/indian-express-bangla/media/media_files/2025/09/14/apple-event-2025-2025-09-14-20-43-15.jpg)
Apple Event 2025: বামদিকে বাংলাদেশি বংশোদ্ভূত ডিজাইনার।
iPhone 17 Designer: অ্যাপলের পণ্য লঞ্চ করা মানেই বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল। কিন্তু এ বছরের অ্যাপল ইভেন্টে চমক ছিল অন্য জায়গায়। বুধবার ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে আয়োজিত ইভেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডিজাইনার আবিদুর চৌধুরি প্রথমবারের মত মঞ্চে উঠে উপস্থাপন করলেন কোম্পানির সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন iPhone Air।
অনেকের কাছেই নামটি নতুন
অনেকের কাছেই এই নামটি নতুন। লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা আবিদুর চৌধুরির। পড়াশোনা করেছেন লফবরো বিশ্ববিদ্যালয়ে পণ্য নকশা আর প্রযুক্তি নিয়ে। কেরিয়ারের শুরুতে কাজ করেছেন Cambridge Consultants, Curventa এবং পরে Layer Design-এ। ২০১৯ সালে যোগ দেন অ্যাপলে। ছাত্রাবস্থায়ই পেয়েছিলেন Red Dot Design Award, James Dyson Foundation Bursary-সহ একাধিক পুরস্কার। তাঁর ডিজাইনের মূল দর্শন হচ্ছে— ইউজার-কেন্দ্রিক উদ্ভাবনী পণ্য তৈরি করা, যা মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে।
আরও পড়ুন- ভারতের দ্রুততম স্কুটার এবার বাজারে, একঝলকে দেখুন ফিচার এবং দাম
চৌধুরির ডিজাইন করা iPhone Air হল অ্যাপলের সবচেয়ে পাতলা স্মার্টফোন, মাত্র ৫.৬ মিমি পুরু। টাইটানিয়ামের তৈরি এই ফোনে আছে সিঙ্গল ক্যামেরা সেটআপ টেলিফটো লেন্স এবং এআই-চালিত ফটোগ্রাফি ফিচার। পাতলা গঠন সত্ত্বেও ফোনটিতে আছে অপ্টিমাইজড পাওয়ার-সেভিং সফটওয়্যার, যা সারা দিনের ব্যাটারি লাইফ দেয়। ভারতে এর দাম শুরু হচ্ছে ১,১৯,৯০০ টাকা (২৫৬ জিবি মডেল) থেকে।
আরও পড়ুন- এবার দেবী দুর্গার কীসে আগমন, কীসেই বা গমন, জানুন বাহনের শুভাশুভ তাৎপর্য
iPhone Air উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন— 'এটি এমন এক বৈপরীত্য, যা বিশ্বাস করার জন্য আপনাকে হাতে ধরে রাখতে হবে। এটি প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। এই ফোন কম্প্যাক্ট, কিন্তু যথেষ্ট ভালো।' শান্ত এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার জন্য তিনি দ্রুত সবার মনোযোগ আকর্ষণ করেন। সাধারণত অ্যাপল ইভেন্টে ডিজাইনাররা মঞ্চে আসেন না, ফলে এবারের ইভেন্ট ছিল বিশেষ মুহূর্ত।
আরও পড়ুন- ঘরে বসেই বাঁচান বিদ্যুৎ খরচ! এই ছোট্ট কাজটাতেই অর্ধেক হবে মাসিক বিল
শুধু iPhone Air নয়, এবারে অ্যাপল iPhone 17 Pro-ও লঞ্চ করেছে। নতুন A19 Pro চিপ ব্যবহার করা হয়েছে, যা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এটি ৪০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাকের দাবি করেছে। অনুষ্ঠানে লঞ্চ হয়েছে AirPods Pro 3। যাতে আছে উন্নত নয়েজ ক্যানসেলেশন, রিয়েল-টাইম ট্রান্সলেশন সুবিধা। এছাড়াও রয়েছে Apple Watch Series 11। যাতে রয়েছে 5G কানেকশন, উন্নত ব্যাটারি ও নতুন হেলথ ট্র্যাকিং ফিচার।
অ্যাপল সাধারণত প্রোডাক্ট লঞ্চে ডিজাইনারদের সামনে আনে না। কিন্তু এবারের ইভেন্টে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজাইনারকে মঞ্চে দেখা গেল, যা প্রযুক্তি জগতে বাড়তি গুরুত্ব পেয়েছে। তাঁর ডিজাইন করা iPhone Air ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। অ্যাপলের iPhone 17 সিরিজ এবং বিশেষ করে iPhone Air শুধু প্রযুক্তি নয়, ডিজাইন ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করেছে। আর এই গল্পের কেন্দ্রে রয়েছেন নাকি বাংলাদেশি বংশোদ্ভূত ডিজাইনার— আবিদুর চৌধুরিই। এখন দেখার বিষয়, আগামী দিনে তিনি অ্যাপলের ডিজাইন জগতে আরও কী চমক নিয়ে আসেন।