Jio 72-day recharge Plan: 20GB ডেটা একেবারে ফ্রি! বাম্পার অফারে ফের তোলপাড় ফেলল jio

Jio 72-day recharge Plan: এই প্ল্যানের মেয়াদ ৭২ দিন। প্রতিদিন ২GB করে ডেটা পাওয়া যাবে, অর্থাৎ এই প্ল্যানে ইউজাররা পাবেন মোট ১৪৪GB ডেটা । এর পাশাপাশি, জিও গ্রাহকদের জন্য কোম্পানি অতিরিক্ত ২০GB ডেটাও দিচ্ছে।

Jio 72-day recharge Plan: এই প্ল্যানের মেয়াদ ৭২ দিন। প্রতিদিন ২GB করে ডেটা পাওয়া যাবে, অর্থাৎ এই প্ল্যানে ইউজাররা পাবেন মোট ১৪৪GB ডেটা । এর পাশাপাশি, জিও গ্রাহকদের জন্য কোম্পানি অতিরিক্ত ২০GB ডেটাও দিচ্ছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio recharge plan, Jio 84 days plan, Free Netflix, Jio OTT subscription, Jio data plan, Unlimited calls Jio, Jio internet offer, Jio 2025 plan, Jio Netflix offer, Jio online recharge

ঝড় তুলল jio

 Jio 72-day recharge Plan: ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) তার গ্রাহকদের জন্য নিয়ে এল আরও একটি দুর্দান্ত দীর্ঘমেয়াদী প্রিপেইড প্ল্যান। মাত্র ৭৪৯ টাকায়, ব্যবহারকারীরা ৭২ দিন পর্যন্ত সীমাহীন কলিং, দৈনিক ডেটা এবং একাধিক ডিজিটাল পরিষেবা উপভোগ করতে পারবেন। এক রিচার্জেই টানা দুই মাসের বেশি রিচার্জের ঝামেলা থেকে থাকুন টেনশন ফ্রি!

Advertisment

খেলা শুরু করল Jio! বিরাট অফারের তোলপাড় বাজার, ৮০ টাকাতে ১১ মাসের বৈধতা

কী রয়েছে এই প্ল্যানে?

Advertisment

এই প্ল্যানের মেয়াদ ৭২ দিন। প্রতিদিন ২GB করে ডেটা পাওয়া যাবে, অর্থাৎ এই প্ল্যানে ইউজাররা পাবেন  মোট ১৪৪GB ডেটা । এর পাশাপাশি, জিও গ্রাহকদের জন্য কোম্পানি অতিরিক্ত ২০GB ডেটাও দিচ্ছে, ফলে মোট ডেটা হয়ে দাঁড়াচ্ছে ১৬৪GB। প্রতিদিন ১০০টি করে ফ্রি SMS ও মিলবে।

সবচেয়ে বড় কথা হল, এই প্ল্যানে দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। ফলে বারবার রিচার্জের চিন্তা ছাড়াই আপনি পরিবার বা প্রিয়জনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারবেন।

ভারত এখন আরও ভয়ঙ্কর, আক্রমণাত্মক!ULPGM-V3 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা বুক কাঁপালও পাকিস্তানের

 ফ্রি সাবস্ক্রিপশন ও আরও সুবিধা

  • এই প্ল্যানে শুধু কল ও ডেটা নয়, গ্রাহকরা পাচ্ছেন একাধিক অতিরিক্ত সুবিধাও—
  • JioTV-তে ফ্রি অ্যাক্সেস
  • JioCinema সাবস্ক্রিপশন
  • ৯০ দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে
  • ৫০GB JioCloud AI স্টোরেজ ফ্রি

কারা ব্যবহার করবেন এই প্ল্যান?

  • এই প্ল্যানটি বিশেষভাবে উপযোগী তাঁদের জন্য যারা
  • প্রায়ই ইন্টারনেট ব্যবহার করেন
  • OTT কনটেন্ট দেখতে পছন্দ করেন
  • বারবার রিচার্জ করতে চান না
  • বিশেষ করে স্টুডেন্ট, চাকরিজীবী ও বাজেট-সচেতন ব্যবহারকারীদের জন্য এটি একটি উপযুক্ত রিচার্জ প্ল্যান।
jio