/indian-express-bangla/media/media_files/2025/09/01/cats-2025-09-01-11-33-21.jpg)
৯০ দিন রিচার্জের আর ঝামেলা নেই! বিরাট ঘোষণায় তোলপাড় ফেলল Jio
Jio 90 Days Recharge Plan:জিও এবার তার গ্রাহকদের জন্য নিয়ে এল দারুণ সুখবর। বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে এবার আপনার জন্য রয়েছে দীর্ঘ মেয়াদের সাশ্রয়ী রিচার্জ প্ল্যানের সুবিশাল তালিকা। দেশের প্রায় ৪৮ কোটি গ্রাহকের জন্য টেলিকম জায়ান্ট জিও তার পোর্টফোলিওতে যুক্ত করেছে একাধিক লং ভ্যালিডিটি প্ল্যান, যার মধ্যে রয়েছে ২৮ দিন, ৫৬ দিন, ৭০ দিন, ৭২ দিন, ৯০ দিন, ২০০ দিন, ৩৩৬ দিন ও ৩৬৫ দিনের রিচার্জ অপশন।
আরও পড়ুন- সারাদিন টেনশন ছাড়াই পান হাইস্পিড ইন্টারনেট!'ব্যাক টু ব্যাক' জনপ্রিয় রিচার্জ প্ল্যান আনল jio
এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে জিওর ৯০ দিনের প্ল্যান। মাত্র ৮৯৯ টাকার রিচার্জ করলেই পেয়ে যান তিন মাসের ভ্যালিডিটি। এই প্ল্যানে জিও গ্রাহকরা পাচ্ছেন দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস।
শুধু তাই নয়, যারা বেশি ডেটা ব্যবহার করেন তাদের জন্যও এই প্ল্যান একেবারে পারফেক্ট। এখানে গ্রাহকরা পাচ্ছেন মোট ২০০GB ডেটা, যার মধ্যে প্রতিদিন ব্যবহার করা যাবে ২GB করে ডেটা। এছাড়াও কোম্পানি দিচ্ছে অতিরিক্ত ২০GB এক্সট্রা ডেটা বোনাস।
আরও পড়ুন- নতুন প্রতারণা! এক ক্লিকেই ব্যাংক অ্যাকাউন্ট খালি, কী করবেন?
বিনোদনপ্রেমীদের জন্যও রয়েছে বাড়তি সুবিধা। এই ৯০ দিনের প্ল্যানে পাওয়া যাবে জিও হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন এবং জিও টিভির ফ্রি অ্যাক্সেস। পাশাপাশি গ্রাহকরা পাবেন ৫০GB Jio AI Cloud Storage, যা আলাদা আকর্ষণ যোগ করেছে।
জিওর এই সাশ্রয়ী ৯০ দিনের রিচার্জ প্ল্যান বাজারে আসার পর এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া (Vi) ও বিএসএনএলের জন্য যে বাড়তি চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।