/indian-express-bangla/media/media_files/2025/07/07/airtel-and-vi-1-yrs-free-jiohotstar-and-amazon-2025-07-07-15-43-44.jpg)
সবচেয়ে সাশ্রয়ী মূল্যে বিস্ফোরক প্ল্যানে তোলপাড় ফেলল jio, ২০০ -এর কমে বিরাট ম্যাজিক
Jio Plan Under 200: রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক নতুন সাশ্রয়ী প্রিপেইড রিচার্জ প্ল্যান। মাত্র ১৮৯ টাকায় এই প্ল্যানে থাকছে আনলিমিটেড কলিং ও ডেটার সুবিধা। ২০০ টাকার কমে এই প্ল্যান এয়ারটেল ও ভোডাফোনের সস্তা প্ল্যানের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
চার্জে বসিয়ে ল্যাপটপ ব্যবহার করছেন? জানেন কী ভয়ংকর কাণ্ড ঘটতে পারে! বুক কেঁপে উঠবে
জিও-র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১৮৯ টাকার এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং, দেশের মধ্যে ফ্রি ন্যাশনাল রোমিং, মোট ২ জিবি হাই-স্পিড ডেটা এবং ৩০০টি ফ্রি এসএমএস। এছাড়া এই প্ল্যানে থাকছে Jio TV এবং Jio AI Cloud অ্যাক্সেস। যারা কম খরচে মাসভর সিম অ্যাক্টিভ রাখতে চান, তাদের জন্য এটি দারুণ একটি প্যাক।
হোয়াটসঅ্যাপে কল শিডিউল এখন আরও সহজ, জানেন এই অত্যাধুনিক ফিচার সম্পর্কে?
প্রতিযোগিতায় পিছিয়ে নেই এয়ারটেলও। সংস্থার ১৯৯ টাকার প্রিপেইড প্ল্যানেও রয়েছে ২৮ দিনের মেয়াদ, আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং, ২ জিবি ডেটা ও ৩০০টি ফ্রি এসএমএস। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে Perplexity AI সাবস্ক্রিপশন।
এছাড়া, এয়ারটেল সম্প্রতি ১৯৫ টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যানও চালু করেছে। এর মেয়াদ ৯০ দিন এবং গ্রাহকরা এতে পাবেন মোট ১৫ জিবি ডেটা। সঙ্গে থাকছে JioHotstar Mobile-এর ৯০ দিনের সাবস্ক্রিপশন। এটি শুধুমাত্র 4G ডেটা ভাউচার, যা সারা দেশে যে কোন জায়গায় ব্যবহার করা যাবে।