Kawasaki ninja 300: জিএসটি ২.০-র পর নিনজা ৩০০-সহ একাধিক বাইকের দাম হাতের নাগালে, জানেন কত?

Kawasaki ninja 300: GST 2.0 ঘোষণার পর কাওয়াসাকি তাদের KLX230, Ninja 300, W175-সহ একাধিক বাইকের দাম কমিয়েছে। বাইকগুলোর দামের তালিকা দেখে নিন।

Kawasaki ninja 300: GST 2.0 ঘোষণার পর কাওয়াসাকি তাদের KLX230, Ninja 300, W175-সহ একাধিক বাইকের দাম কমিয়েছে। বাইকগুলোর দামের তালিকা দেখে নিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Kawasaki

Kawasaki: কাওয়াসাকি বাইক।

Kawasaki ninja 300 Bike: ভারতের মোটরবাইকপ্রেমীদের জন্য বড় সুখবর। অর্থ মন্ত্রণালয় ঘোষিত GST 2.0 কর কাঠামো কার্যকর হওয়ার পর কাওয়াসাকি তাদের লাইনআপে বড়সড় দামের পরিবর্তনের কথা ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার বাইকের ওপর ১৮% জিএসটি প্রযোজ্য হবে এবং কোনও অতিরিক্ত সেস থাকবে না।

Advertisment

এর ফলে Kawasaki KLX230, Ninja 300, W175 এবং Versys X300-এর মত জনপ্রিয় মডেলের দাম উল্লেখযোগ্যভাবে কমবে। 

আরও পড়ুন- ChatGPT-তে ভুলেও এই সাত কাজ করবেন না, ভয়ঙ্কর বিপদ আসতে পারে আপনার জীবনে

Advertisment

Kawasaki KLX 230 এবং KLX 230 RS

অ্যাডভেঞ্চার ও অফ-রোড বাইকপ্রেমীদের পছন্দের KLX 230 এবার আরও সাশ্রয়ী হয়েছে।

মডেলমডেল বছরপুরাতন দাম (₹, এক্স-শোরুম)নতুন দাম (₹, এক্স-শোরুম)
KLX 230MY26১.৯৯ লক্ষ১.৮৪ লক্ষ
KLX 230MY25৩.৩০ লক্ষ২.৯৯ লক্ষ
KLX 230 RSMY26১.৯৪ লক্ষ১.৭৯ লক্ষ
KLX 230 RSMY24৫.২১ লক্ষ৪.৮১ লক্ষ

আরও পড়ুন- ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল ২০২৫, iPhone 16 Pro, Galaxy S24 Ultra, Pixel 9-সহ দুর্দান্ত অফার দেখুন একনজরে

Kawasaki W175 – রেট্রো স্টাইল, কম দামে

রেট্রো লুক পছন্দ করা রাইডারদের জন্য W175 এখন আগের চেয়ে সস্তা।

মডেলমডেল বছরপুরাতন দামনতুন দাম
W175MY23১.২২ লক্ষ১.১৩ লক্ষ
W175 SP EDMY23১.২৪ লক্ষ১.১৫ লক্ষ
W175MY24১.২৯ লক্ষ১.১৯ লক্ষ
W175 SP EDMY24১.৩১ লক্ষ১.২১ লক্ষ
W175 StreetMY24১.৩৫ লক্ষ১.২৫ লক্ষ

Kawasaki KLX 110RL

ছোট সিসি অফ-রোড অপশন খুঁজছেন? KLX 110RL আপনার জন্য হতে পারে ভালো পছন্দ। আগের দাম: ৩.১২ লক্ষ টাকা। নতুন দাম: ২.৮৮ লক্ষ টাকা। ভারতের অন্যতম জনপ্রিয় স্পোর্টস বাইক Ninja 300-ও এবার আরও সাশ্রয়ী হয়েছে। পুরোনো দাম ৩.৪৩ লক্ষ টাকা। নতুন দাম ৩.১৭ লক্ষ টাকা। এই দামে এটি এখন কম বাজেটে স্পোর্টস বাইকের অন্যতম সেরা চয়েস। 

আরও পড়ুন- নবরাত্রিতে এই শুভেচ্ছাবার্তা, উক্তি, স্ট্যাটাস ও ছবি বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন

Kawasaki Versys-X 300 – অ্যাডভেঞ্চার ট্যুরার

লং রাইডার ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য Versys-X 300 এবার ৩.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) দামে পাওয়া যাচ্ছে, যা আগের তুলনায় আরও সস্তা। কেন দাম কমল? কারণ, GST 2.0 নীতি পরিবর্তন – ৩৫০ সিসি পর্যন্ত বাইকের কর কাঠামো সহজ ও কম হয়েছে। অতিরিক্ত সেস না থাকায় মোট খরচ কমেছে। প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলির সঙ্গে পাল্লা দিতে কাওয়াসাকি দাম সমন্বয় করেছে। 

আরও পড়ুন- হড়মুড়িয়ে কমল ল্যাপটপের দাম, কম বাজেট, হাই পারফরম্যান্স, কোনগুলি সেরা?

মোট কথা, Kawasaki Price Drop বাইকপ্রেমীদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে। KLX230-এর মতো অফ-রোডার থেকে শুরু করে জনপ্রিয় Ninja 300 কিংবা অ্যাডভেঞ্চার ট্যুরার Versys-X 300—সবকিছুই এখন আগের চেয়ে সাশ্রয়ী। যাঁরা নতুন বাইক কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে সেরা সময়। 

Kawasaki bike