/indian-express-bangla/media/media_files/2025/07/25/jio-999-plan-vs-airtel-979-2025-07-25-14-48-20.jpg)
ধুঁয়াধার অফারে বাজারে তোলপাড়! jio-এর বিরাট ধামাকা, ব্যাকফুটে Airtel
Jio vs Airtel Recharge Plans With 84 and 98 Days: ভারতে টেলিকম শিল্পে এখন প্রতিযোগিতা চরমে পৌঁছেছে। বিশেষ করে Reliance Jio ও Bharti Airtel-এর মধ্যে প্রতিদিনই সামনে আসছে অফারের লড়াই। বর্তমানে গ্রাহকদের জন্য সবচেয়ে বেশি চর্চিত দুটি প্ল্যান হল Jio-এর ৯৮ দিনের ৯৯৯ টাকার প্ল্যান এবং Airtel-এর ৮৪ দিনের ৯৭৯ টাকার প্ল্যান। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক, এই দুটি প্ল্যানের মধ্যে কোনটি আপনাকে দিচ্ছে বেশি সুবিধা?
খেলা শুরু করল Jio! বিরাট অফারের তোলপাড় বাজার, ৮০ টাকাতে ১১ মাসের বৈধতা
Airtel ৯৭৯ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা
- Airtel-এর এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন—
- প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা (মোট ১৬৮ জিবি)
- আনলিমিটেড কলিং
- প্রতিদিন ১০০টি SMS
- Airtel Xstream Play Premium সাবস্ক্রিপশন (২২+ OTT অ্যাপ)
- Wynk Music, Apollo 24/7, RewardsMini, HelloTunes
Jio ৯৯৯ রিচার্জ প্ল্যানের সুবিধা
- Jio-এর এই প্ল্যানটি ৯৮ দিনের ভ্যালিডিটি সহ—
- প্রতিদিন ২ জিবি ডেটা (মোট ১৯৬ জিবি)
- আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS
- JioTV, JioCinema, JioCloud, JioSaavn অ্যাক্সেস
- যোগ্য ডিভাইসে আনলিমিটেড ৫জি ডেটা
কোন প্ল্যান বেশি লাভজনক?
Airtel-এর প্ল্যানে আপনি পাবেন জনপ্রিয় OTT অ্যাপ Xstream Play-এর এক্সেস, যা কনটেন্ট লাভারদের জন্য লাভজনক। অন্যদিকে Jio দিচ্ছে ১৪ দিন বেশি ভ্যালিডিটি, বেশি ডেটা ও ৫জি ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ৫জি ডেটা। যারা বেশি দিন টেনশনমুক্ত থাকতে চান, তাদের জন্য Jio প্ল্যানটি সেরা হতে পারে।