iPhone 17 Launch: এত কমে আইফোন ১৭ ভাবতেই পারবেন না, কোথায় জলের দরে পাবেন অ্যাপেলে এই প্রিমিয়াম স্মার্টফোন?

iPhone 17: বিশ্বের কোন দেশে এই আইফোন সস্তায় পাওয়া যাবে আর কোথায় কিনতে গেলে হাত পুড়বে ক্রেতাদের? তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

iPhone 17: বিশ্বের কোন দেশে এই আইফোন সস্তায় পাওয়া যাবে আর কোথায় কিনতে গেলে হাত পুড়বে ক্রেতাদের? তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 17 series Launch

এত কমে আইফোন ১৭ ভাবতেই পারবেন না

iPhone 17: অ্যাপল তাদের বহু প্রতীক্ষিত Awe Dropping ইভেন্টে বাজারে এনেছে নতুন আইফোন ১৭ সিরিজ। শক্তিশালী A19 চিপসেট, নতুন ডিজাইন এবং আপগ্রেডেড ক্যামেরার মতো বৈশিষ্ট্যে ভরপুর হলেও ক্রেতাদের প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে দাম। বিশ্বের কোন দেশে এই আইফোন সস্তায় পাওয়া যাবে আর কোথায় কিনতে গেলে হাত পুড়বে ক্রেতাদের? তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Advertisment

প্রতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোষিত দামের ভিত্তিতে বিশ্বজুড়ে আইফোনের দাম নির্ধারণ হয়। তবে দেশভেদে কর, আমদানি শুল্ক এবং মুদ্রার ওঠানামার কারণে দাম ভিন্ন হয়। আমেরিকায় দাম তুলনামূলকভাবে কম হলেও ভারত, ব্রাজিল এবং তুরস্কে তা অনেক বেশি। যুক্তরাষ্ট্রে প্রদর্শিত দামে বিক্রয় কর অন্তর্ভুক্ত থাকে না, অথচ ইউরোপ এবং এশিয়ার বহু দেশে ভ্যাট বা জিএসটি ইতিমধ্যেই যোগ করা থাকে। ফলে ক্রেতাদের আইফোন কিনতে রীতিমত ছ্যাঁকা খেতে হয়।

আরও পড়ুন- চমকে দেওয়া পারফরম্যান্স! iPhone 17 সিরিজে রয়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি, পেছনে ফেলে দিল iPhone 16-এর মডেলগুলিকে

Advertisment

সবচেয়ে সস্তায় আইফোন কেনার ক্ষেত্রে আমেরিকা সবসময় শীর্ষে থাকে। বিশেষ করে ওরেগন ও ডেলাওয়্যারের মতো রাজ্যে বিক্রয় কর না থাকায় দাম আরও সাশ্রয়ী। হংকংও দীর্ঘদিন ধরে আইফোন কেনার জনপ্রিয় গন্তব্য, কারণ এখানে ভ্যাট নেই এবং দাম প্রায় আমেরিকার সমান। দুবাইতেও (ইউএই) মাত্র ৫% ভ্যাট ও কম আমদানি শুল্কের কারণে দাম তুলনামূলকভাবে কম। জাপানে পর্যটকদের জন্য ভ্যাট ফেরতের সুবিধা আইফোনকে আরও সস্তা করে তোলে। পাশাপাশি কানাডা ও দক্ষিণ কোরিয়াতেও দাম যুক্তরাষ্ট্রের কাছাকাছি।

অন্যদিকে, সবচেয়ে বেশি দামের তালিকায় শীর্ষে রয়েছে ভারত, ব্রাজিল ও তুরস্ক। ভারতে এখন আইফোন তৈরি হলেও আমদানি করা যন্ত্রাংশের উপর আমদানি করের কারণে দাম উল্লেখযোগ্যভাবে বেশি।  ব্রাজিলে ইলেকট্রনিক পণ্যের উপর কর এতটাই বেশি যে সেখানে আইফোনের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় ৪০-৬০% বেশি। তুরস্কে বহুমুখী কর ব্যবস্থা ও অস্থির অর্থনীতির কারণে দাম বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ভারতীয় ক্রেতাদের জন্য বিশেষ করে আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স কেনা বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ এর দাম সহজেই ১.৫ লক্ষ টাকার উপরে চলে যায়। তবে উৎসবের অফার, ব্যাংক ডিসকাউন্ট ও ট্রেড-ইন স্কিম কিছুটা হলেও স্বস্তি দেয়।

অতএব, আইফোন ১৭ সিরিজ বিশ্বজুড়ে একই রকম হলেও দাম নির্ভর করছে দেশের বাজার পরিস্থিতি, কর এবং মুদ্রার অবস্থার উপর। কম খরচে কিনতে চাইলে যুক্তরাষ্ট্র, হংকং কিংবা দুবাই হতে পারে সেরা পছন্দ, আর ভারত, ব্রাজিল ও তুরস্কে কিনতে তার জন্য অনেকটাই মাসুল গুনতে হবে আপনাকে। 

আরও পড়ুন- অত্যাধুনিক ফিচারের সঙ্গে পেয়ে যান সেরা ডিজাইন, Apple Airpods-এ কী কী বড় চমক?

iPhone 17 series