Jio Best Offer: jio-এর বাম্পার গিফট, এবার টিভিই হবে কম্পিউটার! লাগবে না একটাকাও

Jio PC: Jio চালু করল নতুন পরিষেবা JioPC, যার সাহায্যে আপনার টিভি-ই হয়ে উঠবে কম্পিউটার। সেট-টপ বক্স থাকলেই বিনামূল্যে পাবেন ভার্চুয়াল ডেস্কটপ, যেখানে ইমেল, ডকুমেন্ট, ব্রাউজিং সবই সম্ভব। দেখে নিন কীভাবে ব্যবহার করবেন।

Jio PC: Jio চালু করল নতুন পরিষেবা JioPC, যার সাহায্যে আপনার টিভি-ই হয়ে উঠবে কম্পিউটার। সেট-টপ বক্স থাকলেই বিনামূল্যে পাবেন ভার্চুয়াল ডেস্কটপ, যেখানে ইমেল, ডকুমেন্ট, ব্রাউজিং সবই সম্ভব। দেখে নিন কীভাবে ব্যবহার করবেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
 JioTV + JioCinema Premium

Jio PC: এক পয়সাও খরচ না করে ব্যবহার করুন JioPC

Jio PC: রিলায়েন্স জিও আবারও সাধারণ মানুষকে বড় চমক দিল। এবার আপনি একটি আলাদা কম্পিউটার না কিনেও টিভিকে কম্পিউটারে রূপান্তর করতে পারবেন, একেবারেই বিনা খরচে। রিলায়েন্সের নতুন পরিষেবা JioPC এনে দিয়েছে সেই সম্ভাবনা। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে এই পরিষেবা আপনার জীবন বদলে দিতে পারে।

Advertisment

কী এই JioPC?

JioPC হল রিলায়েন্স জিওর নতুন একটি Virtual Desktop Service, যা Jio-এর সেট-টপ বক্সের মাধ্যমে চালানো যাবে। যাদের বাড়িতে JioFiber সংযোগ রয়েছে এবং ৫,৪৯৯ টাকা মূল্যের Jio সেট টপ বক্স আছে, তারা বিনামূল্যে JioPC ব্যবহার করতে পারবেন। এটি ক্লাউড-ভিত্তিক পরিষেবা, অর্থাৎ আপনার সমস্ত ডেটা ও অ্যাপ ইন্টারনেটেই থাকবে। ফলে সিস্টেম ক্র্যাশ বা হার্ডওয়্যারের ক্ষতি নিয়ে ভাবতে হবে না।

Advertisment

আরও পড়ুন- বড় ধামাকায় তোলপাড় বাজার! সস্তা হল 5G প্ল্যানের দাম, আগের তুলনায় অধিক ডেটা এখন বিনামূল্যে

কী কী লাগবে?

  • একটি Jio সেট টপ বক্স (৫,৪৯৯ টাকার ডিভাইস)

  • JioFiber ইন্টারনেট সংযোগ

  • একটি কীবোর্ড ও মাউস (USB বা Bluetooth)

  • একটি HDMI-সংযুক্ত টিভি

আরও পড়ুন- ফ্রিজে রাখা সব খাবার নষ্ট হবে, এই কাজটি অবিলম্বে করুন, বর্ষায় এই সিক্রেট স্যুইচেই বাজিমাত

JioPC-তে আপনি কী করতে পারবেন?

  • ডকুমেন্ট তৈরি করতে পারবেন (LibreOffice ইনস্টল করা আছে)

  • ইমেল পাঠানো ও রিসিভের কাজ করতে পারবেন

  • ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন

  • মাইক্রোসফ্ট অফিস ও ব্রাউজার দিয়ে ব্যবহার করা যাবে

  • ভিডিও টিউটোরিয়াল বা অনলাইন ক্লাস দেখা যাবে

আরও পড়ুন- বর্ষার দিনে বাইক রাখুন ঝকঝকে! এত চমকাবে লোকে চোখ ফেরাতে পারবে না

যা আপাতত সম্ভব নয়:

JioPC এখনও ক্যামেরা বা প্রিন্টার সাপোর্ট করে না।

আরও পড়ুন- দুর্দান্ত ফিচারের সেরা ঝলক, অসাধারণ ফটোগ্রাফির সঙ্গে পান স্টাইলিশ ডিজাইন

কীভাবে সেট আপ করবেন?

ধাপ ১: আপনার টিভিতে Jio সেট-টপ বক্স চালু করুন
ধাপ ২: Apps সেকশনে যান এবং “JioPC” অ্যাপটি খুলুন
ধাপ ৩: কীবোর্ড ও মাউস যুক্ত করুন (USB অথবা ব্লুটুথ)
ধাপ ৪: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করুন
ধাপ ৫: 'Launch Now' ক্লিক করেই ডেস্কটপ মোডে চলে যান

শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ

এই পরিষেবা বিশেষ করে সেই ছাত্রছাত্রীদের জন্য, যারা অনলাইনে পড়াশোনা করতে চায় কিন্তু আলাদা কম্পিউটার কেনার সামর্থ্য নেই। অনলাইন অ্যাসাইনমেন্ট, পিডিএফ তৈরি, গুগল সার্চ বা প্রেজেন্টেশন—সবই সম্ভব টিভি দিয়েই।

হার্ডওয়্যার সমস্যার কোনও ভয় নেই

JioPC পুরোপুরি ক্লাউড-ভিত্তিক, তাই হার্ড ডিস্ক, RAM বা OS ক্র্যাশ নিয়ে কোনও সমস্যা নেই। সবসময়ই আপনার অ্যাকাউন্ট Jio-এর ক্লাউডে সংরক্ষিত থাকবে।

বিনামূল্যে ট্রায়াল?

হ্যাঁ! আপনি আপনার Jio সেট-টপ বক্সে এই পরিষেবা বিনামূল্যে ট্রায়াল হিসেবে চালাতে পারবেন। ভবিষ্যতে এটি সাবস্ক্রিপশন মডেলে যেতে পারে, কিন্তু বর্তমানে আপনি কোনও খরচ ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন।

এর সাহায্যে কম খরচে, কোনো অতিরিক্ত যন্ত্র ছাড়াই একটি টিভিকে পরিণত করুন ফিচার-ফুল কম্পিউটারে। যা সাধারণ ব্যবহারকারীদের কাছে গেমচেঞ্জার হতে চলেছে। আজই JioPC ব্যবহার শুরু করুন এবং প্রযুক্তিকে নিজের মত করে ব্যবহার করুন।

jio PC