Oppo Smartphone: স্মার্টফোনপ্রেমীদের জন্য বিরাট সুখবর! Oppo-এর সবচেয়ে বড় ধামাকা, তৈরি থাকুন

Oppo Smartphone: স্মার্টফোনপ্রেমীদের জন্য বিরাট সুখবর। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Oppo Find X9, যা গত বছর লঞ্চ হওয়া Find X8 মডেলের আপগ্রেড সংস্করণ বলে দাবি

Oppo Smartphone: স্মার্টফোনপ্রেমীদের জন্য বিরাট সুখবর। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Oppo Find X9, যা গত বছর লঞ্চ হওয়া Find X8 মডেলের আপগ্রেড সংস্করণ বলে দাবি

author-image
IE Bangla Web Desk
New Update
Oppo Find X9

খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Oppo Find X9

Oppo Smartphone:  স্মার্টফোনপ্রেমীদের জন্য বিরাট সুখবর। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Oppo Find X9, যা গত বছর লঞ্চ হওয়া Find X8 মডেলের আপগ্রেড সংস্করণ বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে লিক হওয়া তথ্য অনুযায়ী ফোনটির বৈশিষ্ট্য কিন্তু বেশ নজরকাড়া।

Advertisment

আরও পড়ুন- স্মার্টফোন আপনাকে বয়সের আগেই বৃদ্ধ করে দেবে, গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

প্রতিবেদন অনুযায়ী, Oppo Find X9-এ থাকতে পারে 6.59-ইঞ্চির ফ্ল্যাট LTPO OLED ডিসপ্লে, যার রেজোলিউশন হবে 1.5K এবং রিফ্রেশ রেট থাকবে 120Hz। ডিসপ্লেতে দেওয়া হতে পারে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে থাকতে পারে MediaTek 9500 চিপসেট  এবং থাকবে সর্বশেষ Android 16 ও ColorOS 16।

Advertisment

সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যাটারি। Find X9-এ থাকতে পারে ৭,০২৫mAh ব্যাটারি, যাতে থাকবে 80W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং। তুলনায়, আগের মডেল Find X8-এ ছিল ৫,৬৩০mAh ব্যাটারি। ফলে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এই মডেলটি হবে অনেক বেশি উন্নত।

ক্যামেরা সেকশনে রয়েছে আরেক চমক। ফোনটিতে থাকছে Hasselblad-ব্র্যান্ডেড রিয়ার ক্যামেরা সেটআপ যেখানে মূল সেন্সর হতে পারে ৫০MP OIS সাপোর্টেড লেন্স। এর পাশাপাশি থাকতে পারে ৫০MP Samsung JN5 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০MP Samsung JN9 পেরিস্কোপ টেলিফটো লেন্স ৩x অপটিক্যাল জুম ও OIS সহ। সেলফির জন্য থাকবে ৫০MP Samsung JN1 ফ্রন্ট ক্যামেরা।

সব মিলিয়ে, Oppo Find X9 বাজারে এলে এটি হবে একটি পাওয়ারফুল ব্যাটারি ও প্রিমিয়াম ক্যামেরা সেটআপ সমৃদ্ধ দুর্দান্ত 5G স্মার্টফোন। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, Find X9-এর পাশাপাশি আসতে পারে Oppo Find X9 Pro, আর ২০২৬ সালের শুরুর দিকে বাজারে দেখা মিলতে পারে Find X9 Ultra মডেলেরও।

আরও পড়ুন- ভুল UPI আইডিতে টাকা ট্রান্সফার হয়েছে? কীভাবে ফেরত পাবেন জানেন?

smartphone oppo