/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/manned-moon-mission.jpg)
যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চন্দ্রযান -৩-এর কাজ চলছে।
ভারত থেকে মহাকাশে কারা পারি দেবেন তার চূড়ান্ত তালিকাও তৈরি হয়ে গিয়েছে। মহাকাশে গিয়ে কী খাবার খাবেন সেই মেনুও তৈরি হয়ে পৌঁছে গিয়েছে ল্যাবোটরিতে। এমন সময় চাঁদে মানুষ পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন চেয়ারম্যান কে শিভন।
তিনি বলেছেন, ভারতীয় মহাকাশ সংস্থা গগনযানের চার মহাকাশচারীকে তালিকাভুক্ত করেছেন। এদিকে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চন্দ্রযান -৩-এর কাজ চলছে।
আরও পড়ুন: সবচেয়ে কম দাম! এক টাকায় এক জিবি ডেটা ব্যবহার করতে পারবেন আপনি
ISRO Chief K Sivan on being asked 'does ISRO look at manned mission to the Moon?': Definitely someday but not immediately. pic.twitter.com/hhNbMIfshL
— ANI (@ANI) January 22, 2020
এছাড়াও সংবাদমাধ্যমকে কে শিভন বলেছেন, যে নির্বাচিত চার মহাকাশচারীকে এই মাসের শেষের দিকে প্রশিক্ষণ নিতে রাশিয়ায় পাঠানো হবে। ১৯৮৪ সালে রাকেশ শর্মা রাশিয়ান মডিউলে মহাকাশ যাত্রা করেছিলেন। তবে এবার ভারতীয় নভোচারীরা ভারত থেকে ভারতীয় মডিউলে রওনা দেবে। যা ভারতের ইতিহাসে প্রথমবার।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ডার্ক মোড অন করবেন কীভাবে? জেনে নিন
ISRO Chief K Sivan: The work on Chandrayaan-3 has started and it is going at full speed. https://t.co/aDjKT0tylC
— ANI (@ANI) January 22, 2020
গগনযান হ'ল রকেটে করে মহাকাশে মানুষ পাঠানোর মিশন। যা ২১ ডিসেম্বরের মধ্যে যাত্রা শুরু করার লক্ষ্য নিয়েছে। তাহলে কি ইসরো চাঁদে মানুষ পাঠানোর কথা ভাবনা চিন্তা করছে? এই প্রশ্নে ইসরো প্রধান বলেন, "অবশ্যই কোনও দিন পাঠানো হবে কিন্তু তাৎক্ষনিকভাবে নয়,"।
চন্দ্রযান -২ চাঁদে নরম অবতরণ করতে ব্যর্থ হওয়ার পর, ইসরো চন্দ্রযান -৩ দিয়ে চাঁদের মাটিতে আরও একবার নরম অবতরণের ঘোষণা করে। ইতিমধ্যেই চন্দ্রযান ৩-এর কাজ চলছে জোরকদমে।
Read the full story in English