iPhone 17 Pro Max price: হাত বাড়ালেই আইফোন! ১৭-র সিরিজ ভারতে, ক্রেতাদের মধ্যে তুমুল উন্মাদনা

iPhone 17 Pro Max price: আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স শীঘ্রই লঞ্চ হতে চলেছে। লিক হওয়া তথ্যেই ক্রেতাদের সামনে এবার যাবতীয় হদিশ।

iPhone 17 Pro Max price: আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স শীঘ্রই লঞ্চ হতে চলেছে। লিক হওয়া তথ্যেই ক্রেতাদের সামনে এবার যাবতীয় হদিশ।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 17 Pro Series price

iPhone 17 Pro Series price: আইফোন ১৭ প্রো-এর দাম জেনে নিন।

iPhone 17 Series price: অ্যাপল তাদের আইফোন ১৭ সিরিজ নিয়ে প্রস্তুতি নিচ্ছে। প্রতিবছরের মতো সেপ্টেম্বরেই নতুন আইফোনের লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ফাঁস হওয়া তথ্যে এই সিরিজ সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। এবার আসতে চলেছে চারটি মডেল— iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।

ডিসপ্লে আপগ্রেড

Advertisment

অ্যাপল প্রথমবারের মত সব মডেলেই ProMotion 120Hz ডিসপ্লে ব্যবহার করতে চলেছে। iPhone 17 এবং iPhone 17 Pro তে 6.3 ইঞ্চি স্ক্রিন থাকবে বলে ধারণা করা হচ্ছে। iPhone 17 Air হবে আরও স্লিম, যার ডিসপ্লে হতে পারে 6.6 ইঞ্চি। আর সবচেয়ে বড় iPhone 17 Pro Max-এ থাকবে 6.9 ইঞ্চির বিশাল OLED প্যানেল।

আরও পড়ুন- ২৬ নাকি ২৭, কবে এবারের গণেশ চতুর্থী, জানুন সঠিক সময়

এইবারের সবচেয়ে বড় পরিবর্তন আসছে ক্যামেরা সেকশনে। iPhone 17 Pro Max-এ থাকতে পারে ট্রিপল 48MP ক্যামেরা সেটআপ—ওয়াইড, আল্ট্রা ওয়াইড এবং টেলিফোটো টেট্রাপ্রিজম লেন্স। এছাড়াও এতে থাকতে পারে 8K ভিডিও রেকর্ডিং সুবিধা। অন্যদিকে, iPhone 17 Air-এ থাকতে পারে সিঙ্গেল 48MP লেন্স এবং iPhone 17 স্ট্যান্ডার্ড মডেলে থাকবে ডুয়াল-ক্যামেরা সিস্টেম। সামনে 24MP ফ্রন্ট ক্যামেরা থাকছে সব মডেলেই।

আরও পড়ুন- এই ৪ রাশির ওপর সর্বদা থাকে গণেশের কৃপা, আপনি কি সেই দলে?

Advertisment

MacRumors-এর রিপোর্ট অনুসারে, iPhone 17 Pro ও Pro Max-এ থাকবে শক্তিশালী A19 Pro চিপ, আর iPhone 17 ও Air-এ থাকবে স্ট্যান্ডার্ড A19 চিপ। RAM-এর ক্ষেত্রেও পার্থক্য থাকবে— iPhone 17-এ 8GB RAM, আর Pro মডেলগুলিতে 12GB পর্যন্ত RAM থাকতে পারে। সব ফোনই চলবে নতুন iOS 26 অপারেটিং সিস্টেমে, যা WWDC 2025-এ ঘোষিত হয়েছে।

আরও পড়ুন- অল্প পরিশ্রমে বানান ইলিশের দুর্দান্ত রেসিপি, বাড়ির লোকজন খেয়ে হাত চাটবে!

অ্যাপল এবার তাদের Pro মডেলগুলিকে নতুনভাবে রিডিজাইন করছে। ক্যামেরা বাম্প থাকবে হরাইজন্টাল আকারে, যাতে সেন্সর স্পেসিং এবং LiDAR স্ক্যানার আরও উন্নতভাবে বসানো যায়। এ বছর থেকে Plus ভেরিয়েন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে বলেও গুজব রয়েছে। এখনও জানা গিয়েছে, ভারতে iPhone 17-এর দাম প্রায় ৭৯,৯০০ টাকা থেকে শুরু হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে বেস মডেলের দাম হতে পারে ৮৯৯ ডলার। সংযুক্ত আরব আমিরশাহিতে আইফোনের দাম শুরু হতে পারে ৩,৭৯৯ সংযুক্ত আরব আমিরশাহি দিরহাম (AED) থেকে। 

আরও পড়ুন- Chandrayaan-3 থেকে Indian Space Station, জাতীয় মহাকাশ দিবসে ফিরে দেখা

Pro মডেলগুলির দাম আরও অনেক বেশি হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে iPhone 17 Pro Max, যেটি সবচেয়ে প্রিমিয়াম মডেল, তার দাম অনেকটা বাড়তে পারে। এমনিতে অ্যাপল সবসময়ই তাদের নতুন আইফোন সিরিজ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। নতুন ক্যামেরা, দ্রুত প্রসেসর, উন্নত ডিসপ্লে এবং ডিজাইনে পরিবর্তন— সব মিলিয়ে iPhone 17 সিরিজ হবে টেক দুনিয়ার অন্যতম আলোচিত লঞ্চ। তবে মনে রাখতে হবে, এগুলো সবই ফাঁস ও গুজবের তথ্য। আসল সত্য জানতে হলে সেপ্টেম্বরে অফিসিয়াল ইভেন্টের জন্য অপেক্ষা করতেই হবে।

iPhone 17 series price