/indian-express-bangla/media/media_files/2025/07/15/bike-wash-tips-2025-07-15-18-23-47.jpg)
Bike Wash Tips: বাইক পরিষ্কারের সহজ টিপস।
Bike Wash Tips: গাড়ি পরিস্কার করতে গিয়ে অনেক সময় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ধুলোময়লা। বাইক বা স্কুটার এমনভাবে নোংরা হয় যে, স্রেফ জল ঢাললেই কাজ হয় না। তখন মালিকেরা যান সার্ভিস সেন্টারে অথবা কোনও ওয়ার্কশপে। কিন্তু জানেন কি, মাত্র ১ টাকার খরচে আপনি নিজেই বাড়িতে বসে বাইককে করে তুলতে পারেন একেবারে শোরুম ফিনিশ?
কীভাবে সম্ভব ১ টাকায় বাইক ধোওয়া?
হ্যাঁ, একদম ঠিক পড়ছেন। আপনি যদি বাড়িতে একটি বালতি জল নেন এবং তার সঙ্গে মেশান মাত্র ১ টাকার সাধারণ শ্যাম্পু, তাহলে সেটা কাজ করবে জাদুর মতো। বাইক আবার ফিরে পাবে তার পুরনো ঔজ্জ্বল্য।
আরও পড়ুন- দুর্দান্ত ফিচারের সেরা ঝলক, অসাধারণ ফটোগ্রাফির সঙ্গে পান স্টাইলিশ ডিজাইন
কীভাবে ধোবেন?
১. প্রথমে এক বালতি পরিষ্কার জল নিন।
২. ১ টাকার ছোট শ্যাম্পুর প্যাকেট জলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।
৩. একটি মগ বা কাপ ব্যবহার করে গাড়ির গায়ে অল্প অল্প করে জল ছেটান।
4. এবার হাতে বা নরম স্পঞ্জ দিয়ে হালকা ঘষে গাড়ির গায়ে থাকা ধুলো ও দাগ তুলে ফেলুন।
5. তারপর পরিষ্কার জল দিয়ে অন্তত ২-৩ বার গাড়িটিকে ধুয়ে ফেলুন, যেন শ্যাম্পুর দাগ না থাকে।
6. সবশেষে নরম সুতির কাপড় দিয়ে মুছে ফেলুন।
আরও পড়ুন- পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, সফলভাবে শেষ Axiom-4 মিশন
কেন কাজ করে এই কৌশল?
শ্যাম্পুর মাইল্ড ডিটারজেন্ট প্রপার্টি বাইকের পেইন্ট বা ধাতব অংশের কোনও ক্ষতি না করেই ধুলো, মাটি, এবং গ্রিস তুলতে সক্ষম। ব্যয়বহুল ক্লিনার ছাড়াই এক বালতি জল আর সামান্য শ্যাম্পু ব্যবহার করেই তাই একেবারে ঝকঝকে বাইক মেলা অসম্ভব কিছু না।
আরও পড়ুন- মাইলেজ থেকে ধুঁয়াধার ডিজাইন, কত দামে লঞ্চ yamaha-এর প্রিমিয়াম বাইক?
কোন শ্যাম্পু ব্যবহার করবেন?
এই ক্ষেত্রে যে কোনও জনপ্রিয় ব্র্যান্ডের সাধারণ চুলের শ্যাম্পুই চলবে– Sunsilk, Clinic Plus বা Pantene-এর ছোট প্যাকেট (১ টাকার)।
আরও পড়ুন- আগামীকালই পৃথিবীর মাটিতে পা! মহাকাশ ছাড়ার আগে আবেগঘন বার্তা শুভাংশুর
সতর্কতামূলক টিপস:
গরম দুপুরে বাইক ধোবেন না, সেক্ষেত্রে দাগ শুকিয়ে বসে যেতে পারে।
চুলের জন্য খুব হাই কেমিক্যালযুক্ত শ্যাম্পু এড়িয়ে চলুন।
স্পঞ্জ না থাকলে পুরনো নরম টি-শার্ট ব্যবহার করুন।
এই পদ্ধতিতে কারা উপকৃত হবেন?
যাঁরা রোজ বাইক চালান
যাঁরা সার্ভিসিংয়ের জন্য আলাদা সময় বা বাজেট রাখতে পারেন না
যাঁরা বাইককে নতুনের মতো ঝকঝকে রাখতে চান
বাড়িতে বসে, মাত্র ১ টাকার খরচে আপনার বাইককে দিন নতুনের মতো ফিনিশ। আর তা-ও আবার কেমিক্যাল ক্লিনার ছাড়াই। এখন থেকে বাইক পরিষ্কারের জন্য তাই আর ওয়ার্কশপে ছোটার দরকার নেই।