/indian-express-bangla/media/media_files/2025/05/29/U8C65d5mEoYqXobNFhXE.jpg)
আইটিআর ফাইলিং ডেডলাইনের বড়সড় পরিবর্তন
ITR filing deadline: আইটিআর ফাইলিং ডেডলাইনের বড়সড় পরিবর্তন, কিন্তু সকলের জন্য স্বস্তি নয়, কারা পাবেন বাড়তি সময়? জানিয়ে দিল কেন্দ্র।
বান্ধবীকে নিয়ে এক চার্জেই কলকাতা to দার্জিলিং! নজর কাড়ল সস্তার এই টু সিটার ইভি
আয়কর রিটার্ন (ITR) দাখিলের শেষ তারিখ নিয়ে কেন্দ্রের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ২০২৫-২৬ মূল্যায়ন বছরের জন্য যাঁদের অ্যাকাউন্ট অডিটের প্রয়োজন নেই, তাঁদের জন্য আইটিআর দাখিলের শেষ তারিখ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর,করা হয়েছে। আগে এই ডেডলাইন ছিল ৩১ জুলাই, ২০২৫।
আপনি কি AI ল্যাপটপ খুঁজছেন? Acer Swift Neo- আপনার জন্য বেস্ট! জেনে নিন দাম, ফিচার
সকলের জন্য নয় এই সুবিধা
এই সুবিধা শুধুমাত্র নন-অডিট করদাতাদের জন্য। যাঁদের ক্ষেত্রে অ্যাকাউন্ট অডিট বাধ্যতামূলক, তাঁদের জন্য আইটিআর দাখিলের শেষ তারিখ আগের মতোই ৩১ অক্টোবর, ২০২৫ থাকবে। অর্থাৎ এই শ্রেণীর করদাতারা এই বর্ধিত সময়সীমার সুবিধা পাবেন না।
Realme থেকে Thomson এর মত নামী ব্র্যান্ডের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ১০ হাজারে, অবিশ্বাস্য অফারে চমকে উঠবেন!
বেতনভোগী করদাতাদের বড় স্বস্তি
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন বেতনভোগী করদাতারা। বেশিরভাগ কর্মী ১৫ জুনের পর ফর্ম ১৬ পান এবং জুন মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে তাঁদের রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়। ফলে হাতে সময় কম থাকায় সমস্যা হত। এখন তাঁদের হাতে বাড়তি ৪৫ দিন সময় থাকছে।
Apple-এর সবচেয়ে বড় চমক! 200MP ক্যামেরার iPhone, কবে লঞ্চ? দামই বা কত?
পরিবর্তনের কারণ কী?
CBDT জানিয়েছে, নতুন ITR ফর্মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এবং তা কার্যকর করতে সিস্টেম আপডেট দরকার। সেই কারণেই করদাতাদের সুবিধার জন্য শেষ সময় বাড়ানো হয়েছে।