/indian-express-bangla/media/media_files/2024/11/27/qCpK8FR3tXzcxboEEnBc.jpg)
পুজো আমেজে ঝড় তুলল jio
Jio Recharge Plan: ভারতের সবচেয়ে বড় টেলিকম অপারেটর Reliance Jio সবসময়ই গ্রাহকদের জন্য সাশ্রয়ী রিচার্জ প্ল্যানের কথা ভাবে। আপনিও যদি এমন একটি প্ল্যানের সন্ধানে থাকেন, যেখানে প্রতিদিন পর্যাপ্ত ডেটা, আনলিমিটেড কলিং এবং SMS পাওয়া যাবে, সেখানে Jio-র ২৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান হতে পারে আপনার সেরা বাছাই।
Jio 299 টাকার প্ল্যানে দৈনিক ডেটা পাওয়া যাচ্ছে প্রতিদিন 1.5GB, মোট ডেটা পাওয়া যাবে 28 দিনে মোট 42GB, মিলবে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন পাওয়া যাচ্ছে 100 SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। যে অ্যাপ অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, সেগুলো হল- JioTV, JioCinema, JioAICloud। ইন্টারনেট লিমিট শেষ হলে স্পিড নেমে আসবে 64kbps এ।
আরও পড়ুন- প্রতিদিন ২ জিবি ডেটা, সস্তার এই প্ল্যানে ঘুম ঊড়ল jio-এর, চাপে Vi-ও
জিওর প্ল্যান
আরও পড়ুন- আপনার বাড়িতে কি ওয়াইফাইয়ের কাছে এই জিনিসগুলি আছে? তাহলে অবিলম্বে এগুলি সরিয়ে ফেলুন
একসময় Jio-র 299 টাকার প্ল্যানে 5G ডেটা অ্যাক্সেস ছিল। কিন্তু GST 2.0-এর পর নতুন নিয়মে এই প্ল্যানে আর 5G ডেটা দেওয়া হচ্ছে না। এখন শুধুমাত্র 2GB বা তার বেশি দৈনিক ডেটা-সহ প্রিপেইড প্ল্যানগুলিতেই 5G ডেটা দেওয়া হচ্ছে। আপনি যদি সস্তায় Jio-র 5G ব্যবহার করতে চান, তবে নিতে পারেন 198 টাকার প্ল্যান। প্রতিদিন 2GB ডেটা পাবেন। ভ্যালিডিটি থাকবে 14 দিন। মোট মোট 28GB ডেটা পাওয়া যাবে। এটি বর্তমানে Jio-র সবচেয়ে সস্তা 5G ডেটা বান্ডেল প্ল্যান।
আরও পড়ুন- আধার কার্ডে নামের প্রথম অক্ষরটাই ভুল? বাড়িতে বসে কীভাবে মাত্র ২ মিনিটেই সংশোধন করবেন?
আর, যদি আপনি চান একটি পুরো মাসের (30/31 দিন) ভ্যালিডিটি-সহ প্ল্যান, তাহলে নিতে পারেন 319 টাকার Jio Plan। এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যাবে। আনলিমিটেড কল + 100 SMS পাওয়া যাবে। এই প্ল্যানের ক্যালেন্ডার মাসভিত্তিক ভ্যালিডিটি থাকবে। তবে এখানেও 5G ডেটা নেই। যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন না, দিনে 1.5GB ডেটাই যথেষ্ট।
আরও পড়ুন- GST কমায় রয়্যাল এনফিল্ডের কোন কোন মডেলের দাম কমল? পুজোর আগে তোলপাড় ফেলা অফার
যাঁদের দরকার আনলিমিটেড কলিং আর SMS,তাঁরা সেটা নিতে পারবেন। যাঁরা 5G ডেটার বদলে সাশ্রয়ী দামে balanced সুবিধা চান, তাঁরা জিওর প্ল্যানে ২৯৯ টাকায় ২৮ দিনের সুবিধা পাবেন। দৈনিক পাবেন 1.5GB ডেটা-সহ মোট 42GB ডেটা। পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS, Jio Apps ফ্রি অ্যাক্সেসের সুবিধা।