/indian-express-bangla/media/media_files/2025/08/02/free-ott-with-jio-2025-08-02-14-14-41.jpg)
মোবাইল রিচার্জের সঙ্গে এবার বিনামূল্যে বিনোদন!
Jio Recharge With Free OTT Subscriptions : আজকের এই দুর্মূল্যের বাজারে ইউজারদের জন্য বিরাট চমক! মাত্র ১০০ টাকায় OTT ফ্রি! জিও আনল জবরদস্ত রিচার্জ প্ল্যান, প্রতিদিন পান ২ জিবি ডেটা ও একাধিক সুবিধা।
ইন্টারনেটের যুগে OTT ও হাই-স্পিড ডেটা এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। সেই চাহিদার কথা মাথায় রেখে Reliance Jio নিয়ে এসেছে একাধিক সস্তা ও আকর্ষণীয় ডেটা প্ল্যান, যার মধ্যে রয়েছে ফ্রি OTT সাবস্ক্রিপশন। মাত্র ১০০ টাকা থেকে শুরু করে ১২৯৯ টাকা পর্যন্ত—এই প্রতিবেদনে জানুন কোন প্ল্যানে কী কী সুবিধা পাবেন।
AI-এর কারণে কোন কোন চাকুরি ঝুঁকিতে? Microsoft-এর রিপোর্ট ঘিরে চাঞ্চল্য
জিওর ১০০ টাকার প্ল্যান (৯০ দিন)
মোট ডেটা: ৫ জিবি
ফ্রি সাবস্ক্রিপশন: Jio Hotstar
মেয়াদ: ৯০ দিন
অন্যতম সস্তা OTT ইনক্লুডেড প্ল্যান
জিওর ৪৪৫ টাকার প্ল্যান (২৮ দিন)
প্রতিদিন: ২ জিবি ডেটা, ১০০টি SMS
ফ্রি কলিং: আনলিমিটেড
OTT সাবস্ক্রিপশন: ৯টি প্ল্যাটফর্ম
(Sony Liv, Zee5, Hoichoi, Chaupal, Planet Marathi, Lionsgate Play, Discovery+, FanCode, Sun NXT)
অতিরিক্ত: JioTV, JioAICloud ফ্রি
জিওর ১০২৯ টাকার প্ল্যান (৮৪ দিন)
প্রতিদিন: ২ জিবি ডেটা, ১০০টি SMS
ফ্রি কলিং: আনলিমিটেড
OTT সাবস্ক্রিপশন: Amazon Prime Video
অতিরিক্ত: JioTV, JioAICloud
জিওর ১০৪৯ টাকার প্ল্যান (৮৪ দিন)
প্রতিদিন: ২ জিবি ডেটা, ১০০টি SMS
ফ্রি কলিং: আনলিমিটেড
OTT সাবস্ক্রিপশন: Sony Liv, Zee5
অতিরিক্ত: JioTV, JioAICloud
জিওর ১২৯৯ টাকার প্ল্যান (৮৪ দিন)
প্রতিদিন: ২ জিবি ডেটা, ১০০টি SMS
ফ্রি কলিং: আনলিমিটেড
OTT সাবস্ক্রিপশন: Netflix
অতিরিক্ত: JioTV, JioAICloud
OTT প্ল্যাটফর্মে বিনোদনের চাহিদা বাড়ছে, আর Jio সেই চাহিদা পূরণে বাজারে এনেছে দারুণ কিছু রিচার্জ প্ল্যান। ইউজারদের জন্য এগুলি কেবলমাত্র ইন্টারনেট সুবিধাই নয়, বরং বিনোদনের নতুন দরজাও খুলে দিচ্ছে।