Iphone 16: অ্যাপল খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন iPhone 17 সিরিজ। তবে তার আগেই কোম্পানির বর্তমান সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল iPhone 16 Pro Max-এ মিলছে বিশাল ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

iPhone 16 Pro Max-এ অফারের বন্যা, পান বিরাট ডিসকাউন্ট

Iphone 16: অ্যাপল খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন iPhone 17 সিরিজ। তবে তার আগেই কোম্পানির বর্তমান সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল iPhone 16 Pro Max-এ মিলছে বিশাল ছাড়। জনপ্রিয় রিটেইলার বিজয় সেলস এই ফোনে দিচ্ছে ১৮,৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ফলে অ্যাপলের এই হাই-এন্ড ডিভাইস কেনা আরও সাশ্রয়ী হয়ে উঠছে। তবে অফারটি সীমিত সময়ের জন্যই উপলব্ধ।

Advertisment

আরও পড়ুন- স্মার্টফোনপ্রেমীদের জন্য বিরাট সুখবর! Oppo-এর সবচেয়ে বড় ধামাকা, তৈরি থাকুন

গত বছর সেপ্টেম্বরে iPhone 16 Pro Max লঞ্চ হয়েছিল ১,৪৪,৯০০ টাকার প্রারম্ভিক দামে। বর্তমানে বিজয় সেলসের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ১,৩০,৯৯০ টাকায়। অর্থাৎ গ্রাহকরা পাচ্ছেন প্রায় ১৩,৯১০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। এখানেই শেষ নয়, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ইএমআই অপশনে গ্রাহকরা আরও ৪,৫০০ টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। সব মিলিয়ে ফোনটিতে ১৮,৪১০ টাকার সুবিধা দেওয়া হচ্ছে।

Advertisment

স্পেসিফিকেশনের দিক থেকে, iPhone 16 Pro Max এসেছে ৬.৯ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে নিয়ে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ২০০০ নিট। ফোনটিতে রয়েছে প্রিমিয়াম টাইটানিয়াম বডি এবং উন্নত সিরামিক শিল্ড প্রোটেকশন। পাওয়ারের জন্য এতে ব্যবহৃত হয়েছে অ্যাপলের সর্বশেষ ৩ন্যানোমিটার A18 Pro চিপসেট। এছাড়াও, এটি সাপোর্ট করছে Apple Intelligence ফিচার, যার মধ্যে রয়েছে জেনমোজি, ইমেজ প্লেগ্রাউন্ড এবং চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন।

আরও পড়ুন- পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে প্রথমবারের মত কী খেয়েছিলেন মহাকাশচারীরা, জানলে চমকে যাবেন

ক্যামেরা সেকশনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ— ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫x অপটিক্যাল জুম সমৃদ্ধ ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

iphone