Advertisment

কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করতে মহিন্দ্রা বাজারে আনল YUVO এবং JIVO ট্রাক্টর

নতুন এই ট্রাক্টর দুটিতে রয়েছে জিপিএস এবং বায়োমেট্রিক সেন্সরের মতো অত্যাধুনিক প্রযুক্তি। এ ছাড়াও এই ট্রাক্টর দুটিতে থাকবে ১৫টি গিয়ার এবং অসংখ্য নতুন সুবিধা।

author-image
IE Bangla Web Desk
New Update
MAHINDRA

মহিন্দ্রার ট্রাক্টর ।

মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বাজারে আনল তাঁদের নতুন দুটি ট্রাক্টর YUVO 45 HP 4WD এবং JIVO 24 HP 4WD। পশ্চিমবঙ্গে এই দুটি ট্রাক্টর মিলবে ৭.১২ লক্ষ এবং ৪.২১ লক্ষ টাকায়।

Advertisment

আরও পড়ুন: আসছে মোটোরোলা জেড থ্রি প্লে, জেনে নিন ফোনটির স্পেশিফিকেশন

নতুন এই দুটি ট্রাক্টর পিচ্ছিল এবং অসমান জমিতে উন্নতমানের কর্ষণ ব্যবস্থা দেবে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে। এই দুটি ট্রাক্টরেই থাকবে ডিজি সেন্সের মতো আধুনিক প্রযুক্তি ফলে বাজার চলতি ট্রাক্টরগুলির থেকে সহজে চালানো যাবে বলেও দাবি করেছেন তাঁরা।

মহিন্দ্রা YUVO ট্রাক্টরটি দিয়ে মোট ৩০ রকমের ভিন্ন চাষাবাদ করা সম্ভব। এর মধ্যে চাষের আগের কর্ষণ থেকে শুরু করে ফসল তোলা অবধি সমস্তই আরও সহজে করা সম্ভব হবে। ৩০ থেকে ৪৫ হর্স পাওয়ারের ইঞ্জিন সম্পন্ন এই ট্রাক্টরটিতে থাকবে ১৫টি গিয়ার এবং এটি ১৫০০কেজি অবধি ওজন তুলতে সক্ষম হবে।

আরও পড়ুন: স্যামসং বাজারে আনল নতুন পকেট-ফ্রেন্ডলি স্মার্টফোন গ্যালাক্সি  j2, জেনে নিন ফিচার

Advertisment