Bike maintenance tips: বর্ষাকালে বাইক চালানোর আগে এই ৫টি জিনিস না দেখলে আপনি বিপদে পড়ে যেতে পারেন! এমনিতে বর্ষাকে সকলেই ভালোবাসেন। সবুজ প্রকৃতি, ঠান্ডা হাওয়া, আর বৃষ্টির ছোঁয়া জীবনকে অন্য ছন্দ দেয়। কিন্তু বাইক রাইডারদের জন্য এই মরশুম মানেই চ্যালেঞ্জ। পিচ্ছিল রাস্তায় বাইক চালানো যেমন বিপজ্জনক, তেমনই বাইকের কিছু অংশ এই সময়ে অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়। তাই বাইক চালানোর আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার।
১. টায়ার পরীক্ষা করুন
বাইকের টায়ারই রাস্তায় গ্রিপ নিশ্চিত করে। বর্ষায় রাস্তায় জল জমে গেলে পুরনো টায়ার থেকে স্লিপ করার ঝুঁকি বেড়ে যায়। তাই টায়ারের ট্রেড গভীরতা ও গ্রিপ পরীক্ষা করুন। যদি টায়ার অনেক পুরোনো হয় বা পাংচার হয়ে থাকে, তাহলে তা প্রতিস্থাপন করা দরকার।
আরও পড়ুন- লক্ষ লক্ষ টাকা আয়ের বিরাট সুযোগ, ঘরে বসেই লাখপতি হন ইনস্টাগ্রামের দৌলতে
২. চেইন পরিষ্কার ও লুব্রিকেট করুন
বৃষ্টির সময় চেইনে কাদা ও জল জমে গিয়ে তাতে জং ধরে যেতে পারে। এটি চেইনের স্থায়িত্ব কমায় এবং বাইকের গতিও কমিয়ে দেয়। প্রতি সপ্তাহে তাই একবার চেইন পরিষ্কার করা দরকার। আর, ভালো মানের চেইন লুব ব্যবহার করা প্রয়োজন।
আরও পড়ুন- অঝোর বৃষ্টিতেও 'চাঙ্গা' রাখতে চান আপনার ইভি? মেনে চলুন এই নিয়মগুলি, না হলেই খেলনা গাড়িতে পরিণত হবে সাধের স্কুটার
৩. ব্রেক পরীক্ষা করুন
ভেজা রাস্তায় ব্রেকিং টাইম বেড়ে যায়। তাই ডিস্ক ব্রেক, ব্রেক প্যাড এবং ড্রাম ব্রেক সঠিকভাবে কাজ করছে কি না তা পরীক্ষা করা দরকার। প্রয়োজনে ব্রেক প্যাড পরিবর্তন করা উচিত বা ব্রেক তেল চেক করা উচিত।
আরও পড়ুন- মাত্র ১০০ টাকায় ভরপুর বিনোদন! দেখুন JioHotstar -এ প্রিমিয়াম কনটেন্ট, ফের সুনামি তুলল Jio
৪. আলো ও ইন্ডিকেটর ঠিক আছে কি না দেখুন
বৃষ্টির সময় দৃশ্যমানতা অনেক কমে যায়। তাই হেডলাইট, DRL, টেললাইট এবং ইন্ডিকেটর ভালোভাবে কাজ করছে কি না, তা দেখে নিন। যদি আলো কম থাকে, তাহলে বাল্ব পরিবর্তন করুন বা ফগ লাইট জ্বালান।
আরও পড়ুন- ল্যাপটপের বাজারে বিরাট বিস্ফোরণ! মাত্র ৯ হাজারে Lenovo-এর সবচেয়ে বড় চমক
৫. বাইকের বডি এবং সিট কভার
প্লাস্টিক বা রেইন কভার ব্যবহার করে বাইকের গুরুত্বপূর্ণ অংশগুলো বাঁচান। বিশেষত ব্যাটারি, ইলেকট্রিক কানেকশন ও ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যাতে জলে না ভেজে, সেটা নিশ্চিত করুন।