Nothing Independence Day Sale: অবশেষে জলের দরে স্মার্টফোন, স্মার্টওয়াচ, চার্জার, হেডফোন, Nothing-এর Independence-সেলে অফারের বন্যা

Nothing Independence Day Sale: স্বাধীনতা দিবস উপলক্ষে নাথিং (Nothing) ঘোষণা করেছে এক বিশেষ সেল, যেখানে স্মার্টফোন, অডিও ডিভাইস, স্মার্টওয়াচ এবং চার্জার-সহ একাধিক গ্যাজেটে দেওয়া হচ্ছে বাম্পার ছাড়।

Nothing Independence Day Sale: স্বাধীনতা দিবস উপলক্ষে নাথিং (Nothing) ঘোষণা করেছে এক বিশেষ সেল, যেখানে স্মার্টফোন, অডিও ডিভাইস, স্মার্টওয়াচ এবং চার্জার-সহ একাধিক গ্যাজেটে দেওয়া হচ্ছে বাম্পার ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Nothing Independence Day Sale:

Nothing-এর Independence-সেলে অফারের বন্যা

Nothing Independence Day Sale: স্বাধীনতা দিবস উপলক্ষে নাথিং (Nothing) ঘোষণা করেছে এক বিশেষ সেল, যেখানে স্মার্টফোন, অডিও ডিভাইস, স্মার্টওয়াচ এবং চার্জার-সহ একাধিক গ্যাজেটে দেওয়া হচ্ছে বাম্পার ছাড়। ৩১ জুলাই থেকে শুরু হওয়া এই সেল চলবে ১০ আগস্ট পর্যন্ত। Flipkart, , Vijay Sales, Croma এবং অন্যান্য রিটেল আউটলেটেও মিলবে এই প্রোডাক্টগুলি। 

Advertisment

ঝড় তুলল BSNL! 600GB ডেটার সঙ্গে দেদার কলিং পুরোপুরি ফ্রি

ব্যাংক অফার হিসেবেও থাকছে অতিরিক্ত সুবিধা। ICICI Bank, SBI Card এবং IDFC First Bank-এর কার্ড ব্যবহারকারীরা পাচ্ছেন ২ হাজার টাকার ইনস্ট্যান্ট ছাড়। সেই সঙ্গে থাকছে ১,০০০ এক্সচেঞ্জ বোনাসও। স্মার্টফোন সেগমেন্টে, CMF Phone 2 Pro মাত্র ১৬,৯৯৯ এবং Nothing Phone (3a) Pro মাত্র ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে, Nothing Phone (3a)-এর কার্যকর মূল্য দাঁড়াচ্ছে ২২,৯৯৯ টাকা। 

Advertisment

ভিড় গাড়িতে চিঁড়েচ্যাপ্টা হয়ে ক্লান্ত? এই স্কুটারে চা, বিড়ির চেয়েও কম টাকায় যাতায়াতের সুযোগ

অডিও ডিভাইসের মধ্যে, CMF Buds Pro-এর দাম ২,৭৯৯ টাকা  এবং CMF Buds 2A মাত্র ১,৮৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও Neckband Pro, Buds 2 Plus ও Buds Pro 2 সহ একাধিক ডিভাইসে দেওয়া হচ্ছে বাম্পার ছাড়।

ডিজিটাল ইন্ডিয়ার জয়যাত্রা! অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার, জানেন ভারতে একদিনে লেনদেনের পরিমাণ?

নাথিং-এর জনপ্রিয় ইয়ারবাড Nothing Ear (a) এখন পাওয়া যাচ্ছে ৫,৯৯৯ টাকায় এবং Nothing Ear-এর দাম ৮,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্মার্টওয়াচের ক্ষেত্রে, CMF Watch Pro এবং Watch Pro 2 যথাক্রমে ৩,৪৯৯ টাকা ও ৪,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। চার্জার ও আনুষঙ্গিকের মধ্যে, CMF 65W GaN চার্জার ২,৬৯৯ টাকা  এবং 33W Fast Charger মাত্র ৯৯৯ টাকায় মিলছে। পাশাপাশি, USB Type-C কেবল ১ মিটার এবং ১.৮ মিটার ভার্সন যথাক্রমে ৫৯৯ ও ৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে। নাথিং-এর এই অফারগুলো শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্যই প্রযোজ্য, দেরি না করে চটজলদি এই অফারের সুবিধা নিন। 

ধুলো ময়লার পুরু আস্তরণ মুহূর্তে হবে গায়েব! সিলিং ফ্যান হবে মুক্তোর মতো ঝকঝকে

Nothing Phone 1