Bank Holidays September 2025: ৩০ দিনের মধ্যে ১৫ দিনই ব্যাঙ্ক বন্ধ! ভোগান্তি এড়াতে সব ছেড়ে আগে পড়ুন এই প্রতিবেদন

Bank Holidays September 2025: ব্যাংকে কোনও জরুরি কাজ রয়েছে? তবে এখনই মিটিয়ে ফেলুন। কারণ সেপ্টেম্বর মাস মানেই উৎসবের মাস। চলতি বছর সেপ্টেম্বরে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Bank Holidays September 2025: ব্যাংকে কোনও জরুরি কাজ রয়েছে? তবে এখনই মিটিয়ে ফেলুন। কারণ সেপ্টেম্বর মাস মানেই উৎসবের মাস। চলতি বছর সেপ্টেম্বরে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

author-image
IE Bangla Tech Desk
New Update
bank holidays.

৩০ দিনের মধ্যে ১৫ দিনই ব্যাঙ্ক বন্ধ!

Bank Holidays September 2025: ব্যাংকে কোনও জরুরি কাজ রয়েছে? তবে এখনই মিটিয়ে ফেলুন। কারণ সেপ্টেম্বর মাস মানেই উৎসবের মাস। চলতি বছর সেপ্টেম্বরে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী মাসে একাধিক উৎসব, পাশাপাশি সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের বিভিন্ন রাজ্যে ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে।

Advertisment

আরও পড়ুন- পুজোয় নতুন বাইক কিনবেন? দুর্দান্ত ফিচারের সঙ্গে পান আকর্ষনীয় রেঞ্জ! তালিকায় শীর্ষে কোনটি?

এক নজরে দেখে নেওয়া যাক ছুটির তালিকা

সেপ্টেম্বর মাসে একের পর এক উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক বন্ধ থাকবে মোট ১৫ দিন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, রাজ্যভেদে বিভিন্ন তারিখে এই ছুটি কার্যকর হবে। তাই কোনও জরুরি আর্থিক লেনদেন থাকলে আগে থেকেই তা সেরে না নিলে ভোগান্তির একশেষ। 

Advertisment
  • ৩ সেপ্টেম্বর: কর্মা পূজা এই দিন (ঝাড়খন্ডের পাশাপাশি রাঁচিতেও ব্যাংক বন্ধ থাকবে)
  • ৪ সেপ্টেম্বর: প্রথম ওনাম (কেরলে ব্যাংক বন্ধ থাকবে)
  • ৫ সেপ্টেম্বর: ইদ-ই-মিলাদ/মিলাদ-উন-নবী/তিরুভোনাম/মিলাদ-ই-শরিফ, যার কারণে (গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা, দিল্লি, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে)
  • ৬ সেপ্টেম্বর: ঈদ-এ-মিলাদ/ইন্দ্রযাত্রা (সিকিম এবং ছত্তিশগড়ে ব্যাংক বন্ধ থাকবে)
  • ১২ সেপ্টেম্বর: ইদ-ই-মিলাদ-এর পরের শুক্রবার, যার কারণে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক  বন্ধ থাকবে
  • ২২ সেপ্টেম্বর: নবরাত্রি প্রতিষ্ঠা (রাজস্থানে ব্যাংক বন্ধ থাকবে)
  • ২৩ সেপ্টেম্বর: মহারাজা হরি সিং জির জন্মদিন (জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
  • ২৯ সেপ্টেম্বর: মহাসপ্তমী/দুর্গা পূজা (ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে)
  • ৩০ সেপ্টেম্বর: মহাঅষ্টমী/দুর্গা অষ্টমী/দুর্গা পূজা (ত্রিপুরা, ওড়িশা, অসম, মণিপুর, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

সাপ্তাহিক ছুটি (সারা দেশে প্রযোজ্য)

  • ৭ সেপ্টেম্বর: রবিবার
  • ১৩ সেপ্টেম্বর: দ্বিতীয় শনিবার
  • ১৪ সেপ্টেম্বর: রবিবার
  • ২১ সেপ্টেম্বর: রবিবার
  • ২৭ সেপ্টেম্বর: চতুর্থ শনিবার
  • ২৮ সেপ্টেম্বর: রবিবার

আরও পড়ুন-গুগল পিক্সেল ওয়াচ ৪! বদলে যাবে স্মার্টওয়াচ ব্যবহারের অভিজ্ঞতা! বাডস প্রো ২- তেও বড় চমক!

Bank Holidays