Instagram referral program: লক্ষ লক্ষ টাকা আয়ের বিরাট সুযোগ, ঘরে বসেই লাখপতি হন ইনস্টাগ্রামের দৌলতে

Instagram referral program: ইনস্টাগ্রাম রেফারেল প্রোগ্রাম দিয়ে ঘরে বসেই আয় করুন ১৭ লক্ষ টাকা পর্যন্ত! জেনে নিন কীভাবে কাজ করে এভাবে ইনকাম করতে পারবেন, কারা পাবেন এই সুযোগ।

Instagram referral program: ইনস্টাগ্রাম রেফারেল প্রোগ্রাম দিয়ে ঘরে বসেই আয় করুন ১৭ লক্ষ টাকা পর্যন্ত! জেনে নিন কীভাবে কাজ করে এভাবে ইনকাম করতে পারবেন, কারা পাবেন এই সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Instagram referral program: লক্ষ লক্ষ টাকা আয়ের বিরাট সুযোগ।

Instagram referral program: লক্ষ লক্ষ টাকা আয়ের বিরাট সুযোগ। (ছবি- প্রতীকী)

Instagram referral program: ঘরে বসেই ইনস্টাগ্রামের মাধ্যমে আয় করতে পারবেন ১৭ লক্ষ টাকা! বর্তমানে ইনস্টাগ্রাম শুধুই ছবি বা ভিডিও পোস্ট করার মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে একটি আয়ের সুযোগ। সম্প্রতি ইনস্টাগ্রাম একটি নতুন রেফারেল প্রোগ্রাম চালু করেছে, যার মাধ্যমে কিছু নির্বাচিত ব্যবহারকারী ২০,০০০ ডলার বা প্রায় ১৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

Advertisment

কী এই রেফারেল প্রোগ্রাম?

এই প্রোগ্রাম মূলত একটি প্রচারমূলক অফার, যেখানে ইনস্টাগ্রাম নির্মাতাদের (creators) একটি বিশেষ লিংক দেওয়া হয়। এই লিংক অন্যদের সঙ্গে শেয়ার করলে এবং সেই লিংক ব্যবহার করে কেউ ইনস্টাগ্রাম ডাউনলোড করলে, সাইন আপ করলে বা কোনও নির্দিষ্ট কাজকর্ম করলে, নির্মাতা কমিশন পান। 

আরও পড়ুন- গরমে মাথা ঘোরা! ঘরেই মিলবে আরাম, জানুন কারণ ও প্রতিকার

Advertisment

কত টাকা আয় করা সম্ভব?

এই প্রকল্পের অধীনে একজন নির্মাতা সর্বোচ্চ ২০,০০০ ডলার অর্থাৎ প্রায় ১৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। কারও জন্য এটি হতে পারে প্রতি রেফারেলে ১০০ ডলার, আবার কারও জন্য প্রতি ১০০০ ক্লিকে ১০০ ডলার। অর্থপ্রদান করা হয় তৃতীয় পক্ষের মাধ্যমে, যার নাম Glimmer।

আরও পড়ুন- মশা তাড়াতে ডিমের ট্রে ব্যবহার করছেন? অনেকে বলেন ক্যানসার হয়, আসলে কী হয় জানুন!

কারা অংশ নিতে পারবেন?

এটি একটি 'Invitation-Only' প্রোগ্রাম, অর্থাৎ সব ব্যবহারকারীর জন্য নয়। শুধুমাত্র ইনস্টাগ্রামের দ্বারা নির্বাচিত কিছু ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সাররাই এই প্রোগ্রামের অংশ হতে পারবেন। তবে আগামী দিনে এটি আরও ব্যবহারকারী ব্যবহার করার সুযোগ পাবেন।

আরও পড়ুন- হাতে, পায়ে বা শরীরের অন্যত্র অবাঞ্ছিত লোম? ঘরোয়া উপায়েই দূর করুন চিরতরে!

কীভাবে অংশ নেবেন?

১. ইনস্টাগ্রাম অ্যাপে লগ ইন করুন

২. 'Referral' বা 'Partnership' অপশন খুঁজুন

৩. আপনার নিজস্ব রেফারেল লিংক তৈরি করুন

৪. সেই লিংক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, স্টোরিজে শেয়ার করুন

৫. ইনস্টাগ্রাম ড্যাশবোর্ডে গিয়ে আয় ও ক্লিক চেক করুন

আরও পড়ুন- ত্বকের যত্নে বাদাম ব্যবহার করুন এই ৫ ভাবে, ত্বক হবে কাচের মত ঝকঝকে, উজ্জ্বল

কতদিন চলবে এই অফার?

এই রেফারেল প্রোগ্রামটি ২০২৫ সালের মে থেকে জুন পর্যন্ত ৬ সপ্তাহ চলবে। তাই যাঁরা আমন্ত্রণ পেয়েছেন, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে চলেছে।

program referral instagram