Advertisment

নামমাত্র খরচে পান দুর্দান্ত রেঞ্জ, ই-লুনার ফিচার্স চমকে দেবে

Cheapest electric bike: ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বর্তমান আকাশছোঁয়া। নতুন মডেলের সঙ্গে সঙ্গে বিভিন্ন কোম্পানি নিয়ে এসেছে নতুন ফিচার। আগে কাইনেটিক ইলেকট্রিক লুনা শুধুমাত্র পেট্রোল ইঞ্জিনে পাওয়া যেত।

author-image
IE Bangla Tech Desk
New Update
 Cheapest electric bike:

নামমাত্র খরচে পান দুর্দান্ত রেঞ্জ, ই-লুনার ফিচার্স চমকে দেবে


Cheapest electric bike: প্রতি কিলোমিটারের খরচ মাত্র 10 পয়সা, 110 কিলোমিটারের অনবদ্য রেঞ্জ, মাত্র 2 ইউনিটে ফুল চার্জ। বাজার কাঁপিয়ে এল ইলেকট্রিক লুনা।

Advertisment

নতুন এই ইলেকট্রিক লুনা দুটি ব্যাটারি প্যাক সহ লঞ্চ হয়েছে। যার মধ্যে রয়েছে 1.7kWh এবং 2kWh। এটি সিঙ্গেল চার্জে 110 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে মাত্র 4 ঘন্টা।

মারকাটারি প্ল্যান! এবার পান ৬০০ জিবি ডেটা, শোরগোল ফেলল BSNL

ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বর্তমান আকাশছোঁয়া।  নতুন মডেলের সঙ্গে সঙ্গে বিভিন্ন কোম্পানি নিয়ে এসেছে নতুন ফিচার। আপনি যদি এমন একটি ইলেকট্রিক বাইকের সন্ধান করে থাকেন যেটি আপনি দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি আপনার ছোট ব্যবসার জন্যও লাভজনক তাহলে আপনার কাছে রয়েছে কেবল একটিই অপশন। আর সেটি হল কাইনেটিক ইলেকট্রিক লুনা।

ডেবিট কার্ড ছাড়াই UPI মোডে ATM থেকে নগদ তুলবেন কীভাবে?

আগে কাইনেটিক ইলেকট্রিক লুনা শুধুমাত্র পেট্রোল ইঞ্জিনে পাওয়া যেত কিন্তু এর বৈদ্যুতিক সংস্করণ চালু হওয়ার পর থেকে এর চাহিদা বেড়েছে। ই-লুনা চালু হওয়ার অনেক দিন হয়ে গেছে কিন্তু মানুষ এখনও এই মডেল সম্পর্কে জানতে চাইছেন।

প্রতি কিলোমিটারের খরচ মাত্র ১০ পয়সা

27,120 টাকা সঞ্চয়
নতুন ইলেকট্রিক লুনার দাম শুরু হচ্ছে 69,990 টাকা থেকে। লুনা চালানোর খরচ প্রতি কিলোমিটারে মাত্র ১০ পয়সা। পেট্রোল চালিত স্কুটারের তুলনায় আপনি প্রতি মাসে 2,260 টাকা বাঁচাতে পারেন। ই-লুনা সম্পূর্ণরূপে চার্জ করতে 2 ইউনিট লাগে। বৈদ্যুতিক লুনা দৈনন্দিন ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এগুলি ছাড়াও, ছোট ব্যবসার জন্য একটি খুব প্রয়োজনীয় বাহন হিসাবে প্রমাণিত।  

মাইলেজ নিয়ে নো টেনশন! নতুন বাইকে জমে উঠুক এবারের পুজো

ইলেকট্রিক লুনা দুটি ব্যাটারি প্যাক সহ আসে যার মধ্যে রয়েছে 1.7kWh এবং 2kWh। এটি একক চার্জে 110 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে। সম্পূর্ণ চার্জ হতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। ইলেকট্রিক লুনায় সেফটি লক পাওয়া যায়।

ক্যান্সারের ঝুঁকি! মহাকাশে থাকায় দৃষ্টিশক্তিও হারাতে পারেন সুনিতা

ভালো ব্রেকিং এর জন্য এতে রয়েছে কম্বি ব্রেক সিস্টেম। এটিতে বড় 16 ইঞ্চি চাকা রয়েছে। আরও ভালো রাইডের জন্য এর সামনে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে। ইলেকট্রিক লুনার লাগেজ রাখার জন্য সামনের অংশে বেশ ভালো জায়গা রয়েছে। আপনি এটিতে 150 কেজি পর্যন্ত পণ্য লোড করতে পারেন। 

Electric scooter Electricity Bill Electric Vehicle
Advertisment