Jio Cheapest Recharge Plan: ৪৮ কোটি ইউজারদের বিরাট চমক jio-এর, সস্তায় এবার ৮৪ দিনের বৈধতার সঙ্গে আরও কী কী?

Jio Cheapest Recharge Plan: সংস্থার এই নতুন প্রিপেইড প্ল্যানে ৮৪ দিনের বৈধতার সুবিধা থাকছে, যেখানে ব্যবহারকারীরা পাবেন সীমাহীন কলিং, হাই-স্পিড ডেটা এবং নানা অতিরিক্ত সুবিধা।

Jio Cheapest Recharge Plan: সংস্থার এই নতুন প্রিপেইড প্ল্যানে ৮৪ দিনের বৈধতার সুবিধা থাকছে, যেখানে ব্যবহারকারীরা পাবেন সীমাহীন কলিং, হাই-স্পিড ডেটা এবং নানা অতিরিক্ত সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
jio news

জিও নিয়ে এল সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান

Jio Cheapest Recharge Plan: ৪৮ কোটিরও বেশি ব্যবহারকারীর জন্য নতুন সস্তার প্ল্যান চালু করল জিও। সংস্থার এই নতুন প্রিপেইড প্ল্যানে ৮৪ দিনের বৈধতার সুবিধা থাকছে, যেখানে ব্যবহারকারীরা পাবেন সীমাহীন কলিং, হাই-স্পিড ডেটা এবং নানা অতিরিক্ত সুবিধা।

Advertisment

আরও পড়ুন- iPhone 17 সিরিজ লঞ্চের আগে বড় ধামাকা! ভারতে ব্যবসা বাড়াচ্ছে Apple, এই শহরে খুলছে নয়া স্টোর

জিওর সবচেয়ে সস্তা ৮৪ দিনের প্ল্যানের দাম মাত্র ৭৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা সারা ভারত জুড়ে বিনামূল্যে ন্যাশান্যাল রোমিং এবং আনলিমিটেড কলিং পাবেন। পাশাপাশি প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটা এবং ১০০টি ফ্রি এসএমএসও পাবেন। প্ল্যানের সঙ্গে মিলবে জিও টিভি ও জিও এআই ক্লাউড সাবস্ক্রিপশনও।

Advertisment

এর পাশাপাশি, জিওর আরও একটি জনপ্রিয় প্ল্যান রয়েছে যার দাম ৮৮৯ টাকা। এখানেও ব্যবহারকারীরা ৮৪ দিনের বৈধতা, আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশান্যাল রোমিং পাবেন। সঙ্গে প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ১০০টি ফ্রি এসএমএস সুবিধাও থাকছে। বিশেষ আকর্ষণ হিসেবে, এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পাবেন জিওসাভন প্রো সাবস্ক্রিপশন, পাশাপাশি জিও টিভি ও জিওএআই ক্লাউডের অ্যাক্সেস।

আরও পড়ুন-পেট্রোল ভরার ঝামেলা থেকে আজীবন মুক্তি! ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালান এই পাঁচ ইলেকট্রিক স্কুটার!

কোম্পানির দাবি, এই দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যান ব্যবহারকারীদের দিচ্ছে সাশ্রয়ী মূল্যে দীর্ঘমেয়াদি ভ্যালু প্যাক।

jio