Hyper Sport Scooter: ভারতের দ্রুততম স্কুটার এবার বাজারে, একঝলকে দেখুন ফিচার এবং দাম

Hyper Sport Scooter: ভারতের দ্রুততম স্কুটার লঞ্চ করল নির্মাতা সংস্থা টিভিএস। যার অত্যাধুনিক টেকনোলজি এবং দুর্দান্ত পারফরম্যান্স বাইকপ্রেমীদের মন ছুঁয়েছে প্রথম দিনই।

Hyper Sport Scooter: ভারতের দ্রুততম স্কুটার লঞ্চ করল নির্মাতা সংস্থা টিভিএস। যার অত্যাধুনিক টেকনোলজি এবং দুর্দান্ত পারফরম্যান্স বাইকপ্রেমীদের মন ছুঁয়েছে প্রথম দিনই।

author-image
IE Bangla Tech Desk
New Update
Hyper Sport Scooter

Hyper Sport Scooter: টিভিএস স্কুটারের বৈশিষ্ট্যগুলো দেখে নিন।

Hyper Sports Scooter: ভারতের টু-হুইলার মার্কেটে নতুন মাইলফলক গড়ল TVS। সংস্থাটি লঞ্চ করল দেশের প্রথম Hyper Sport Scooter– TVS NTORQ 150। স্টিলথ এয়ারক্রাফট ডিজাইন থেকে অনুপ্রাণিত এই স্কুটার একইসঙ্গে দিচ্ছে রেসিং DNA, অত্যাধুনিক টেকনোলজি আর চমকপ্রদ পারফরম্যান্স। এর এক্স-শোরুম প্রাইস ধার্য করা হয়েছে ১,১৯,০০০ টাকা। যা লঞ্চের সময় থেকেই বাইকপ্রেমীদের মন ছুঁয়েছে। 

এই স্কুটারের বৈশিষ্ট্য

Advertisment

এই স্কুটারে রয়েছে 149.7cc, এয়ার-কুলড, O3CTech ইঞ্জিন। এর আউটপুট— 13.2 PS @ 7,000 rpm, 14.2 Nm টর্ক @ 5,500 rpm। মাত্র ৬.৩ সেকেন্ডে 0–60 km/h স্পিড তুলতে পারে, আর সর্বোচ্চ গতিবেগ 104 km/h। এই কারণেই এটি ভারতের সবচেয়ে দ্রুতগতির স্কুটার। TVS NTORQ 150-র ডিজাইন একেবারেই আলাদা। এতে রয়েছে MULTIPOINT® প্রজেক্টর হেডল্যাম্প ও সিগনেচার ‘T’ টেল ল্যাম্প। অ্যারোডাইনামিক উইংলেট, স্টাবি মাফলার উইথ রেসিং সাউন্ড, নেকেড হ্যান্ডেলবার, রঙিন অ্যালয় হুইল। রাইডিং পজিশনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে স্পোর্টি ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকলেও অস্বস্তি না হয়।

আরও পড়ুন- ঘরে বসেই বাঁচান বিদ্যুৎ খরচ! এই ছোট্ট কাজটাতেই অর্ধেক হবে মাসিক বিল

Advertisment

এটিকে শুধু একটি স্কুটার বললে কম বলা হবে। এতে রয়েছে ৫০-এরও বেশি স্মার্ট ফিচার— অ্যালেক্সা (Alexa) এবং স্মার্টওয়াচ ইন্টিগ্রেশন, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, লাইভ ভেহিকল ট্র্যাকিং ও লাস্ট পার্কড লোকেশন, কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া অ্যালার্ট, OTA আপডেট, কাস্টমাইজেবল উইজেট সহ হাই-রেজোলিউশন TFT ডিসপ্লে, এই কারণে এটিকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে উন্নত টেক-এনেবলড স্কুটার। 

আরও পড়ুন- স্মার্টফোনের চার্জার কেন সবসময় সাদা রঙের হয়? ৯৯% মানুষ এর রহস্য জানেন না

এই স্কুটারের নিরাপত্তার দিকেও যথেষ্ট জোর দেওয়া হয়েছে। এর ABS ও ট্র্যাকশন কন্ট্রোল (সেগমেন্টে প্রথম), ক্র্যাশ ও চুরি অ্যালার্ট, হ্যাজার্ড ল্যাম্প ও ইমার্জেন্সি ব্রেক ওয়ার্নিং, ফলো-মি হেডল্যাম্প, টেলিস্কোপিক সাসপেনশন, অ্যাডজাস্টেবল ব্রেক লিভার, E-Z সেন্টার স্ট্যান্ড, ২২ লিটার আন্ডারসিট স্টোরেজ রীতিমতো নজর কাড়বে। 

আরও পড়ুন- ইউটিউব নাকি ইনস্টাগ্রাম! কোন প্ল্যাটফর্মে দ্রুত আয় সম্ভব? ১০,০০০ ভিউয়ের জন্য কে বেশি টাকা দেয় জানেন?

TVS NTORQ 150 দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে— স্ট্যান্ডার্ড মডেল: স্টিলথ সিলভার, রেসিং রেড, টার্বো ব্লু এবং TFT ভ্যারিয়েন্ট: নাইট্রো গ্রিন, রেসিং রেড, টার্বো ব্লু। এই প্রসঙ্গে টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনিরুদ্ধ হালদার বলেন, 'নতুন প্রজন্মের হাই পারফরম্যান্স ও স্মার্ট টেক চাহিদা পূরণ করতেই আনা হয়েছে TVS NTORQ 150। ভারতের প্রথম Hyper Sport Scooter হিসেবে এটি রাইডারদের এক অনন্য অভিজ্ঞতা দেবে।'

আরও পড়ুন- এবার WhatsApp থেকে সরাসরি Aadhaar Card ডাউনলোড। ঘরে বসেই, দূর্দান্ত এই পদ্ধতি সময়, টাকা দুটোই বাঁচাবে

TVS NTORQ 150 কেবল একটি স্কুটার নয়, বরং ভারতের টু-হুইলার ইন্ডাস্ট্রির জন্য এক গেম-চেঞ্জার। দ্রুততম স্পিড, স্মার্ট টেক, নিরাপত্তা এবং বিলাসবহুল ডিজাইন— সব মিলে এটি নতুন প্রজন্মের জন্য এক আদর্শ Hyper Sport Scooter।

Scooter sports