/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/feature-1.jpg)
অ্যামাজন, ফ্লিপকার্টকে কোণঠাসা করতে প্রস্তুত রিলায়েন্সের 'জিও মার্ট'। বেশ কিছু দিন আগে রিলায়েন্স তাদের ই-কমার্স পরিষেবার কথা প্রকাশ্যে নিয়ে আসে মুকেশ আম্বানি। জানা যাচ্ছে,সংস্থার রিটেলের মাধ্যমে এই নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম সচল থাকবে। কোম্পানি জানিয়েছে, নিত্যদিনের সামগ্রীর মধ্যে পঞ্চাশ হাজারেরও বেশি জিনিস পাওয়া যাবে অনলাইন ই-কমার্স জিও মার্টের মাধ্যমে।
'জিও মার্ট' রিলায়েন্স জিও দ্বারা চালিত জিওমার্ট একটি অনলাইন মুদিসদাই কেনার প্ল্যাটফর্ম। এখানে অনলাইন টু অফলাইন ব্যবসা চলবে। জিও মার্টে অর্ডার দেওয়ার পর, সেই অর্ডার পৌঁছে যাবে আপনার নিকটবর্তী দোকানে। সেখান থেকেই আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার প্রয়োজনীয় সামগ্রী।
আরও পড়ুন:বাজার কাঁপাতে স্যামসাং লঞ্চ করতে চলেছে ‘হাই বাজেটে’র ফোন, ঘোষিত হল দিনক্ষণ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/jio-marts.jpg)
আরও পড়ুন:দুর্দান্ত খবর! একবার রিচার্জ করলে আনলিমিটেড তিন মাস ও কয়েক লক্ষ টাকার জীবন বিমা
৪২ তম বার্ষিক সাধারণ সভায় আম্বানি জানিয়েছেন, ২০ কোটিরও বেশি পরিবারের সঙ্গে ৩ কোটি অফলাইন খুচরা বিক্রেতাকে সংযুক্ত করার কথা ভাবা হচ্ছে। আপাতত মহারাষ্ট্রের নভি মুম্বাই, থানে ও কল্যাণে জিও মার্টের পরিষেবা চালু করেছে রিলায়েন্স। ইতিমধ্যেই জিও মার্টের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে।
Read the full story in English