Advertisment

৫,৪০০ টাকার ক্যাশ ব্যাক মিলবে ২৯৯ টাকার রিচার্জে

একেবারে নদগ টাকা পাবেন না। MyJio অ্যাপ থ্যেকে ৩৬টি ১৫০ টাকার ক্যাশব্যাক ভাউচারের মাধ্যমে ৫,৪০০ টাকা দেবে মুকোশ আম্বানির সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এমন অফার জিও ছাড়া আর কেই বা দিতে পারে। সস্তায় ডেটা সহ একাধিক সুযোগ-সুবিধা দিয়ে গ্রাহকদের এখন প্রথম পছন্দ জিও। যাদের একচেটিয়া ব্যবসায় কুপকাত বাকি টেলিকম সংস্থা। এবার ধাক্কা ২৯৯ টাকার প্রিপেইড রিচার্জের। তবে এই রিচার্জ শর্ত সাপেক্ষ। যেখানে পেয়ে যাবেন ৫,৪০০ টাকার ক্যাশব্যাক।

Advertisment

কী ভাবে ব্যবহার করতে পারবেন এই সুযোগ ?

ওয়ানপ্লাসের সঙ্গে জোট বেঁধেছে রিলায়েন্স জিও। যে সমস্ত জিও গ্রাহক এই ফোন কিনবেন, বা ওয়ানপ্লাস সেভেন কিনে জিও'র কানেকশন নেবেন তাঁদের জন্য একাধিক আকর্ষণীয় অফার ঘোষণা করেছে সংস্থা। ২৯৯ টাকার প্রিপেইড রিচার্জে ৫,৪০০ টাকার ক্যাশ ব্যাক ভাউচার দিচ্ছে জিও। তবে একেবারে নদগ টাকা পাবেন না। MyJio অ্যাপ থ্যেকে ৩৬টি ১৫০ টাকার ক্যাশব্যাক ভাউচারের মাধ্যমে ৫,৪০০ টাকা দেবে মুকোশ আম্বানির সংস্থা।

আরও পড়ুন: নেই কোনো নচ, নেই কোনো বেজেল, পপ্ আপ সেলফি ক্যামেরা সহ ওয়ানপ্লাস সেভেন

এই ক্যাশব্যাক ব্যবহার করে ২৯৯ টাকার প্রিপেইড রিচার্জ পেয়ে যাবেন মাত্র ১৪৯ টাকায়। যার বৈধতা থাকবে ২৮ দিন। প্রতিদিন ৩ জিবি ফোরজি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। এ সঙ্গেই মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা।

আরও পড়ুন: Review: কেন কিনবেন ওয়ান প্লাস সেভেন প্রো ?

সম্প্রতি গ্রাহকদের প্রাইম মেম্বারশিপের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দিয়েছে জিও। অর্থাত্ৎ ৯৯ টাকায়‘প্রাইম মেম্বারশিপ’চলবে টানা দু-বছর।

jio Mukesh Ambani
Advertisment