/indian-express-bangla/media/media_files/2025/08/23/license-free-scooter-2025-08-23-14-04-53.jpg)
পেট্রোল ভরার ঝামেলা থেকে আজীবন মুক্তি
Top 5 Without License Electric Scooter :পেট্রোল ভরার ঝামেলা শেষ! ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালাতে পারবেন এই পাঁচটি ইলেকট্রিক স্কুটার! এখন সন্তানকে স্কুলে দেওয়া নেওয়ার চিন্তা অতীত। এই সকল ইলেকট্রিক স্কুটারে লাগবে না কোন রেজিস্ট্রেশন। আর দাম শুরু মাত্র ৪০ হাজার টাকা থেকে।
আরও পড়ুন- পুজোর আগে বাজারে হিরোর বিরাট চমক! ডিজাইন-ফিচারে চোখ ফেরানো দায়, জলের দরে নতুন গ্ল্যামার
ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। ক্রেতাদের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে সংস্থাগুলি একের পর এক নতুন নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে বাজারে হাজির হচ্ছে। তবে আজকের এই প্রতিবেদনে এমন ৫টি সেরা ইলেকট্রিক স্কুটার নিয়ে আলোচনা করব, যেগুলি চালাতে লাগবে না কোন ড্রাইভিং লাইসেন্স। আর দাম আপনার নাগালের মধ্যেই। আইন অনুসারে ভারতে যে সকল ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ঘন্টায় ২৫ কিলোমিটার এবং মোটর শক্তি ২৫০ ওয়াট সেগুলি চালানোর জন্য কোনরকমের ড্রাইভং লাইসেন্সের প্রয়োজন নেই।
তাহলে চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক বাজার সেরা ৫ ইলেকট্রিক স্কুটার সম্পর্কে যেগুলি চালানোর জন্য কোন ড্রাইভিং লাইসেন্সের কোন প্রয়োজন নেই।
আরও পড়ুন-মহাকাশে মহাযুদ্ধ! বিশ্বের মহাশক্তিধর দেশগুলো চাঁদে নতুন লডা়ইয়ের পথে?
হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ – এই স্কুটারটিতে রয়েছে ২৫০ ওয়াটের BLDC মোটর এবং ৪৮V ২৮Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি। সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘণ্টা এবং একবার চার্জে ৮৫ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। প্রারম্ভিক দাম প্রায় ৫৯,৬৪০ টাকা। মহিলাদের কথা মাথায় রেখে এর নকশা তৈরি করা হয়েছে।
ওকিনাওয়া লাইট – ওকিনাওয়া লাইট মডেলে রয়েছে ২৫০ ওয়াট মোটর ও ১.২৫ কিলোওয়াট ঘণ্টা অপসারণযোগ্য ব্যাটারি। চার্জ হতে সময় লাগে প্রায় ৪-৫ ঘণ্টা এবং একবার চার্জে রেঞ্জ ৬০ কিমি। দাম প্রায় ৬৯,০৯৩ টাকা। স্টাইলিশ ডিজাইন ও এলইডি হেডলাইট এর বিশেষত্ব।
কাইনেটিক জিং বিগ বি – এই মডেলে দেওয়া হয়েছে ১.৭ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারি, যা একবার চার্জে ১০০ কিমি পর্যন্ত চলতে সক্ষম। দাম শুরু ৭৫,৯৯০ টাকা থেকে। এতে রিমোট লকিং ও ডিস্ক ব্রেকের মতো আধুনিক সুবিধাও রয়েছে।
ওলা গিগ – ওলা ইলেকট্রিকের এই স্কুটার শহুরে যাতায়াতের জন্য আদর্শ। ২৫০ ওয়াট মোটর ও ১.৫ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারির সাহায্যে এটি ১১২ কিমি পর্যন্ত রেঞ্জ দেয়। দাম শুরু মাত্র ৩৯,৯৯৯ টাকা থেকে।
ওকিনাওয়া R30 – এই মডেলের প্রারম্ভিক দাম ৬১,৯৯৮ টাকা। ২৫০ ওয়াট পাওয়ারের মোটরযুক্ত এই স্কুটার ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিমি গতিতে চলতে পারে। একবার চার্জে ৬০ কিমি রেঞ্জ পাওয়া যায় এবং চার্জ হতে সময় লাগে ৪-৫ ঘণ্টা। কোম্পানি ব্যাটারির উপর ৩ বছরের ওয়ারেন্টি দিচ্ছে।
আরও পড়ুন-২৬ অগাস্ট বাজারে তোলপাড়! নয়া স্মার্টফোনে বিরাট চমক Vivo-র