Jio Recharge Plan: সারাদিন টেনশন ছাড়াই পান হাইস্পিড ইন্টারনেট!'ব্যাক টু ব্যাক' জনপ্রিয় রিচার্জ প্ল্যান আনল jio

Jio Recharge Plan: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিও তার গ্রাহকদের জন্য সবসময়ই নতুন নতুন অফার নিয়ে হাজির হয়। বিশেষ করে যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্য কোম্পানির নিয়ে এসেছে একাধিক প্রিপেইড প্ল্যান।

Jio Recharge Plan: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিও তার গ্রাহকদের জন্য সবসময়ই নতুন নতুন অফার নিয়ে হাজির হয়। বিশেষ করে যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্য কোম্পানির নিয়ে এসেছে একাধিক প্রিপেইড প্ল্যান।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio recharge plans with maximum benefits

'ব্যাক টু ব্যাক' জনপ্রিয় রিচার্জ প্ল্যান আনল jio

Jio Recharge Plan:ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিও তার গ্রাহকদের জন্য সবসময়ই নতুন নতুন অফার নিয়ে হাজির হয়। বিশেষ করে যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্য কোম্পানির নিয়ে এসেছে একাধিক প্রিপেইড প্ল্যান। যেখানে গ্রাহকরা পেয়ে যান প্রতিদিন ৩ জিবি ডেটার সুবিধা। এবার দেখে নেওয়া যাক এমন কিছু জনপ্রিয় রিচার্জ প্ল্যানযেখানে আপনি পাবেন প্রতিদিন ৩ জিবি ডেটা।

Advertisment

প্রথমেই রয়েছে ৪৪৯ টাকার জিও প্ল্যান। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি পেয়ে যান সীমাহীন ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস, JioTV ও JioCloud সাবস্ক্রিপশন এবং ৯০ দিনের জন্য JioHotstar অ্যাক্সেস। গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটার সুবিধাও পাবেন। 

দীর্ঘমেয়াদী সুবিধা চাইলে রয়েছে ১১৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্যাকের মেয়াদ ৮৪ দিন এবংএই প্ল্যানে ইউজাররা পেয়ে যাবেন মোট ২৫২ জিবি ডেটা। প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি থাকছে সীমাহীন ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস, JioHotstar সাবস্ক্রিপশন, JioAICloud Storage এবং JioTV অ্যাক্সেস। আনলিমিটেড 5G ডেটার সুবিধাও।  

Advertisment

আরও এক ধাপ বাড়িয়ে, জিও নিয়ে এসেছে ১৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যান। এখানেও পেয়ে যাবেন ৮৪ দিনের মেয়াদ  এবং মোট ২৫২ জিবি ডেটা। প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি গ্রাহকরা পাবেন সীমাহীন কলিং, ১০০টি এসএমএস প্রতিদিন, JioAICloud Storage, JioHotstar সাবস্ক্রিপশন এবং সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন। সঙ্গে থাকছে JioTV এবং আনলিমিটেড 5G ডেটার সুবিধা।

jio Tech News