Jio Recharge Plan Under 900: দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। মাত্র ৮৯৫ টাকায় গ্রাহকরা পাবেন একটানা ৩৩৬ দিন অর্থাৎ প্রায় ১১ মাসের জন্য আনলিমিটেড কলিং-এর সুবিধা। নতুন এই বাজেট ফ্রেন্ডলি প্ল্যানটি মূলত JioPhone ও Jio Bharat ফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।
প্ল্যানের বৈশিষ্ট্য কী?
- মোট বৈধতা: ৩৩৬ দিন
- মাসে খরচ: গড়ে মাত্র ৮০ টাকা
- কলিং সুবিধা: যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল
- এসএমএস: প্রতি মাসে ৫০টি ফ্রি SMS
- ডেটা: মোট ২৪ জিবি (প্রতি মাসে ২ জিবি হাই স্পিড ডেটা)
এই প্ল্যানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা বেশি ডেটা ব্যবহার করেন না, মূলত কলিংয়ের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, বয়স্ক নাগরিক বা গ্রামে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য এটি একটি আদর্শ রিচার্জ অপশন।
কারা ব্যবহার করতে পারবেন?
Jio-র এই ৮৯৫ টাকার প্ল্যান কেবলমাত্র JioPhone ও Jio Bharat ফোন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন না। তবে যারা কম খরচে দীর্ঘ মেয়াদি পরিষেবা চান, তারা JioPhone ব্যবহার করে এই সুবিধা নিতে পারেন।
কেন এই প্ল্যানটি গুরুত্বপূর্ণ?
টেলিকম বাজারে যখন দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে, তখন Jio এই বাজেট রিচার্জ প্ল্যান চালু করে প্রতিদ্বন্দ্বী Airtel ও Vi-র ওপর চাপ সৃষ্টি করল। এতে স্পষ্ট যে Jio এখনো সস্তা ও দীর্ঘ মেয়াদি প্ল্যান দেওয়ার ক্ষেত্রে বাজারে এগিয়ে।