Jio Recharge Plan: দু'দিনের মধ্যে দুটি জনপ্রিয় প্ল্যান বন্ধ করে দিল Jio, জেনে নিন এখন আপনার কাছে কী কী বিকল্প আছে?

Jio Recharge Plan: মাথায় হাত জিও-র কোটি কোটি ইউজারদের। মাত্র দুই দিনের মধ্যেই সংস্থা বন্ধ করে দিল তাদের দুটি বহুল জনপ্রিয় দুটি প্রিপেইড প্ল্যান। এর মধ্যে প্রথমটি ছিল ২৪৯ টাকার বাজেট প্ল্যান, অন্যদিকে, দ্বিতীয়টি ৭৯৯ টাকার প্ল্যান।

Jio Recharge Plan: মাথায় হাত জিও-র কোটি কোটি ইউজারদের। মাত্র দুই দিনের মধ্যেই সংস্থা বন্ধ করে দিল তাদের দুটি বহুল জনপ্রিয় দুটি প্রিপেইড প্ল্যান। এর মধ্যে প্রথমটি ছিল ২৪৯ টাকার বাজেট প্ল্যান, অন্যদিকে, দ্বিতীয়টি ৭৯৯ টাকার প্ল্যান।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio 949 recharge plan, Jio vs Airtel, Vi recharge comparison, BSNL 5G plan, Jio Cinema free, Jio OTT recharge, 84 days Jio plan, Jio new recharge 2025, budget 5G recharge, Jio recharge offer

রিলায়েন্স জিও দেশের শীর্ষ টেলিকম সংস্থা।

Jio Recharge Plan: মাথায় হাত জিও-র  কোটি কোটি ইউজারদের। মাত্র দুই দিনের মধ্যেই সংস্থা বন্ধ করে দিল তাদের দুটি বহুল জনপ্রিয় দুটি প্রিপেইড প্ল্যান। এর মধ্যে প্রথমটি ছিল ২৪৯ টাকার বাজেট প্ল্যান, অন্যদিকে, দ্বিতীয়টি ৭৯৯ টাকার প্ল্যান। তবে এখন থেকে এই দুটি প্ল্যান আর মাই জিও অ্যাপে পাওয়া যাবে না।

Advertisment

জিওর ২৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন ১ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস দেওয়া হতো। এর সঙ্গে বিনামূল্যে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের অ্যাক্সেসও থাকত। অন্যদিকে, ৭৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের বৈধতা, প্রতিদিন ১.৫ জিবি ডেটা (মোট ১২৬ জিবি), আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পেতেন। একই সঙ্গে বিনামূল্যে জিওর প্রিমিয়াম পরিষেবাগুলির সুবিধাও পাওয়া যেত।

আরও পড়ুন-এভাবে মাত্র এক মিনিটে লক করুন আপনার আধার কার্ড, হ্যাকাররাও কিছু করতে পারবে না

Advertisment

তবে গ্রাহকদের হতাশ না করে জিও বিকল্প প্ল্যানের সুযোগও রেখেছে। বাজেটের মধ্যে নতুন পরিকল্পনা খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য ২৩৯ টাকার প্ল্যান একটি ভালো বিকল্প হতে পারে। যদিও এর বৈধতা ২২ দিন, কিন্তু এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা রয়েছে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি ব্যবহারকারীদের জন্য জিও এনেছে ৮৮৯ টাকার প্ল্যান। এতে ৮৪ দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং বিশেষ বোনাস হিসাবে জিওসাভন প্রো সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

রিলায়েন্স জিও তাদের ৭৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি My Jio অ্যাপ এবং ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদ সহ দৈনিক ১.৫ জিবি ডেটা কলিং এবং ১০০টি এসএমএস পাওয়া যাবে। ব্যবহারকারীরা গুগল পে, ফোনপে এবং পেটিএমের মতো প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

ভারতের বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী (TSP) রিলায়েন্স জিও তাদের ৭৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি My Jio অ্যাপ এবং ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। এটি Jio-এর সবচেয়ে জনপ্রিয় প্ল্যানগুলির মধ্যে একটি। এই প্রিপেইড প্ল্যানটিতে প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়। এটি ৮৪ দিনের মেয়াদ, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধাও প্রদান করে। এই প্ল্যানটি পুরো সময়ের জন্য ১২৬ জিবি ডেটা অফার করে।

৭৯৯ টাকার প্ল্যান কীভাবে কিনবেন
রিলায়েন্স জিওর ৭৯৯ টাকার প্ল্যানটি এখন ফোনপে, গুগল পে, পেটিএম সহ অনেক জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করা যাবে। এই জিও রিচার্জটি আগে কোম্পানির অ্যাপ এবং ওয়েবসাইটে উপলব্ধ থাকলেও তা বর্তমানে জিও-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বিরাট বড় ধামাকা! লঞ্চ হল Google Pixel 10 Pro Fold, ফোল্ডেবেল স্মার্টফোনের দুনিয়ায় দুর্দান্ত চমক

jio BSNL JiO Jio-Airtel-Vi Jio-airtel-Vi-BSNL Jio airtel vi jiobook