Nothing Independence Day Sale: স্বাধীনতা দিবস উপলক্ষে নাথিং (Nothing) ঘোষণা করেছে এক বিশেষ সেল, যেখানে স্মার্টফোন, অডিও ডিভাইস, স্মার্টওয়াচ এবং চার্জার-সহ একাধিক গ্যাজেটে দেওয়া হচ্ছে বাম্পার ছাড়। ৩১ জুলাই থেকে শুরু হওয়া এই সেল চলবে ১০ আগস্ট পর্যন্ত। Flipkart, , Vijay Sales, Croma এবং অন্যান্য রিটেল আউটলেটেও মিলবে এই প্রোডাক্টগুলি।
ব্যাংক অফার হিসেবেও থাকছে অতিরিক্ত সুবিধা। ICICI Bank, SBI Card এবং IDFC First Bank-এর কার্ড ব্যবহারকারীরা পাচ্ছেন ২ হাজার টাকার ইনস্ট্যান্ট ছাড়। সেই সঙ্গে থাকছে ১,০০০ এক্সচেঞ্জ বোনাসও। স্মার্টফোন সেগমেন্টে, CMF Phone 2 Pro মাত্র ১৬,৯৯৯ এবং Nothing Phone (3a) Pro মাত্র ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে, Nothing Phone (3a)-এর কার্যকর মূল্য দাঁড়াচ্ছে ২২,৯৯৯ টাকা।
অডিও ডিভাইসের মধ্যে, CMF Buds Pro-এর দাম ২,৭৯৯ টাকা এবং CMF Buds 2A মাত্র ১,৮৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও Neckband Pro, Buds 2 Plus ও Buds Pro 2 সহ একাধিক ডিভাইসে দেওয়া হচ্ছে বাম্পার ছাড়।
নাথিং-এর জনপ্রিয় ইয়ারবাড Nothing Ear (a) এখন পাওয়া যাচ্ছে ৫,৯৯৯ টাকায় এবং Nothing Ear-এর দাম ৮,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্মার্টওয়াচের ক্ষেত্রে, CMF Watch Pro এবং Watch Pro 2 যথাক্রমে ৩,৪৯৯ টাকা ও ৪,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। চার্জার ও আনুষঙ্গিকের মধ্যে, CMF 65W GaN চার্জার ২,৬৯৯ টাকা এবং 33W Fast Charger মাত্র ৯৯৯ টাকায় মিলছে। পাশাপাশি, USB Type-C কেবল ১ মিটার এবং ১.৮ মিটার ভার্সন যথাক্রমে ৫৯৯ ও ৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে। নাথিং-এর এই অফারগুলো শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্যই প্রযোজ্য, দেরি না করে চটজলদি এই অফারের সুবিধা নিন।