Kargil Vijay Diwas 2025: কার্গিল যুদ্ধে ভারতের কোন ৮ 'ব্রহ্মাস্ত্র'-এ পাক বধ? শক্তিতে বুক কেঁপে উঠবে

Kargil War Weapons: কার্গিল যুদ্ধ ১৯৯৯-এ পাকিস্তানকে পরাজিত করতে ভারতীয় সেনাবাহিনী যে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করেছিল, সেই ৮টি 'ব্রহ্মাস্ত্র' সম্পর্কে বিস্তারিত জানুন।

Kargil War Weapons: কার্গিল যুদ্ধ ১৯৯৯-এ পাকিস্তানকে পরাজিত করতে ভারতীয় সেনাবাহিনী যে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করেছিল, সেই ৮টি 'ব্রহ্মাস্ত্র' সম্পর্কে বিস্তারিত জানুন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Kargil Vijay Diwas 2025, Operation Vijay, Kargil War, President Droupadi Murmu, PM Narendra Modi, Rajnath Singh, Amit Shah, Martyrs, Indian Army, Pakistan, Bravery, Sacrifice, Kashmir, Ladakh

চোখের জলে শহীদ স্মরণে দেশজুড়ে কার্গিল বিজয় দিবস উদযাপন

Kargil War Weapons: ২৬ জুলাই– দিনটি শুধুই কোনও তারিখ নয়। এটি ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং কৌশলের এক অমর ইতিহাস। কার্গিল বিজয় দিবস হল সেই দিন, যেদিন ভারতীয় সেনাবাহিনী উঁচু পাহাড়ে বসে থাকা পাকিস্তানি অনুপ্রবেশকারীদের পরাস্ত করে ভারতীয় ভূখণ্ড পুনরুদ্ধার করেছিল। এই বিজয়ের পেছনে ছিল অসীম সাহস, সুদক্ষ পরিকল্পনা এবং কিছু বিধ্বংসী অস্ত্র।

Advertisment

চলুন, জেনে নেওয়া যাক ভারতের সেই ৮টি অস্ত্র কী কী, যা পাকিস্তানের অনুপ্রবেশকারীদের হার স্বীকার করতে বাধ্য করেছিল।

আরও পড়ুন- ধুঁয়াধার অফারে বাজারে তোলপাড়! jio-এর বিরাট ধামাকা, ব্যাকফুটে Airtel

Advertisment

১. বোফর্স এফএইচ-৭৭বি হাউইটজার (Bofors FH77B Howitzer)

কার্গিল যুদ্ধে সবচেয়ে বেশি আলোচিত অস্ত্র হল ১৫৫ মিমি বোফর্স হাউইটজার। এর পাল্লা প্রায় ৩০ কিমি। গাঢ় কুয়াশা, কঠিন পাহাড়ি ভূমিতে এই কামানের নির্ভুল গোলা প্রয়োগ পাকিস্তানের শক্ত ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। 

আরও পড়ুন- Jio 72-day recharge Plan: 20GB ডেটা একেবারে ফ্রি! বাম্পার অফারে ফের তোলপাড় ফেলল jio

২. Mirage-2000, MiG-21 এবং MiG-27 যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনী Mirage-2000 যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। টাইগার হিলের শক্ত ঘাঁটিগুলিকে লেজার-নির্দেশিত বোমা দিয়ে ধ্বংস করে ভারত। MiG-21 এবং MiG-27 এর সহায়তায় বায়ু থেকে স্থল আক্রমণে শত্রুপক্ষ তছনছ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন- খেলা শুরু করল Jio! বিরাট অফারের তোলপাড় বাজার, ৮০ টাকাতে ১১ মাসের বৈধতা

৩. INSAS রাইফেল (5.56mm Indian Small Arms System)

এই দেশীয় রাইফেল কার্গিল যুদ্ধে প্রথমবার ব্যবহৃত হয়। হালকা, স্বয়ংক্রিয়, এবং নির্ভুল এই রাইফেল পাহাড়ি উচ্চতায় সৈন্যদের জন্য বেশ কাজের বলে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন- ভারত এখন আরও ভয়ঙ্কর, আক্রমণাত্মক!ULPGM-V3 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা বুক কাঁপালও পাকিস্তানের

৪. AK-47 এবং হালকা মেশিনগান (LMG)

সংঘর্ষে অনেক সৈন্য AK-47 রাইফেল ব্যবহার করেছিলেন। এর পাশাপাশি শত্রুদমনে ব্যবহৃত হয়েছিল LMG। যা ধারাবাহিকভাবে এলাকা ক্লিয়ার করতে ভারতকে সাহায্য করেছিল।

৫. মর্টার ও গ্রেনেড লঞ্চার

৮১ মিমি ও ১২০ মিমির মর্টার পাকিস্তানি বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছিল। পাহাড়ি ঢালে লুকানো শত্রুকে আঘাত করতে গ্রেনেড লঞ্চার ব্যবহার করেছিল ভারতীয় সেনা।

৬. ট্যাঙ্ক-বিধ্বংসী গাইডেড মিসাইল (Anti-Tank Guided Missile)

যুদ্ধক্ষেত্রে শত্রুর শক্তিশালী ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ব্যবহার করেছিল গাইডেড মিসাইল। নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংসে এই মিসাইল দুর্দান্ত কাজ করেছে। 

৭. স্নাইপার রাইফেল

উঁচু পাহাড়ি ভূমিতে শত্রুপক্ষের স্নাইপারের মোকাবিলায় ভারতও ব্যবহার করেছিল স্নাইপার রাইফেল। এতে দূর থেকে শত্রুপক্ষের কমান্ডারকে নিশানা করতে ভারতের সুবিধা হয়েছিল।

৮. পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার (Pinaka MBRL)

দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রকেট লঞ্চার সীমিত সংখ্যায় ব্যবহৃত হলেও একাধিক রকেট নিক্ষেপে শত্রুদের ছাউনি ধ্বংস হয়ে গিয়েছিল। এর পাল্লা ছিল প্রায় ৪০ কিলোমিটার।

এর পাশাপাশি ভারত ব্যাপকভাবে প্রযুক্তির সহায়তা পেয়েছিল। স্যাটেলাইট চিত্র, নাইট ভিশন ডিভাইস, রিকনেসান্স ড্রোন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা শত্রুর গতিবিধি জানাতে সেনাবাহিনীকে সাহায্য করেছিল। 

আরও পড়ুন-পাকিস্তানকে দুরমুশ করে জয় ছিনিয়ে আনে ভারত, 'কার্গিল বিজয় দিবসে' সেনাবাহিনীর বীরত্বকে কুর্নিশ,আত্মত্যাগকে স্যালুট

Kargil War weapons