/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/reliance-jio-main.jpg)
জিও সেলিব্রেশন অফার
গত বছর বাজারে আসার পর থেকেই টেলিকম দুনিয়ায় ঝড় তুলেছে রিলায়েন্স জিও। ভুরি ভুরি ডেটা এবং ফ্রী'তে কল করার সুবিধা দিয়ে আপাতত এক নম্বর স্থানটিও দখল করে রেখেছেন তাঁরা। দু -দিন অন্তরই তাঁরা নিত্য নতুন অফার ক্রেতাদের মজিয়ে রাখেন জিও। শুধু তাই নয়, এর ফলে যথেষ্ট চাপে রয়েছে ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া জাতীয় অন্যান্য এদেশীয় টেলিকম পরিষেবাগুলি।
জিও কাষ্টমারদের মধ্যে সংখ্যাগুরুই জিও প্রাইম মেম্বার, যাঁরা জিও অ্যাপসের সুবিধা, ডেটা এবং কল করার সুবিধা সমস্ত একসঙ্গে পান। যদিও জিওর বেশীরভাগ প্ল্যানেই যথেষ্ট পরিমাণে ডেটা দেওয়া হয়, তবুও কত পরিমাণ ডেটা এখনও আছে তা খুঁজে পেতে অনেকেই হিমশিম খান।
আরও পড়ুন : এয়ারটেল : জেনে নিন কেমনভাবে বিনামূল্যে মিলবে ৩০ জিবি ডেটা
কিভাবে দেখবেন আপনার জিওর নেট ব্যালেন্স?
১) আপনার জিও ফোন থেকে ১২৯৯ এ মিসকল দিয়ে জেনে নিতে পারেন আপনার নম্বরে বেঁচে থাকা ডেটা ব্যালেন্স এবং প্ল্যানটির শেষদিন। তবে মিসকল দেবার পরও যদি এসএমএস এসে না পৌছোঁয় তবে আপনার ফোন থেকে ডায়াল করুন *৩৩৩# নম্বরে। এই নম্বরে ডায়াল করলেই আপনি পেয়ে যাবেন আপনার নম্বর সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য। সেই পদ্ধতিও কাজ না করলে ‘MBAL’ লিখে মেসেজ পাঠান ৫৫৩৩৩ নংএ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/jio-balance-check.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/jio-balance-chek-1.jpg)
২) আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে অথবা আইফোনের অ্যাপ ষ্টোর থেকে ডাউনলোড করুন মাই জিও অ্যাপ। তারপর অ্যাকটিভ জিও নংটি থেকে 'মাই জিও অ্যাপ'এ লগইন করুন। হোম স্ক্রিন নং এর পাশে বাকি ডেটা ব্যালেন্স পাশে ও কলিং প্ল্যান দেখাবে অ্যপটিতে।
আরও পড়ুন: এবার সেরা রিচার্জ প্ল্যান বাছতে আপনাকে সাহায্য করবে এই ওয়েবসাইটটি