Cyber Crime: বিরাট প্রতারণার অভিনব কৌশলে বুক কেঁপে উঠবে, কীভাবে টাকা গায়েব হবে জানতেই পারবেন না....

eSIM Fraud: ভারতের I4C নতুন eSIM Fraud নিয়ে সতর্কতা জারি করেছে। হ্যাকাররা OTP চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে। জেনে নিন কী আপনার বাঁচার উপায়।

eSIM Fraud: ভারতের I4C নতুন eSIM Fraud নিয়ে সতর্কতা জারি করেছে। হ্যাকাররা OTP চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে। জেনে নিন কী আপনার বাঁচার উপায়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Cyber Crime 16 Billion logins leaked

eSIM Fraud: সাইবার প্রতারণা।

SIM Fraud: ভারতের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য বড় দুঃসংবাদ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত Indian Cybercrime Coordination Centre (I4C) একটি নতুন সতর্কতা জারি করেছে। হ্যাকাররা এখন ব্যবহারকারীদের ফোন নম্বর হাইজ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। 

Advertisment

স্ক্যামাররা প্রথমে ভিকটিমকে ফোন করে নিজেদের ব্যাংক প্রতিনিধি বা টেলিকম কোম্পানির কর্মী বলে পরিচয় দিচ্ছে। এরপর তারা ভিকটিমকে একটি eSIM activation link পাঠাচ্ছে। যদি কেউ ভুল করে সেই লিঙ্কে ক্লিক করে, তবে তার ফিজিক্যাল সিম অকার্যকর হয়ে যায় এবং নম্বরটি স্ক্যামারদের নিয়ন্ত্রিত eSIM-এ ট্রান্সফার হয়ে যায়।

আরও পড়ুন- ফোনের কভারে টাকা বা কার্ড রাখেন? সাবধান! হতে পারে বিস্ফোরণ, বড় ক্ষতি

Advertisment

এরপর থেকেই ভুক্তভোগীর কাছে আসা সব OTP, ব্যাংক অ্যালার্ট, কল ও মেসেজ হ্যাকারদের হাতে চলে যায়। OTP হাতে পাওয়ার পর প্রতারকরা সহজেই ব্যাংক ট্রান্সফার করে ভিকটিমের অ্যাকাউন্ট খালি করে দেয়। I4C জানিয়েছে, এক ভুক্তভোগী তার ব্যাংক অ্যাকাউন্টে ATM ও UPI ফিচার বন্ধ রেখেছিলেন। তবুও হ্যাকাররা OTP পেয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ৪ লক্ষ টাকা উধাও করে দিয়েছে।

আরও পড়ুন- ২০০ টাকারও কম দামে ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং! পুজোর আগে বড় চমক

কিছুদিন আগেই টেলিযোগাযোগ বিভাগ (DoT) জানিয়েছে, প্রায় ৩-৪ লক্ষ সিম কার্ড জালিয়াতির কারণে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। প্রতিদিন প্রায় ২০০০ উচ্চ ঝুঁকিপূর্ণ নম্বর চিহ্নিত করছে AI-ক্ষমতাসম্পন্ন টুল। এর মধ্যে বেশিরভাগ নম্বর বিনিয়োগ ও চাকরি প্রতারণায় ব্যবহার হচ্ছিল।

আরও পড়ুন- পেট্রোল ভরার ঝামেলা থেকে মুক্তি! রয়্যাল এনফিল্ডের বড় চমক, আধুনিক ফিচারে মন ভরে যাবে

I4C-এর ৩টি নিরাপত্তা টিপস

I4C নাগরিকদের জন্য এক্ষেত্রে কয়েকটি সুরক্ষা টিপস দিয়েছে– ১) অপরিচিত কল/লিংক এড়িয়ে চলুন। অজানা নম্বর থেকে আসা কল বা eSIM activation লিংকে কখনও ক্লিক করবেন না। ২) নিজে থেকে eSIM-এর অনুরোধ করুন। শুধুমাত্র নিজের টেলিকম কোম্পানির অফিশিয়াল অ্যাপে বা স্টোর থেকে eSIM বদলানোর আবেদন করুন। ৩) হঠাৎ নেটওয়ার্ক গেলে সতর্ক হোন– যদি হঠাৎ ফোনের সিগন্যাল চলে যায়, সঙ্গে সঙ্গে ব্যাংক ও টেলিকম অপারেটরকে জানান। ফোনে আসা সন্দেহজনক লিঙ্ক বা SMS সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। ৪) আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়মিত চেক করুন। ৫) সাইবার অপরাধের শিকার হলে অবিলম্বে cybercrime.gov.in-এ অভিযোগ জানান। 

আরও পড়ুন- পুজোর আগে বিরাট চমক! iPhone 17 থেকে Galaxy S25 FE আসছে একের পর এক প্রিমিয়াম মডেল

বিষয়টি হল, ডিজিটাল লেনদেন যত বাড়ছে, ততই সাইবার অপরাধীরা নতুন কৌশল বের করছে। eSIM Fraud সেই নতুন কৌশল। তাই সতর্ক থাকুন। 

SIM Fraud