Reliance Jio Offers: মাত্র ১০০ টাকায় ৯০ দিনের জিও প্ল্যান! ফ্রি হটস্টারের সঙ্গে মিলছে 5GB ডেটা

Reliance Jio Offers: TRAI-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, জিও-ই বর্তমানে সবচেয়ে বেশি নতুন গ্রাহক নেটওয়ার্কে যুক্ত করছে। প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির তুলনায় বেশি কাস্টমার বেস তৈরি করতে সক্ষম হয়েছে জিও।

Reliance Jio Offers: TRAI-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, জিও-ই বর্তমানে সবচেয়ে বেশি নতুন গ্রাহক নেটওয়ার্কে যুক্ত করছে। প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির তুলনায় বেশি কাস্টমার বেস তৈরি করতে সক্ষম হয়েছে জিও।

author-image
IE Bangla Tech Desk
New Update
io Recharge Plan with OTT  Jio Free Hotstar & Prime Membership  Amazon Prime free with Jio  Jio Annual Recharge Offer  Jio Free OTT Bundle Plan  Jio 1 year subscription offer  Hotstar free with Jio recharge

ঝামেলা ছাড়াই বিনোদনের ভরপুর মজা

Reliance Jio Offers: মাত্র ১০০ টাকায় ৯০ দিনের জিও প্ল্যান! হটস্টারের সঙ্গে মিলছে 5GB ডেটা।

Advertisment

টেলিকম বাজারে একপ্রকার চমক নিয়ে এসেছে রিলায়েন্স জিও। মাত্র ১০০ টাকায় ৯০ দিনের ভ্যালিডিটি সহ নতুন একটি রিচার্জ প্ল্যান এনেছে সংস্থাটি। এই প্ল্যানে পাওয়া যাবে JioCinema-Hotstar সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে, সঙ্গে মিলবে ৫ জিবি হাই-স্পিড ডেটা। তবে এই প্ল্যানে কোনও কলিং বেনিফিট পাবেন না ইউজাররা।

জিও-র এই নতুন প্ল্যানকে বলা হচ্ছে JioHotstar ডেটা প্যাক। এটি একটি অ্যাড-অন প্ল্যান, যা যে কোনও সাধারণ বা রেগুলার প্ল্যানের সাথে ব্যবহার করা যাবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।

Advertisment

কার্গিল যুদ্ধে ভারতের কোন ৮ 'ব্রহ্মাস্ত্র'-এ পাক বধ? শক্তিতে বুক কেঁপে উঠবে

কিভাবে কাজ করবে এই প্ল্যান?

যদি কোন গ্রাহক মাসিক বা ২৮ দিনের রিচার্জ প্ল্যানের সঙ্গে এটি অ্যাড করেন, তাহলে ৯০ দিন JioHotstar উপভোগ করতে হলে ভ্যালিডিটি শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে মাসিক প্ল্যান রিনিউ করতে হবে। তবে, যদি গ্রাহক ৮৪ দিন বা বার্ষিক প্ল্যানে এটি অ্যাড করেন, তাহলে তারা কোনও রকম রিনিউ না করেই ৯০ দিন পর্যন্ত JioHotstar-এর সুবিধা পেতে পারেন।

আরও রয়েছে ৫জি আনলিমিটেড ডেটা প্যাক

জিও আরও তিনটি ডেটা-ওনলি অ্যাড-অন প্যাক চালু করেছে — ৫১, ১০১ এবং ১৫১ টাকা মূল্যে। এই তিনটি প্ল্যানেই রয়েছে অ্যাক্সেস টু আনলিমিটেড ৫জি ডেটা।

৫১ টাকার প্যাক: ১ মাসের জন্য আনলিমিটেড ৫জি ডেটা + ৩GB হাই-স্পিড ৪জি ডেটা

১০১ টাকার প্যাক: ২ মাসের জন্য আনলিমিটেড ৫জি ডেটা + ৬GB ৪জি ডেটা

১৫১ প্যাক: ৩ মাসের জন্য আনলিমিটেড ৫জি ডেটা + ৯GB ৪জি ডেটা

এই প্ল্যানগুলি ব্যবহারকারীরা নিজেদের রেগুলার ডেটা প্ল্যানের সঙ্গে যুক্ত করে আরও বেশি ডেটা ও স্ট্রিমিং পরিষেবা উপভোগ করতে পারবেন।

TRAI রিপোর্টেও শীর্ষে জিও

TRAI-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, জিও-ই বর্তমানে সবচেয়ে বেশি নতুন গ্রাহক নেটওয়ার্কে যুক্ত করছে। প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির তুলনায় বেশি কাস্টমার বেস তৈরি করতে সক্ষম হয়েছে জিও।

ধুঁয়াধার অফারে বাজারে তোলপাড়! jio-এর বিরাট ধামাকা, ব্যাকফুটে Airtel

jio