Advertisment

পুজোর আগে বিরাট অফার! jio-র, অষ্টম বর্ষপূর্তীতে কী কী চমক থাকছে?

Jio Anniversary Offer: রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার! কোম্পানির অষ্ঠম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই অফার এনেছে আম্বানির সংস্থা। বিশেষ এই অফারের নাম দেওয়া হয়েছে 'জিও অ্যানিভার্সারি অফার'।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio Anniversary Offer

Jio অ্যানিভার্সারি অফার

Jio Anniversary Offer: রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার! কোম্পানির অষ্ঠম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই অফার এনেছে আম্বানির সংস্থা। বিশেষ এই অফারের নাম দেওয়া হয়েছে 'জিও অ্যানিভার্সারি অফার'। কোম্পানি জানিয়েছে এই অফারগুলি মোবাইল ব্যবহারকারীদের কিছু নির্বাচিত প্রিপেড রিচার্জ প্ল্যানে দেওয়া হবে। 899 এবং 999 টাকার প্ল্যান ছাড়াও 3599 টাকার বার্ষিক প্ল্যানে অফারটির সুবিধা পাবেন জিও ইউজাররা।  জিও ব্যবহারকারীদের মোট 700 টাকার বিশেষ  সুবিধা দেওয়া হচ্ছে এই অফারে।

Advertisment

 

নিখুঁত ডিজাইনের সঙ্গে লেটেস্ট ফিচার্স ! ১০ হাজারের কমে পান নজরকাড়া 5G স্মার্টফোন!

Jio অ্যানিভার্সারি অফার কী?

Jio-এর 899 টাকা, 999 টাকা এবং 3599 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 175 টাকা মূল্যের 10টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন এবং 10 জিবি ডেটা দেওয়া হবে। এর মেয়াদ হবে 28 দিন। এর সাথে Zomato-এর 3 মাসের গোল্ড মেম্বারশিপ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও, আপনি যদি Ajio-এ 2999 টাকার বেশি কেনাকাটা করেন, তাহলে আপনি 500 টাকার AJIO ভাউচার পাবেন।

৬ হাজার বছর আগেও সূর্যগ্রহণ! ঋগ্বেদের সামনে মাথা নোয়ালেন বিজ্ঞানীরা

Jio বার্ষিকী অফার বৈধতা

Jio বার্ষিকী অফার শুধুমাত্র সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য যারা 5 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে তাদের বিদ্যমান প্রিপেড প্ল্যানে রিচার্জ করবেন। কোম্পানির মতে, জিও বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম স্ট্যান্ড-অ্যালোন 5G নেটওয়ার্ক চালু করেছে। দেশে ইনস্টল করা সমস্ত 5G BTS এর মধ্যে 85 শতাংশের বেশি Jio-এর। সম্প্রতি টেলিকম সংস্থাগুলি তাদের মোবাইল রিচার্জকে ব্যয়বহুল করেছে। এর মধ্যে জিওও রয়েছে। কোম্পানির অনেক প্রিপেড রিচার্জ প্ল্যান আছে, কিন্তু Jio বার্ষিকী অফারটি শুধুমাত্র তিনটি রিচার্জে আনা হয়েছে। 

 

Teachers Day 2024: টিচার্স ডে'র সেরা গিফট! আপ্লুত হতে বাধ্য হবেন আপনার প্রিয় শিক্ষক

Jio cash back jio
Advertisment